শ্রেণি : চতুর্থ বিষয় : বিজ্ঞান অধ্যায়: ৯ প্রশ্নোত্তর আমাদের জীবনে প্রযুক্তি

অধ্যায়: ৯    প্রশ্নোত্তর    আমাদের জীবনে প্রযুক্তি

সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর:

০১।    খেলাধুলায় ব্যবহৃত হয় এমন ৫টি প্রযুক্তির নাম লেখ।
উত্তর:    খেলাধুলায় ব্যবহৃত হয় এমন ৫টি প্রযুক্তি হলোÑ
(র)    ফুটবল
(রর)    টেনিস র‌্যাকেট
(ররর)    ক্রিকেট ব্যাট
(রা)    পোশাক ও
(া)    জুতা।
০২।    বিনোদনের জন্য কী ধরনের প্রযুক্তি ব্যবহৃত হয়?
উত্তর:    বিনোদনের জন্য ব্যবহৃত প্রযুক্তি হলোÑ
(র)    কম্পিউটার
(রর)    গিটার
(ররর)    সিডি
(রা)    রোলার কোস্টার
(া)    ছবি আঁকার উপকরণ ইত্যাদি।
০৩।    চিকিৎসা প্রযুক্তির সুবিধা কী কী?
উত্তর:    চিকিৎসা প্রযুক্তির সুবিধাগুলো হলোÑ
(র)    সহজে রোগ নির্ণয় করা যায়।
(রর)    রোগীকে উন্নত চিকিৎসা সেবা প্রদানে সহায়তা করা যায়।
(ররর)    মানুষের স্বাস্থ্য সুরক্ষা করা যায়।
(রা)    শরীরের ভেতরের অঙ্গসমূহের অবস্থা জানা যায়।


অতিরিক্ত সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর:
০১।    প্রযুক্তি মানবজীবনকে কী করে তোলে?
উত্তর:    প্রযুক্তি মানবজীবনকে উন্নত, সহজ ও আরামদায়ক করে তোলে।
০২।    রেফ্রিজারেটর কোন কাজে ব্যবহার করা হয়?
উত্তর:    রেফ্রিজারেটর খাদ্য সংরক্ষণের কাজে ব্যবহার করা হয়।
০৩।    খেলাধুলায় ব্যবহৃত দুটি সামগ্রীর নাম লেখ।
উত্তর:    খেলাধুলায় ব্যবহৃত দুটি সামগ্রীর নাম হলোÑ ফুটবল ও ক্রিকেট ব্যাট।
০৪।    বিনোদনের ক্ষেত্রে কোন প্রযুক্তি অন্যতম?
উত্তর:    বিনোদনের ক্ষেত্রে কম্পিউটার প্রযুক্তি অন্যতম।
০৫।    সহজে রোগ নির্ণয় করা কোন প্রযুক্তির ফলে সম্ভব হচ্ছে?
উত্তর:    চিকিৎসা প্রযুক্তির মাধ্যমে সহজে রোগ নির্ণয় করা সম্ভব হচ্ছে।
০৬।    বিনোদন কেন্দ্রে ব্যবহৃত একটি রাইডের নাম লিখ।
উত্তর:    বিনোদন কেন্দ্রে ব্যবহৃত একটি রাইড হলো রোলার কোস্টার।
০৭।    থার্মোমিটার কোন কাজে ব্যবহৃত হয়?
উত্তর:    শরীর তাপমাত্রা পরিমাপ করার কাজে থার্মোমিটার ব্যবহৃত হয়।
০৮।    স্টেথোস্কোপ কোন ধরনের প্রযুক্তি?
উত্তর:    স্টেথোস্কোপ একটি চিকিৎসা প্রযুক্তি।
০৯।    শিশুদের ব্যবহৃত একটি বিনোদন প্রযুক্তির নাম লেখ।
উত্তর:    শিশুদের ব্যবহৃত একটি বিনোদন প্রযুক্তি হলোÑ ছবি আঁকার উপকরণ।
১০।    কৃষিকাজে ব্যবহৃত একটি প্রযুক্তির নাম লেখ।
উত্তর:    কৃষিকাজে ব্যবহৃত একটি প্রযুক্তি হলো ট্রাক্টর।
১১।    একই গাছে বিভিন্ন রঙের ফুল উৎপন্ন করা যায় কোন প্রযুক্তির সাহায্যে?
উত্তর:    উদ্ভিদ প্রজনন প্রযুক্তির সাহায্যে একই গাছে বিভিন্ন রঙের ফুল উৎপন্ন করা যায়।

