চতুর্থ শ্রেণিঃ বাংলা ১ম পত্র, ১ম পর্বান্ত মূল্যায়ন পরিক্ষা - ২০২৪

ব্রাইট স্টার কেজি স্কুল
১ম পর্বান্ত মূল্যায়ন পরিক্ষা - ২০২৪
শ্রেণিঃ চতুর্থ             বিষয়ঃ বাংলা
সময়ঃ ২ ঘন্টা ৩০ মিনিট                                পূর্ণমান—১০০


নিচের অনুচ্ছেদটি পড়ে ১, ২ ও ৩ নং প্রশ্নের উত্তর লেখোঃ
১৯২০ সালের ১৭ই মার্চ। গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া। সেই গ্রামের শেখ পরিবারে জন্ম হলো একটি শিশুর। বাবা আদর করে তার নাম রাখলেন খোকা। খোকার বন্ধু জেলের ছেলে গোপাল করুণ সুরে বাঁশি বাজায়। খোকা বন্ধুকে বলে, “তোর বাঁশির সুরে আনন্দ নেই কেনরে গোপাল?” গোপাল হতাশ হয়ে বলে, “আমার চারদিকে মানুষের জীবনে আনন্দ নেই রে খোকা।” খোকা নিশ্চুপ থেকে ভাবে, তাই তো। আমার চারদিকে এমন অবস্থাই তো দেখছি। এই অবস্থা বদলাতে হবে। দেশের নানা কথা ভাবতে ভাবতে বড় হয় খোকা। স্কুল পার হয়ে কলেজে ঢোকে। বাংলার মানুষের কথা, দেশের কথা তাকে নিয়ত ভাবায়। তিনি পার হন কলেজের চৌকাঠ। আরও বড় হন তিনি। যুক্ত হন রাজনীতির সঙ্গে। গরিব মানুষের দুঃখ দূর করার জন্য আন্দোলন করেন। দেশের মুক্তির জন্য ১৯৭১ সালে ডাক দেন স্বাধীনতার। এই খোকা আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনিই আমাদের জাতির পিতা।

১। সঠিক উত্তরটি খাতায় লেখোঃ ১*৫=৫
ক) অনুচ্ছেদটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে?
১) বাংলার খোকা ২) বাংলাদেশের প্রকৃতি ৩) বড় রাজা ছোট রাজা ৪) বীরশ্রেষ্ঠদের বীর গাথা

খ) গল্পটি কার লেখা?
১) সানাউল হক ২) মমতাজ উদ্দিন আহামদ ৩) যতীন্দ্রমোহন বাগচী ৪) সত্যেন্দ্রনাথ দত্ত

গ) করুণ সুরে বাঁশি বাজায় কে?
১) খোকা ২) গোপাল ৩) করিম ৪) রহিম

ঘ) কে স্বাধীনতার ডাক দেন?
১) হামিদুর রহমান ২) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৩) মাওলানা ভাসানী ৪) মতিউর রহমান

ঙ) দেশের মুক্তির জন্য কত সালে স্বাধীনতার ডাক দেন?
১) ১৯৭০ ২) ১৯৭১ ৩) ১৯৭২ ৪) ১৯৭৩

২। শব্দার্থ লেখোঃ (যে কোন ৫ টি) ৫
করুণ, হতাশ, আনন্দ, নিশ্চুপ, চৌকাঠ, মুক্তি, বদলাতে

৩। প্রশ্নের উত্তর লেখোঃ ২+৪+৪=১০
ক) গোপাল করুণ সুরে বাঁশি বাজায় কেন?
খ) কোথায় এবং কত সালে খোকার জন্ম হয়?
গ) জাতির পিতা সম্পর্কে ৪ টি বাক্য লেখো।

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর লেখোঃ
এক সিংহ তার গুহায় ঘুমাচ্ছিল। হঠাৎ একটি ছোট ইঁদুর তার নাকের ছিদ্রে ঢুকে পড়ল। ফলে সিংহের ঘুম ভেঙ্গে গেল। সে ইঁদুরটিকে থাবা দিয়ে ধরে মেরে ফেলতে উদ্যত হলো। ইঁদুরটি বিনয়ের সুরে বলল, দয়া করে আমাকে মেরে ফেলবেন না। বিপদের সময়ে আমিও আপনার উপকারে আসতে পারি। একথা শুনে সিংহ অবজ্ঞার হাসি হাসল এবং ইঁদুরকে ছেড়ে দিল। কিছুদিন পর সিংহ একটি দড়ির শক্ত ফাঁদে আটকে গেল। ফাঁদে পড়ে সিংহটি ভীষণ গর্জন করতে লাগল। গর্জন শুনে ইঁদুরটি গিয়ে দাঁত দিয়ে ফাঁদের দড়ি কাটতে শুরু করল এবং সিংহটিকে ফাঁদ থেকে মুক্ত করল। মুক্তি পেয়ে সিংহটি বুঝতে পারল ছোট বলে কাউকে অবজ্ঞা করতে নেই।

