মেয়ের নাম করোনা, ছেলের নাম ভাইরাস রাখার কারণ কী?


করোনাভা'ইরাসের প্রকো'পে নাকাল সা'রা বিশ্ব। এরই মধ্যে আ'ক্রান্তের সংখ্যা ছা'ড়িয়ে গেছে লা'খ। বাড়'ছে মৃত্যুর সংখ্যাও। এরই মধ্যে জা'না গেল, এক মা তার য'মজ দুই নবজাতকের নাম রে'খেছেন করোনা ও ভাইরাস।

আর্ন্তজা'তিক গণমাধ্যম ওয়ার্ল্ড নি'উজ ডেইলি জানায়, গত সপ্তাহে উত্ত'র আমেরিকার দেশ ম্যাক্সিকোতে দুই নবজাতকের না'ম করোনা ও ভা'ইরাস রেখেছেন আন্নামারিয়া হো'সে রাফা'য়েল গঞ্জালেস না'মের এক নারী। অব'শ্য এমন না'ম রাখার পেছনের উপযুক্ত কার'ণও জানিয়েছেন ও'ই নারী। জানা গেছে, সন্তান গর্ভাবস্থায় করো'নাভাইরাসে আক্রা'ন্ত হন আন্নামারি'য়া। আক্রান্ত অবস্থাতেই মেক্সি'কোর বেসি'ক লা ভিলা হাসপাতা'লে যমজ সন্তান প্রসব ক'রেন তিনি।

ছবি: সন্তানদের সাথে আন্নামারিয়া হোসে রাফায়েল গঞ্জালেস

বিশ্বের' করোনা পরিস্থিতিতে সন্তান'দের জন্ম হওয়ায় তাদের নাম রা'খেন করোনা' ও ভাইরাস। আন্নামারিয়া বলেন, চা'রদিকে আতঙ্ক আর মৃত্যুর সংবা'দ। আমি নিজে'ও এই মরণব্যাধিতে আক্রান্ত। এমন সময়ে আমার কোল' আলো করে ওরা এল। আতঙ্কের' কারণে তা'দের কি নাম রাখব সেটা মাথা'য় আসছিল' না। তখন আমার চিকিৎসক পরা'মর্শ দেন, যেহেতু আমি ক'রোনাভাইরাসে আক্রা'ন্ত সেহেতু' তাদের নাম করোনা' ও ভাইরাস' রাখতে। আমার কাছে মনে' হয়েছে বিষয়'টি যুক্তিযুক্ত। তাই ওদে'র নাম করোনা ও ভাইরাস রে'খেছি। তিনি বলেন, আমার মে'য়েটির নাম - করোনা হোসে মিগুয়েল গঞ্জালেস। আর ছেলেটি'র নাম হচ্ছে ভা'ইরাস হোসে মি'গুয়েল গঞ্জালেস। 

এমন নামক'রণের বিষয়ে চিকিৎসক এডুয়ার্ডো' কাস্তিলাস বলেন, মজার' ছলেই তাকে' এমন নাম' রাখতে বলেছিলাম। কিন্তু কেন জানি না তি'নি বিষয়টি গুরুত্ব দিয়ে নি'য়েছেন। এতে আমি' হতবাক ও আ'প্লুত।’ প্রসঙ্গত, আন্ত'র্জাতিক সংস্থা' ওর্য়াল্ডওমিটারের দেয়া তথ্যা'নুযায়ী, এ পর্যন্ত' মেক্সিকোতে' করোনা'য় আক্রান্ত হয়েছে' ১ হাজার ৩৭৮ জন'। এদের মধ্যে' ৩৭ জন মারা' গেছেন।

বিশ্বব্যাপী ৯ লাখ' ৫৪ হাজার ৩১৮' জন করোনাভাইরাসে' আক্রান্ত হয়েছেন। এতে' মারা গেছেন ৪৮ হাজার ৫৫৩ জন। সুস্থ্ হয়ে' বাড়ি ফিরেছেন', ২ লাখ ২ হাজার ৯১৩ জন'। 

Image Source: www.google.com
Previous Post Next Post
banner
banner
banner

نموذج الاتصال