চতুর্থ শ্রেণি-বিজ্ঞান, প্রথম অধ্যায় - প্রশ্নোত্তরঃ জীব ও পরিবেশ

প্রথম অধ্যায়,  জীব ও পরিবেশ

সংক্ষিপ্ত উত্তর প্রশ্নোত্তর:

০১। কোন কোন প্রাকৃতিক দুর্যোগ পরিবেশের পরিবর্তন ঘটাতে পারে?
উত্তর: খরা, বন্যা, ঝড় ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক দূর্যোগ পরিবেশের পরিবর্তন ঘটাতে পারে।
০২। জীবের বেঁচে থাকার জন্য কী কী প্রয়োজন?
উত্তর: জীবের বেঁচে থাকার জন্য খাদ্য, আবাসস্থল, আশ্রয়স্থল, পানি এবং বায়ু প্রয়োজন।
০৩। উদ্ভিদের খাদ্য তৈরিতে কী কী প্রয়োজন?
উত্তর: উদ্ভিদের খাদ্য তৈরিতে সূর্যের আলো, পানি এবং বায়ুর কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন।
 

 
অতিরিক্ত সংক্ষিপ্ত প্রশ্নোত্তর:
০১। পরিবেশের কোনটি নিজের খাদ্য নিজেই তৈরি করে?
উত্তর: পরিবেশের উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করে।
০২। আবাসস্থল কী?
উত্তর: উদ্ভিদ যে জায়গায় জন্মে এবং প্রাণী যে বিশেষ জায়গায় বাস করে তাই তার আবাসস্থল।
০৩। আশ্রয়স্থল কী?
উত্তর: আশ্রয়স্থল হলো প্রানীর জন্য একটি নিরাপদ স্থান, যা তাকে আক্রমণকারী প্রাণী বা বিরূপ আবহাওয়া যেমনঃ ঝড়-বাদল থেকে রক্ষা করে।
০৪। প্রাণীর খাদ্য পরিপাকের জন্য কী প্রয়োজন?
উত্তর: প্রাণীর খাদ্য পরিপাকের জন্য পানি প্রয়োজন।
০৫। খাদ্য তৈরির জন্য উদ্ভিদ বায়ু থেকে কী গ্রহণ করে?
উত্তর: খাদ্য তৈরির জন্য উদ্ভিদ বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে।
০৬। মানুষ ও অন্যান্য প্রাণী বেঁচে থাকার জন্য যে অক্সিজেন গ্রহণ করে তা কোথা থেকে আসে?
উত্তর: মানুষ ও অন্যান্য প্রাণী বেঁচে থাকার জন্য যে অক্সিজেন গ্রহণ করে তা উদ্ভিদ থেকে আসে।
০৭। উদ্ভিদ তার প্রয়োজনীয় শক্তি কোথা থেকে পায়?
উত্তর: উদ্ভিদ তার প্রয়োজনীয় শক্তি খাদ্য থেকে পায়।
০৮। মানুষ কিসের জন্য সম্পূর্ণভাবে পরিবেশের উপর নির্ভরশীল?
উত্তর: মানুষ খাদ্যের জন্য সম্পূর্ণভাবে পরিবেশের উপর নির্ভরশীল।
০৯। পরিবেশে শক্তি প্রবাহের মূল উৎস কোনটি?
উত্তর: পরিবেশে শক্তি প্রবাহের মূল উৎস সূর্য।
১০। মানুষ গাছ কাটে কেন?
উত্তর: মানুষ তার প্রয়োজনীয় জ্বালানি এবং গৃহনির্শাণ সামগ্রীর জন্য গাছ কাটে।
১১। পরিবেশের পরিবর্তন ঘটার কারণ কী?
উত্তর: পরিবেশের পরিবর্তন ঘটার কারণ মানুষের বিভিন্ন কর্মকান্ড।

বর্ণনামূলক প্রশ্নোত্তর:
০১। মানুষ কীভাবে পরিবেশের পরিবর্তন করছে?
উত্তর: মানুষ নানা কর্মকা-ের মাধ্যমে পরিবেশের পরিবর্তন করছে। যেমনঃ
(ক) প্রয়োজনীয় জ্বালানি এবং গৃহ নির্মাণ সামগ্রীর জন্য অনবরত গাছ কাটার মাধ্যমে।
(খ) শস্য উৎপাদন, খামার তৈরি এবং বাড়িঘর, রাস্তাঘাট ও কলকারখানা তৈরিতে বনভূমি নষ্ট করার মাধ্যমে।
(গ) বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ আহরণের মাধ্যমে।

