করোনায় আপনার বাড়িতে থাকা কঠিন হয়ে পড়ছে কি?

বাড়িতে থাকা সহজকাজ না, এ কথা যদি দুই মাস আগেও কেউ বলত- আমরা হেসে উরিয়ে দিতাম। কিন্তু এখন যখন দিনের পর দিন আমাদের বাড়িতে থাকতে হচ্ছে । এখন আমরা বুজতে পারছি বাড়িতে থাকা আসলেই সহজ কাজ না। কিন্তু বাড়িতে থাকা মরে যাওয়ার থেকেতো সহজ।চীন, ইতালি,স্পেন,আমেরিকা,দিকে তাকালেই আমরা বুজতে পারবো করোনার আক্রমণ কতটা ভয়ংকর ।আমরা আজকে ১৫-২০দিন হল একেবারে ঘরবন্দী কিছুক্ষণ পর পর হাতধুচ্ছি,চোখে-মুখে হাতদিচ্ছি না,দুজন মিলে ঘর-পরিস্কার পরিচ্ছন্ন রাখার চেস্টা করছি।

 
আমরা সময়টাকে কতোগুলো ধাপে ভাগাভাগি করে নিতে পারিঃ আমার স্বামী কম্পিউটার এর দোকান,তো ও ওর সময়টাকে তিনটি ধাপে ভাগকরে নিয়েছে --.কিছু ইডেটিং কাজ কম্পিউটার এর .ঘরের কাজ ৩.বিশ্রাম। শেষের দুইটা আমিও করি আনন্দের সাথে। কথা হল আনন্দের সাথে কেন বললাম?এটা তো আমাদের মত গৃহিণীদের সবসময়েরই কাজ।কেননা আমার স্বামী এখন আমাকে অনেক সাহায্য করে ।আমরা মিলেমিশেই কাজ করি এখন তাই।অবশ্যই একটা কথা আছে কঠিন সময় মানুষের ভেতরের থেকে সেরা দিকটা বের করে আনে নইলে বাজেদিকটা,তাই সিদ্ধান্ত নিলাম হতাস বা দ্বায়িত জ্ঞানহীন না হয়ে আমরা আমাদের সেরা আমিটাকে বের করতে পারি।

আমরা আমাদের পুরনো কাপড়চোপড়,পরিত্যক্ত জিনিসদিয়ে পরিকল্পনা ছাড়াই করতে পারেন নিজের মত করে নিজের ঘর এর জন্য বিভিন্ন ধরনের জিনিস করতে খেলতে খেলতে করতে পারেন টিস্যুবক,নানান ধরনের শোপিস,পরিত্যক্ত টি-শার্ট এবং কর্পেট দিয়ে কুসুমকাভার,করতে করতে আপনি বুজতেও পারবেন না যে এ কাজগুলো আপনি করতে পারতেন। কিন্তু করতে করতে দেখবেন আপনি পেরেছে।যা আপনাকেই অবাক করে দেবে।আপনারাও চাইলে নিজেকে নতুন করে আবিষ্কার করতে পারেন,নতুন কিছু শিখতে পারেন,অনেক আগে বই কিনে রেখেছেন তা পড়তে পারেন।

এইভাবে সময়টাকে উপভোগ করতে পারেন। এ দূর্যোগের দিনে তরুনদের দ্বায়িত হল ঘরে থাকা বা অন্যকে ঘরে থাকতে উৎসাহিত করা। করোনার সাথে আমাদের এ লড়াই অনেক লম্বা সময়ের জন্য হতে যাচ্ছে। অতএব একটু ধের্য্য সহকারে আমাদের সময়টা পার করতে হবে।পরিবারের সবাই মিলে কাজ ভাগাভাগি করে নিতে হবে। শিশুদের এবং বয়জস্ঠদের প্রতি যত্নশীল হতে হবে। আর বেশি বেশি প্রার্থনা করতে হবে যাতে এ ঝড় থেকে আমাদের তাড়াতাড়ি পার হয়ে যেতে পারি, নিশ্চয়ই পারব, কি পারবো না?

করোনার লকডাউন বা হোম কোয়ারেন্টাইনে কে কি করছেন, আমাদেরকে কমেন্ট করে জানান।

আমাদের এ লেখাটি যাদ আপনার ভালে লাগে, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এ লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। যদি আরো কিছু জানার থাকে তাহলে আমার এই পোস্টের নিচের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আমার সাধ্যমত আপনাদেরকে সঠিক তথ্যটি জানানোর চেষ্টা করব। আমাদের ফেসবুক পেজ এ লাইক বাটন ক্লিক করে পরবর্তী নিউজের সাথে আপডেট থাকবেন। বন্ধুদের সাথে পোস্টটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন আল্লাহ হাফেজ।
Image Source: www.google.com
Previous Post Next Post

نموذج الاتصال