করোনা আক্রান্ত মা এর ভালোবাসা || Coronavirus affected Mother's Love



ছোট শিশু, কিন্তুু করোনায় আক্রান্ত মা । এ দৃশ্য যেমন ভয়াবহ,তেমনি কষ্টের। মা যেন পৃথিবীর সবচেয়ে মধুর ডাক, আমাদের সবচেয়ে প্রিয় মানুষ। সব বয়সের মানুষের কথাই ভেবে দেখুন তো। বিপদে পড়লে সবার আগে কিন্তু মা এর কথাই মনে হয়। একটু ব্যথা পেলেই আমরা বলে উঠি ‘’মা গো!!” ছোট বেলায় কোথাও বের হলে মা এর আঁচল ধরে ধরেই তো হাঁটতাম। রাতে ভয় পেলে মা এর গা এর সাথে লেপটে ঘুমাতাম।


কোন বিপদে পড়লে সবার আগে সেটার কথা মা কেই তো জানাই, মা এর কাছে ছুটে যাইমা তো মা ই মায়ের ভালোবাসার সাথে অন্য কারো তুলনা হয়না। আল্লাহ সুস্থ করে দিন আল্লাহ আপনি আমাদের হেফাজত করুন । আল্লাহ তুমি সারা পৃথিবীর মা কে সুস্থ্য রাখো । হে আল্লাহ এসব মাকে তুমি মাফ করে দাও । একেই বলে জনমদুখিনী মা মায়ের তুলনা কারো সাথে হয়না ( মা) । খুব ভালোবাসি মা তোমাকে।লাভ ইউ মা । মার কাছে সব সন্তান নিরাপত,,তার নমুনা এ দৃশ্যই দেখা যায় ,, আমিন
আমাদের এ লেখাটি যাদ আপনার ভালে লাগে, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এ লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। যদি আরো কিছু জানার থাকে তাহলে আমার এই পোস্টের নিচের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আমার সাধ্যমত আপনাদেরকে সঠিক তথ্যটি জানানোর চেষ্টা করব। আমাদের ফেসবুক পেজ এ লাইক বাটন ক্লিক করে পরবর্তী নিউজের সাথে আপডেট থাকবেন। বন্ধুদের সাথে পোস্টটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন আল্লাহ হাফেজ।
Image Source: www.google.com 

Previous Post Next Post
banner
banner
banner

نموذج الاتصال