এবার করোনায় জনপ্রিয় কৌতুক অভিনেতা ‘কাইশ্যা’র মৃত্যু || This time, the popular comedy actor 'Kaisa' dies in Corona


জাপানের সবচেয়ে জনপ্রিয় কৌতুক অভিনেতা কেন শিমুরা (কাইশ্যা) । যে কিনা দেশে বিদেশে কৌতুক অভিনেতা ‘কাইশ্যা’ নামে পরিচিত। এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জাপানের জনপ্রিয় কৌতুক অভিনেতা ও রক এন রোল ব্যান্ড ও কমেডি গ্রুপের সাবেক সদস্য কেন শিমুরার মৃত্যু হয়। টোকিওর একটি হাসপাতালে ২৯ মার্চ রোববার তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

রয়টার্সের খবরে জানা যায়, জ্বর ও নিউমোনিয়ার কারণে কেন শিমুরাকে ২০ মার্চ হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

১৯৫০ সালের ২০ ফেব্রুয়ারি জাপানের টোকিওতে জন্মগ্রহণ করেন কেন শিমুরা (কাইশ্যা)। ১৯৭০ সালের দিকে অভিনয় জগতে প্রবেশ করেন এই কমেডিয়ান। শিমুরার ‌‘বকটনো-সাম’ শট জাপানি কৌতুকাভিনয়দের মধ্যে অস্বাভাবিক ছিল। সমসাময়িক সমাজের বর্তমান অভিভাবকদের (একটি কোম্পানির প্রেসিডেন্ট, একজন রাজনীতিবিদ, পরিবার প্রধান, স্কুল প্রিন্সিপাল, জাপানের প্রধান ইয়াকুজা গ্যাং একটি নির্বোধ রাজার অধীনে দীর্ঘদিন দেশে বসবাসের শোতে শিমুরার আরেকটি জনপ্রিয় শট হল ‘হেনা ওজি-সান’ (একটি ঘৃণ্য বয়স্ক ব্যক্তি), যিনি নবজাতক মেয়েদের সঙ্গে নিজেকে পরিবেশন করেন।
আমাদের এ লেখাটি যাদ আপনার ভালে লাগে, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এ লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। যদি আরো কিছু জানার থাকে তাহলে আমার এই পোস্টের নিচের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আমার সাধ্যমত আপনাদেরকে সঠিক তথ্যটি জানানোর চেষ্টা করব। আমাদের ফেসবুক পেজ এ লাইক বাটন ক্লিক করে পরবর্তী নিউজের সাথে আপডেট থাকবেন। বন্ধুদের সাথে পোস্টটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন আল্লাহ হাফেজ।
Image Source: www.google.com
Previous Post Next Post
banner
banner
banner

نموذج الاتصال