বর্ণনামূলক প্রশ্নোত্তর:
০১।    কৃষি প্রযুক্তির উন্নয়ন কীভাবে আমাদের সহায়তা করে?
উত্তর:    কৃষি প্রযুক্তি উন্নয়ন আমাদের যেভাবে সহায়তা করে তা হলোÑ
(র)    স্বল্প সময়ে অধিক পরিমাণে ফসল উৎপাদন করা যায়।
(রর)    উচ্চ ফলণশীল ধান, গম ও আলুর বীজ পাওয়া যায়।
(ররর)    রোগ ও কীটপতঙ্গ, প্রতিরোধী এবং দ্রুত বর্ধনশীল ফসল উৎপাদন করা যায়।
(রা)    নতুন উদ্ভিদের জাত সৃষ্টি করা যায়।
(া)    স্বল্প সংখ্যক মানুষ দ্বারা ফসল প্রক্রিয়াকরণ করা যায়।
০২।    বাসস্থানে প্রযুক্তি কীভাবে আমাদের জীবনকে সুন্দর করছে?
উত্তর:    বাসস্থান প্রযুক্তি যেভাবে আমাদের জীবনকে সুন্দর করেছে তা বর্ণনা করা হলোÑ
(র)    বৈদ্যুতিক বাতি ব্যবহারের ফলে ঘর সহজেই আলোকিত হচ্ছে।
(রর)    রেডিও, টেলিভিশনের মাধ্যমে ঘরে বসেই দেশের বিভিন্ন স্থানের সংবাদ জানা যাচ্ছে।
(ররর)    টেলিফোন, মোবাইল ফোনের মাধ্যমে দেশ-বিদেশে যোগাযোগ করা যাচ্ছে।
(রা)    বৈদ্যুতিক পাখার মাধ্যমে অত্যন্ত গরমেও শরীর ঠা-া হয়ে যায়।
(া)    গ্যাসের চুলা, রাইস কুকারের মাধ্যমে ঠা-া খাবার গরম করা যাচ্ছে।
(ার)    রেফ্রিজারেটর দ্বারা যে কোন খাবার অনেকদিন সংরক্ষণ করা যাচ্ছে।

অতিরিক্ত বর্ণনামূলক প্রশ্নোত্তর:
০১।    প্রযুক্তি বলতে তুমি কী বুঝ? তোমার বাড়িতে ব্যবহৃত দুটি প্রযুক্তির নাম লেখ। এ প্রযুক্তি দুটি না থাকলে তোমার কী সমস্যা হবে তা দুটি বাক্যে লেখ।
উত্তর:    প্রযুক্তি বলতে আমি যন্ত্র বা কৌশল ব্যবহার করে পরিবেশ নিয়ন্ত্রণ ও প্রয়োজনীয় কাজ সম্পাদন করাকে বুঝি।
আমার বাড়িতে ব্যবহৃত দুটি প্রযুক্তি হলোÑ
(র)    টেলিভিশন ও
(রর)    বৈদ্যুতিক পাখা
এ প্রযুক্তি দুটি না থাকলে আমার যে সমস্যা হবে তা নিচে দুটি বাক্যে উপস্থাপন করা হলোÑ
(র)    টেলিভিশন না থাকলে আমি খুব সহজেই দেশ-বিদেশের খবর জানতে পারব না।
(রর)    বৈদ্যুতিক পাখা না থাকলে প্রচন্ড গরমে ষ্ট পেতে হতো।

