চতুর্থ শ্রেণিঃ ইসলাম ও নৈতিক শিক্ষা, ১ম পর্বান্ত মূল্যায়ন পরিক্ষা-২০২৪

ব্রাইট স্টার কেজি স্কুল
১ম পর্বান্ত মূল্যায়ন—২০২৪
শ্রেণিঃ চতুর্থ     বিষয়ঃ ইসলাম ও নৈতিক শিক্ষা
সময়ঃ ২ ঘন্টা ৩০ মিনিট                                       পূর্ণমান—১০০


১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখোঃ ১*২০=২০
ক) আমাদের জীবন মৃত্যুর মালিক কে?
১) আল্লাহ ২) আজরাইল ৩) নবিগণ ৪) রাসুলগণ

খ) কাদির অর্থ কী?
১) অধিপতি ২) শান্তিদাতা ৩) সর্বশক্তিমান ৪) সর্বত্র বিরাজমান

গ) শাহাদাত অর্থ কী?
১) দীক্ষা নেওয়া ২) স্বাক্ষ্য দেওয়া ৩) পরিক্ষা দেওয়া ৪) দান করা

ঘ) ওযুর ফরজ কয়টি?
১) ৩ টি ২) ৪ টি ৩) ৫ টি ৪) ৬ টি

ঙ) সালাতে দরুদ কখন পড়তে হয়?
র) দাঁড়ানো অবস্থায় রর) সিজদাহ্ অবস্থায় ররর) শেষ বৈঠকে রা) রুকুতে

চ) সুন্দর স্বভাব ও ভালো চরিত্রকে আরবিতে কী বলে?
র) মুনাজাত রর) আখলাক ররর) ইবাদত রা) সালাত

ছ) সচ্চরিত্র কোনটি?
র) পরনিন্দা করা রর) লোভ করা ররর) সত্য কথা বলা রা) মিথ্যা বলা

জ) সত্যিকার মুমিনের চরিত্র কেমন?
র) সুন্দর রর) অসুন্দর ররর) মিথ্যুক রা) অসৎ

ঝ) শিক্ষক আমাদের কোন পথে চলতে নিষেধ করেন?
র) ন্যায় পথে রর) সৎ পথে ররর) অসৎ পথে রা) আল্লাহর পথে

ঞ) আমরা বড়দের কী করব?
র) সম্মান রর) আদর ররর) স্নেহ রা) উপকার

ট) হযরত মুহাম্মদ (স) এর উপর কোন কিতাব নাজিল হয়েছিল?
র) ইনজিল রর) তাওরাত ররর) যাবুর রা) কুরআন মাজিদ

ঠ) মহানবি হযরত মুহাম্মদ (স) এর মায়ের নাম কী?
র) মরিয়ম রর) আমিনা ররর) আছিয়া রা) ফাতিমা

ড) হরবুল ফিজার অর্থ কী?
র) অন্যায় সমর রর) ন্যায় সমর ররর) শান্তি রা) শৃঙ্খলা

ঢ) হিলফুল ফুজুল কত বছর স্থায়ী ছিল?
র) ২০ বছর রর) ৩০ বছর ররর) ৪০ বছর রা) ৫০ বছর

ণ) সুরা আলাকের কয়টি আয়াত সর্বপ্রথম অবতীর্ণ হয়েছিল?
র) ৩ টি রর) ৪ টি ররর) ৫ টি রা) ৬ টি

ত) মহানবি (স) কত বছর বয়সে নুবয়ত লাভ করেন?
র) ৪০ বছর রর) ৪৫ বছর ররর) ৫০ বছর রা) ৫৩ বছর

থ) ( ) এই চিহ্নটিকে কী বলে?
র) যবর রর) যের ররর) পেশ রা) জযম

দ) সালাতে কুরআন মাজিদ তেলাওয়াত করা কোনটি?
র) ফরজ রর) সুন্নত ররর) নফল রা) ওয়াজিব

ধ) গোসলের ফরজ কয়টি?
র) ২ টি রর) ৩ টি ররর) ৪ টি রা) ৫ টি

থ) ওযুর সুন্নত কয়টি?
র) ১১ টি রর) ১২ টি ররর) ১৩ টি রা) ১৪ টি

২। সংক্ষেপে প্রশ্নের উত্তর লেখোঃ ২*১২=২৪
ক) শিক্ষকের সাথে দেখা হলে আমরা কী করব?
খ) চাঁদ আর তারার মাঝে সংঘর্ষ না হওয়ার কারণ কী?
গ) তাহারাত সম্পর্কে মহানবি (স) কী বলেন?
ঘ) ‘আসসালাতু খাইরুম মিনান নাওম’ এর অর্থ কী?
ঙ) তাশাহুদ কাকে বলে?
চ) আব্বা—আম্মার সাথে কীরূপ ব্যবহার করব?
ছ) তাশদীদ কাকে বলে?
জ) হরকত কয়টি ও কী কী?
ঝ) জযমযুক্ত হরফকে কী বলে?
ঞ) আমাদের মহানবি (স) এর চরিত্র কেমন ছিল?
ট) মুহাম্মদ শব্দের অর্থ কী?
ঠ) হারবুল ফিজার যুদ্ধ কত বছর স্থায়ী ছিল?

৩। শূণ্যস্থান পূরণ করে উত্তরপত্রে লেখোঃ (সম্পূর্ণ বাক্য তুলে লেখবে) ১ী১৫=১৫
ক) আমাদের ধর্মের নাম ..........................।
খ) ঈমান অর্থ .........................।
গ) মালিক অর্থ ........................।
ঘ) রাসূল (স) সব সময় ..................... জন্য কাজ করতেন।
ঙ) আযান হলো ........................ আহবান।
চ) কালিমা অর্থ ..............................।
ছ) ঘুম থেকে সালাত ........................।
জ) চরিত্র ..................... হলে কেউ ভালোবাসে না।
ঝ) তোমাদের জন্য আল্লাহর রাসুলের মধ্যে রয়েছে .................... আদর্শ।
ঞ) আলিফ লাম যবর ..............................।
ট) আমরা কুরআন মজিদ ........................ করে শিখবো।
ঠ) আল—আমিন অর্থ ......................।
ড) হিলফুল ফুযুল শব্দের অর্থ ..............................।
ঢ) সালাতের শেষ গুরুত্বপূর্ণ কাজটি হলো .................... সংঘ।
ণ) আরবি পড়তে হয় .................. দিক থেকে।

৪। নিচের ক ও খ নং সহ যে কোন ৬ টি প্রশ্নের উত্তর লেখো। ৬*৬=৩৬
ক) দোয়া মাসুরা কাকে বলে? সালাতে দোয়া মাসুরা কখন পড়তে হয়? দোয়া মাসুরার বাংলা অর্থ লেখো।
খ) তুমি কার ইবাদত করবে? তুমি কীভাবে তাঁর ইবাদত করবে পাঁচটি বাক্যে লেখো।
গ) সংক্ষেপে আল্লাহর পরিচয় দাও।
ঘ) ওযুর ফরজ কয়টি ও কী কী?
ঙ) আব্বা—আম্মার সাথে ভালো ব্যবহারের তালিকা তৈরি কর।
চ) তানবীন কাকে বলে? একটি করে উদাহরণ দাও।
ছ) মহানবি (স) এর মা ইন্তিকালের পর তাঁকে কে লালন পালন করেন?
জ) কুরআন মজিদ তিলাওয়াত সম্পর্কে মহানবি (স) এর বাণীটি লেখো।

৫। যৌথ কাজ। ৫

********
Previous Post Next Post

نموذج الاتصال