০২। একটি ইট সবুজ ঘাসের উপর কয়েক দিন রেখে দিলে চাপা পড়া ঘাসের কী ঘটবে? কেন ঘটবে?
উত্তর: একটি ইট সবুজ ঘাসের উপর কয়েকদিন রেখে দিলে ইটের নিচে চাপা পড়া ঘাসের রং সাদা হয়ে যাবে।
যে কারণে এমনটি ঘটবে:
উদ্ভিদের বেঁচে থাকা ও বৃদ্ধির জন্য পানি, সূর্যের আলো ও বায়ুর প্রয়োজন। পাতার সবুজ বর্ণের জন্য সূর্যের আলোই মূলত দায়ী। ইট চাপা দেওয়া হলে সবুজ ঘাসগুলো সূর্যের আলো পাবে না। ফলে ঘাসগুলো সাদা রং ধারণ করবে।
 
০৩। পরিবেশ পরিবর্তনের ফলে জীব কীভাবে ক্ষতিগ্রস্ত হয়?
উত্তর: পরিবেশের পরিবর্তনের ফলে বন্যা, খরা, ঝড় এবং ভূমিধ্বস হতে পারে। এর ফলে জীব নিম্নলিখিতভাবে ক্ষতিগ্রস্ত হয়।
(ক) মানুষ ও অন্যান্য জীবের মৃত্যু ঘটে।
(খ) বাসস্থান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
(গ) ফসলের জমি নষ্ট হয়।
(ঘ)  গাছপালা, বনভূমি নষ্ট হয়ে যায়।
 
০৪। আবাসস্থল ও আশ্রয়স্থলের মাঝে পার্থক্য কী?
উত্তর: আবাসস্থল ও আশ্রয়স্থলের মাঝে পার্থক্য নিচে দেওয়া হলোঃ
আবাসস্থল আশ্রয়স্থল
১. আবাসস্থল উদ্ভিদ ও প্রাণীকে বিরূপ আবহাওয়া ও আক্রমণকারী প্রাণী থেকে রক্ষা করতে পারে না। ১. আশ্রয়স্থল হলো প্রাণীর জন্য একটি নিরাপদ স্থান, যা তাকে আক্রমণকারী প্রাণী বা বিরূপ আবহাওয়া যেমনঃ ঝড়-বাদল থেকে রক্ষা করে।
২. সকল জীবের জন্যই আবাসস্থল প্রয়োজন। ২. শুধুমাত্র প্রাণীর জন্য আশ্রয়স্থলের প্রয়োজন।
৩. আবাসস্থলে উদ্ভিদ জন্ম নেয় এবং প্রাণী বাস করে। ৩. প্রাণী নিজেদের প্রয়োজনমতো নিরাপদভাবে আশ্রয়স্থল তৈরি করে।

 টেবিলঃ আবাসস্থল ও আশ্রয়স্থলের মাঝে পার্থক্য

 
০৫। খাদ্যের মাধ্যমে শক্তি কীভাবে সূর্য থেকে মানুষে আসে তা নিচে লেখা শব্দগুলো ব্যবহার করে বর্ণনা কর। তীর চিহ্ন ব্যবহার করে শক্তির প্রবাহ দেখাও।
উদ্ভিদ, সূর্য, মানুষ, প্রাণী
 
উত্তর: উদ্ভিদ, সূর্য, মানুষ, প্রাণী-এ শব্দগুলো ব্যবহার করে খাদ্যের মাধ্যমে শক্তি সূর্য থেকে মানুষে আসার প্রক্রিয়া নিচে লেখা হলঃ
উদ্ভিদ সূর্যের আলোক শক্তিকে ব্যবহার করে খাদ্য তৈরি করে। এর ফলে উদ্ভিদের বিভিন্ন অংশে এ শক্তি সঞ্চিত হয়। মানুষ ও অন্যান্য প্রাণী উদ্ভিদের বিভিন্ন অশ যেমনÑ কা-, মূল, পাতা, ফল ইত্যাদি খাদ্য হিসেবে গ্রহণ করে। এর ফলে শক্তি মানুষ ও প্রাণীতে আসে। মানুষ আবার বিভিন্ন প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করে ঐ প্রাণী থেকে শক্তি গ্রহণ করে।
 
এবার তীর চিহ্ন ব্যবহার করে শক্তির প্রবাহ নিচে দেখানো হলোঃ
 

Post a Comment

4 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. Vul ase
    ০৩। পরিবেশ পরিবর্তনের ফলে জীব কীভাবে ক্ষতিগ্রস্ত হয়?
    উত্তর: পরিবেশের পরিবর্তনের ফলে বন্যা, খরা, ঝড় এবং ভূমিধ্বস হতে পারে। এর ফলে জীব (নি¤œ)লিখিতভাবে এইটা ব্রাকেট করা

    ReplyDelete
    Replies
    1. Bro plz give me borno na mulok 1st Q/A With 6 example plzzzzzzzzzzzzzz

      Delete

#buttons=(Accept !) #days=(30)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
Clicky