৪। নিচে কয়েকটি শব্দ ও শব্দার্থ দেওয়া হলো। উপযুক্ত শব্দটি বাছাই করে নিচের বাক্যগুলোর শূণ্যস্থান পূরণ করে উত্তরপত্রে লেখোঃ ৫

শব্দ

 শব্দার্থ

গুহা

গহ্বর

থাবা

ধারালো নখসহ চতুষ্পদ প্রাণীর সামনের দুই পায়ের তলদেশ

উদ্যত

উম্মত্ত

বিনয়

নম্রতা

অবজ্ঞা

উপেক্ষা

গর্জন

হুংকার

ফাঁদ

পশুপাখি ধরার সরঞ্জাম বিশেষ


ক) বাঘটিকে ধরার জন্য —————————————— তৈরী করা হয়েছে।
খ) সিংহটি ————————————— দিয়ে শিকার ধরল।
গ) মিনু প্রাচীন একটি ———————————— দেখতে পেল।
ঘ) বাঘ রাগে ———————————————— করা শুরু করল।
ঙ) গরিবদের ——————————————— করা উচিত নয়।

৫। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখোঃ ২*৫=১০
ক) ইঁদুরটির প্রতি সিংহের ক্ষিপ্ত হওয়ার কারণ ৫টি বাক্যে লেখো।
খ) দুর্বলদের প্রতি তুমি কেমন আচরণ করবে তা ৫টি বাক্যে লেখো।

৬। নিচের অনুচ্ছেদটি পড়ে কে, কী, কীভাবে, কেন, কখন শব্দগুলো দিয়ে পাঁচটি প্রশ্নবোধক বাক্য তৈরি কর। ৫
বিয়ের মাত্র দশ বছর পর রোকেয়ার স্বামী সৈয়দ সাখাওয়াত হোসেনের মৃত্যু হলো। এবার শুরু হলো রোকেয়ার আরেক জীবন। মুসলমান মেয়েরা তখন অনেক পিছিয়ে। লেখাপড়া করার স্কুল নেই। মৃত্যুর আগে স্বামী কিছু অর্থ রেখে গিয়েছিলেন। স্বামীর মৃত্যুর পর কলকাতায় স্বামীর নামে তিনি মেয়েদের একটা প্রাথমিক স্কুল প্রতিষ্ঠা করেন। শুরুতে এই স্কুলের ছাত্রী ছিল মাত্র পাঁচ জন। কিন্তু আস্তে আস্তে ছাত্রী সংখ্যা বাড়তে লাগল।

৭। যুক্তবর্ণ বিভাজন করে একটি করে শব্দ ও বাক্য গঠণ করোঃ (যে কোন ৫টি) ২* ৫=১০
স্ত, ক্ল, ন্দ, জ্য, ঙ্গ, ক্ষ, ন্ন।

৮। নিচের অনুচ্ছেদটির যথাস্থানে বিরাম চিহ্ন বসিয়ে উত্তরপত্রে লেখোঃ ৫
আসলে মুসলমান মেয়েদের তখন স্কুলে যেতেই দিতেন না অভিভাবকরা রোকেয়া স্কুলে যাবেন কী করে লেখাপড়াই—বা শিখবেন কীভাবে কিন্তু তিনি তো দমবার পাত্রী নন

৯। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। ৩*৫=১৫
ক) শব্দ কাকে বলে? গঠণ অনুসারে শব্দ কত প্রকার ও কী কী?
খ) এক কথায় প্রকাশ করোঃ
অনেকের মধ্যে একজন, আদব জানে না যে, উপায় নেই যার, ঈমান নেই যার, একই মায়ের সন্তান, খাবার ইচ্ছা, জল পান করবার ইচ্ছা।
গ) দুইটি করে সমার্থক শব্দ লেখোঃ
অগ্নি, ইচ্ছা, আল্লাহ, কপাল, জল, গৃহ, তট।

১০। নিচের কবিতাংশটুকু পড়ে ক ও খ নং প্রশ্নের লেখো।
যাচ্ছ কোথা?
চাংড়িপোতা।
কিসের জন্য?
নেমন্তন্ন।
বিয়ের বুঝি?
না, বাবুজি।
ক) (১) আলোচ্য অংশের কবি ও কবিতার নাম লেখো।
    (২) লোকটি কোথায় যাচ্ছে? কেন যাচ্ছে?
খ) কবিতাংশটির মূলভাব লেখো।

১১। মনে করো তোমার নাম সুমন/সুমনা। অসুস্থতার জন্য তুমি স্কুলে আসতে পারনি। বিদ্যালয়ের অনুপস্থিতির জন্য ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদন পত্র লেখো। ৫

১২। প্রদত্ত সংকেত অনুসারে রচনা লেখো। (যে কোন একটি) ১০
ক) প্রিয় শখঃ (সূচনা, আমার শখ, শখের বর্ণনা, প্রয়োজনীয়তা, উপসংহার)
খ) বাংলাদেশের ষড়ঋতুঃ (সূচনা, গ্রীষ্মকাল, বর্ষাকাল, শীতকাল, উপসংহার)

১৩) শ্রুতলিপি ও দ্রুতপঠন। ৫

********
Previous Post Next Post

نموذج الاتصال