নারায়ণ'গঞ্জে করো'নাভাই'রাসে আ'ক্রান্ত প্রথম ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘ'টনায় বৃহ'স্পতি'বার রা'তে নগরীর রসূলবাগ এলা'কায় আক্রান্তের বাড়ির গলিসংলগ্ন সবগুলো বাড়ি লক'ডাউন ঘোষণা করা হয়েছে।
জেলা সিভিল সার্জন ইম'তিয়াজ আহমেদ জা'নান, গত ৩০ মার্চ রাতে ও'ই ব্যক্তির মৃত্যু হয়। তি'নি করোনার উপসর্গ নি'য়ে ঢাকা মেডিক্যাল কলে'জ হাসপাতালে ভর্তি ছিলেন। প'রে তাকে রাজধানীর কু'র্মিটোলা হাস'পাতালে পাঠানো হ'লে সেখানেই চিকিৎসাধী'ন অবস্থা'য় মারা যা'ন তিনি।
মৃত্যুর পর আইই'ডিসিআর থেকে তা'র নমুনা সংগ্রহ করা হয়। ঘট'নার তিন দিন পর অর্থাৎ বৃহ'স্পতিবার আইইডিসিআরের পরীক্ষায় ওই না'রীর করোনাভাইরাস পজিটিভ রিপো'র্ট আসে। পরে জেলা' স্বাস্থ্য বিভাগের নেতৃত্বে উপজেলা প্র'শাসন ওই এলাকা ‘লকডাউন’ করার সিদ্ধান্ত নেয়া' হয়।
জেলা সিভিল সার্জ'ন ইমতিয়াজ আহমেদ বলেন, রি'পোর্ট পাবার পরপরই আম'রা উপজেলা প্রশা'সনকে সঙ্গে 'নিয়ে ওই বাড়ির আশপাশের বাড়ি'সহ পুরো গলি লক'ডাউন করে দি'য়েছি।
Image Source: www.google.com