প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি সহায়তার জন্য প্রথম আলো পত্রিকায় প্রকাশিত মডেল
টেস্ট দেওয়া হলো।
সঠিক উত্তর প্রশ্নপত্রের নিচে সংযুক্ত করা হলো।
■ মাহমুদ বিন আমিন
৩৫তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার
বাংলা
১। 'শশাঙ্ক' শব্দের অর্থ কী?
ক) খরগোশ খ) সমুদ্র গ) চন্দ্র ঘ) কপাল
২। বিদ্বান লোক সকলের শ্রদ্ধার পাত্র— এটি কোন শ্রেণির বাক্য?
ক) যৌগিক খ) জটিল গ) সরল ঘ) বিযুক্ত
৩। ‘ইত্যাকার’ শব্দটির সন্ধি বিচ্ছেদ—
ক) ঈত+আকার খ) ইত্যা+কার গ) ইত+কার ঘ) ইতি+আকার
৪। কত সালে চর্যাপদ খুঁজে পাওয়া গিয়েছিল?
ক) ১৯১৬ খ) ১০৫০ গ) ৯৫০ ঘ) ১৯০৭
৫। মনসামঙ্গল কাব্যের আদি কবি কে?
ক) বিজয়গুপ্ত খ) কানা হরিদত্ত গ) বড়ুচণ্ডীদাস ঘ) বিপ্রদাস পিপলাই
৬। জসীম উদ্দীনের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
ক) রাখালী খ) বালুচর গ) ধানখেত ঘ) নকশি কাঁথার মাঠ
৭। মুনীর চৌধুরী কারাগারে থাকাকালীন কোন নাটকটি লিখেছিলেন?
ক) শঙ্খনীল কারাগার খ) কবর
গ) নূরলদীনের সারা জীবন ঘ) সেনাপতি
৮। হপ্ত পয়কর কার রচনা?
ক) সৈয়দ আলাওল খ) দীনবন্ধু মিত্র
গ) জৈনুদ্দিন ঘ) অমিয় দেব
৯। সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির?
ক) লুইপা খ) ভুসুকুপা গ) শবরপা ঘ) কাহ্নপা
১০। ‘জজ সাবেহ’ কোন সমাসের উদাহরণ?
ক) দ্বিগু খ) কর্মধারয় গ) দ্বন্দ্ব ঘ) বহুব্রীহি
১১। ‘লবণ’ শব্দের বিশেষণ কোনটি?
ক) নোনতা খ) লবণাক্ত গ) লাবণ্য ঘ) ললিত
১২। ‘মাটির ময়না’ চলচ্চিত্রের নির্মাতা কে?
ক) আলমগীর কবির খ) তারেক মাসুদ
গ) হুমায়ূন আহমেদ ঘ) শেখ নিয়ামত আলী
১৩। বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্রাজেডি নাটক কোনটি?
ক) কৃষ্ণকুমারী খ) সধবার একাদশী
গ) শর্মিষ্ঠা ঘ) নীলদর্পণ
১৪। ‘কপালকুণ্ডলা’ কোন প্রকৃতির রচনা?
ক) রোমান্টিক উপন্যাস খ) ঐতিহাসিক উপন্যাস
গ) বিয়োগান্তক নাটক ঘ) সামাজিক উপন্যাস
১৫। কোন বানানটি শুদ্ধ?
ক) পসারিণী খ) পসারিনি গ) পসারিনী ঘ) পসারীনী
১৬। ‘ক’ হতে ‘ম’ পর্যন্ত পঁচিশটি বর্ণকে বলা হয়—
ক) কণ্ঠ বর্ণ খ) বর্গীয় বর্ণ গ) ওষ্ঠ বর্ণ ঘ) তালব্য বর্ণ
১৭। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর সময়কালকে কী বলা হয়?
ক) ঐশ্বর্য পর্ব খ) উন্মেষ পর্ব গ) বিকাশ পর্ব ঘ) সমাপ্তি পর্ব
১৮। ‘হারিকিরি’ শব্দটি এসেছে কোন ভাষা থেকে?
ক) বিহারী খ) উর্দু গ) কামরূপী ঘ) জাপানি
১৯। রুকনুদ্দিন বরবক শাহ ‘গুণরাজ খাঁ’ উপাধি দেন—
ক) বিদ্যাপতিকে খ) আলাওলকে
গ) মালাধর বসুকে ঘ) পরাগল খানকে
২০। ‘মঙ্গলকাব্য’ –এর কবি নন কে?
ক) কানাহরি দত্ত খ) ভারতচন্দ্র
গ) মানিক দত্ত ঘ) দাশু রায়
মডেল টেস্ট-২ এর সঠিক উত্তর
১ |
২ |
৩ |
৪ |
৫ |
৬ |
৭ |
৮ |
৯ |
১০ |
গ |
গ |
ঘ |
ঘ |
খ |
ক |
খ |
ক |
ঘ |
খ |
১১ |
১২ |
১৩ |
১৪ |
১৫ |
১৬ |
১৭ |
১৮ |
১৯ |
২০ |
খ |
গ |
ক |
ক |
ক |
খ |
খ |
ঘ |
গ |
ঘ |
সূত্রঃ প্রথম আলো
মডেল টেস্ট-২ এর পিডিএফ ডাউনলোড করুন এখুনি।
ধারাবাহিকভাবে ৮০টি মডেল টেস্ট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।