প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা
প্প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি সহায়তার জন্য প্রথম আলো পত্রিকায় প্রকাশিত মডেল টেস্ট দেওয়া হলো।
সঠিক উত্তর প্রশ্নপত্রের নিচে সংযুক্ত করা হলো।
মডেল টেস্ট-১
■ মাহমুদ বিন আমিন
৩৫তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার
বাংলা
১। বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি?
ক) ৭টি খ) ৮টি গ) ৬টি ঘ) ১১টি
২। কোনটি কবি জসীম উদ্দীনের রচনা?
ক) গাজী মিয়ার বস্তানী খ) হাঁসুলী বাঁকের উপকথা
গ) ভাওয়াল গড়ের উপাখ্যান ঘ) ঠাকুরবাড়ির আঙিনা
৩। ‘চন্দ্রাবতী’ কী?
ক) নাটক খ) কাব্য গ) পদাবলি ঘ) পালাগান
৪। ‘বিদ্যাপতি’ কোন রাজসভার কবি ছিলেন?
ক) রোসাঙ্গ খ) কৃষ্ণনগর গ) বিক্রমপুর ঘ) মিথিলা
৫। কত সালে মেঘনাদবধ কাব্য প্রথম প্রকাশিত হয়?
ক) ১৮৬০ খ) ১৮৬৫ গ) ১৮৫৯ ঘ) ১৮৬১
৬। ‘সূর্য’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক) অর্ণব খ) অর্ক গ) প্রসূন ঘ) পল্লব
৭। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘আগুনের পরশমনি’ কার রচনা?
ক) আমজাদ হোসেন খ) হুমায়ূন আহমেদ
গ) শওকত ওসমান ঘ) সৈয়দ শামসুল হক
৮। ‘সরল’ শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি?
ক) বক্র খ) গরল গ) কুটিল ঘ) জটিল
৯। ‘সদ্যোজাত’ শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) সৎ+জাত খ) সদ্যো+জাত গ) সদ্যঃ+জাত ঘ) সদ্য+জাত
১০। কোনটি সার্থক বাক্যের গুণ নয়?
ক) আকাঙ্ক্ষা খ) যোগ্যতা গ) আসক্তি ঘ) আসত্তি
১১। ‘অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা—
ক) আগমনী খ) কোরবানি গ) বিদ্রোহী ঘ) প্রলয়োল্লাস
১২। কোনটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ?
ক) শেষ লেখা খ) শেষ প্রশ্ন গ) শেষ কথা ঘ) শেষ দিন
১৩। কোনটি মৌলিক শব্দ?
ক) মানব খ) গোলাপ গ) একাঙ্ক ঘ) ধাতব
১৪। ভাষা আন্দোলনভিত্তিক প্রথম সংকলন একুশে ফেব্রুয়ারীর সম্পাদকের নাম কী?
ক) মুনীর চৌধুরী খ) হাসান হাফিজুর রহমান
গ) শামসুর রাহমান ঘ) গাজীউল হক
১৫। ‘কাস্টম’ শব্দের পরিভাষা কোনটি যথার্থ?
ক) আইন খ) প্রথা গ) শুল্ক ঘ) রাজস্ব নীতি
১৬। ‘কল্লোল’ পত্রিকার প্রথম সম্পাদকের নাম কী?
ক) বুদ্ধদেব বসু খ) দীনেশ রঞ্জন দাস
গ) সজনীকান্ত দাস ঘ) প্রেমেন্দ্র মিত্র
১৭। ‘ঔ’ কোন ধরনের স্বরধ্বনি?
ক) যৌগিক স্বরধ্বনি খ) তালব্য স্বরধ্বনি
গ) আনুনাসিক স্বরধ্বনি ঘ) মিলিত স্বরধ্বনি
১৮। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গীতাঞ্জলি’ কাব্য প্রকাশিত হয় কত সালে?
ক) ১৯১০ খ) ১৯১১ গ) ১৯১২ ঘ) ১৯১৩
১৯। ‘জলে-স্থলে’ কী সমাস?
ক) সমার্থক দ্বন্দ্ব খ) বিপরীতার্থক দ্বন্দ্ব
গ) অলুক দ্বন্দ্ব ঘ) একশেষ দ্বন্দ্ব
২০। ‘গোরক্ষ বিজয়’ কাব্য কোন ধর্মমতের কাহিনি অবলম্বনে লেখা?
ক) শৈবধর্ম খ) বৌদ্ধ সহজযান
গ) নাথধর্ম ঘ) কোনোটি নয়
মডেল টেস্ট-১ এর সঠিক উত্তর
১ |
২ |
৩ |
৪ |
৫ |
৬ |
৭ |
৮ |
৯ |
১০ |
ক |
ঘ |
খ |
ঘ |
ঘ |
খ |
খ |
খ |
গ |
গ |
১১ |
১২ |
১৩ |
১৪ |
১৫ |
১৬ |
১৭ |
১৮ |
১৯ |
২০ |
ঘ |
ক |
খ |
খ |
খ |
খ |
ক |
ক |
গ |
গ |
মডেল টেস্ট-১ এর পিডিএফ ডাউনলোড করুন এখুনি।
ধারাবাহিকভাবে ৮০টি মডেল টেস্ট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।