আমরা জানি, সকল পদার্থই অণু এবং পরমাণু নিয়ে গঠিত। এ পর্যন্ত আবিষ্কৃত ১১৮টি মৌলের ১১৮টি ভিন্ন ভিন্ন পরমাণু রয়েছে। এদের মধ্য থেকে এক বা একাধিক মৌলের পরমাণু নিয়েই সকল পদার্থের অণু গঠিত হয়। পদার্থের অণুতে পরমাণুসমূহ এলোমেলো বা বিক্ষিপ্তভাবে থাকে না। পরমাণুসমূহ সুবিন্যস্তভাবে থাকে। যে আকর্ষণ শক্তির মাধ্যমে অণুতে দুটি পরমাণু পরস্পর যুক্ত থাকে তাকে রাসায়নিক বন্ধন বলে। এই বন্ধন বিভিন্ন প্রকার হতে পারে। যেমন-আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন কিংবা ধাতব বন্ধন। এ অধ্যায়ে আয়নিক, সমযোজী বা ধাতব বন্ধন বিশিষ্ট যৌগের বন্ধন গঠন প্রক্রিয়া ও তাদের ধর্ম নিয়ে আলোচনা করা হবে।
নবম-দশম/এস.এস.সি. পরীক্ষার্থীদের জন্য সাজেশন, সৃজনশীল প্রশ্ন, বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর এখনি ডাউনলোড করুন।
অধ্যায়-৫ঃ (রাসায়নিক বন্ধন) থেকে বিগত সালের ৩০টি বহুনির্বাচনী প্রশ্ন (পিডিএফ) ডাউনলোড করুন।