০২।    রাজিব আজ বিদ্যালয়ে বিভিন্ন ধরনের বিনোদন প্রযুক্তি সম্পর্কে জেনেছে। এ প্রযুক্তির অন্যতম মাধ্যম কোনটি? বাদ্যযন্ত্রে ব্যবহৃত দুটি প্রযুক্তির নাম লেখ। বিনোদন কেন্দ্রে ব্যবহৃত দুটি রাইডের নাম লেখ।
উত্তর:    রাজিবের জানা বিনোদন প্রযুক্তি অন্যতম মাধ্যমে হলো কম্পিউটার। বাদ্যযন্ত্রে ব্যবহৃত হয় এমন দুটি প্রযুক্তি হলোÑ
(র)    তবলা ও
(রর)    হারমোনিয়াম।
বিনোদন কেন্দ্রে ব্যবহৃত দুটি রাইডের নাম হলোÑ
(র)    লোহার কোস্টার ও
(রর)    নাগরদোলা
০৩।    দুইদিন যাবৎ তোমার ছোট ভাইয়ের অনেক জ্বর। কোন যন্ত্র দিয়ে তুমি তার জ্বর পরিমাপ করবে। তোমার জানা দুটি চিকিৎসা প্রযুক্তির নাম লেখ। এ প্রযুক্তির দুটি সুবিধা লেখ।
উত্তর:    আমার ছোট ভাইয়ের জ্বর পরিমাপের জন্য আমি থার্মোমিটার ব্যবহার করব। আমার জানা দুটি চিকিৎসা প্রযুক্তির নাম হলোÑ
(র)    স্টেথোস্কোপ ও
(রর)    এক্স-রে মেশিন।
চিকিৎসা প্রযুক্তির দুটি সুবিধা নিচে উল্লেখ করা হলোÑ
(র)    সহজে রোগ নির্ণয় করা যায়।
(রর)    উন্নত চিকিৎসা সেবা প্রদান করা যায়।
০৪।    শফিকের বাবা একজন কৃষক। তার বাবার ব্যবহৃত দুটি প্রযুক্তির নাম লেখ। অধিক ফসল উৎপাদনে কৃষি প্রযুক্তির ভূমিকা তিনটি বাক্যে লেখ।
উত্তর:    শফিকের বাবা একজন কৃষক। তাই তার ব্যবহৃত দুটি প্রযুক্তির নাম হলোÑ
(র)    ট্রাক্টর ও
(রর)    সেচ পাম্প
অধিক ফসল উৎপাদনে কৃষি প্রযুক্তির ভূমিকা তিনটি বাক্যে নিচে উল্লেখ করা হলোÑ
(র)    কৃষি প্রযুক্তির সহায়তায় অল্প সময়ে অধিক ফসল উৎপাদন করা যায়।
(রর)    কৃষি প্রযুক্তি ফসলের রোগ ও কীটপতঙ্গ প্রতিরোধে সহায়তা করে।
(ররর)    কৃষি প্রযুক্তির সাহায্যে একই গাছে বিভিন্ন রঙের ফ’ল উৎপন্ন করা যায়।
০৫।    বিনোদন হিসেবে কম্পিউটারের ব্যবহার পাঁচটি বাক্যে লিখ।
উত্তর:    বিনোদন হিসেবে কম্পিউটারের ব্যবহার পাঁচটি বাক্যে নিচে উল্লেখ করা হলোÑ
(র)    বিভিন্ন ধরনের গেম খেলা যায়।
(রর)    সিনেমা বা নাটক দেখা যায়।
(ররর)    গান শোনা যায়।
(রা)    ছবি আঁকা যায়।
(া)    ইন্টারনেট ব্যবহার করা যায়।
০৬।    চিকিৎসায় ব্যবহৃত হয় এমন পাঁচটি প্রযুক্তির নাম লেখ।
উত্তর:    চিকিৎসায় ব্যবহৃত হয় এমন পাঁচটি প্রযুক্তির নাম হলোÑ
(র)    থার্মোমিটার
(রর)    স্টেথোস্কোপ
(ররর)    রক্তচাপ মাপার যন্ত্র
(রা)    এক্স-রে মেশিন
(া)    আল্ট্রসনোগ্রাফি
০৭।    কৃষি প্রযুক্তি ব্যবহারের সুবিধা পাঁচটি বাক্যে লেখ।
উত্তর:    কৃষি প্রযুক্তি ব্যবহারের সুবিধা পাঁচটি বাক্যে নিচে উল্লেখ করা হলোÑ
(র)    অধিক ফসল উৎপাদন করা যায়।
(রর)    স্বল্পসময়ে ফসল প্রক্রিয়াকরণ করা যায়।
(ররর)    রোগ ও কীটপতঙ্গ প্রতিরোধ করা যায়।
(রা)    সহজেই গাছ কেটে কাঠ সংগ্রহ করা যায়।
(া)    একই গাছে বিভিন্ন রঙের ফুল উৎপন্ন করা যায়।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Accept !) #days=(30)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
Clicky