বিশ্বজুড়ে করোনাভাইরাসের আতঙ্ক, এখন প্রাণহানির সংখ্যা ৯৫ হাজারকেও ছাড়িয়ে ফেলেছে । যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত ১১টা পর্যন্ত এ করোনাভাইরাসের সংখ্যা ছিল ৯০ হাজার ৭শত ৩৯ জন। এই সময় পর্যন্ত শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ১৬ লাখেরও বেশি। জানা মতে, এর মধ্যে সুস্থ হয়েছেন ৩ লাখ ৫৬ হাজার ৬৭৩ জন।
প্রাণহানিতে সর্বশীর্ষে অবস্থান করছে ইউরোপের কয়েকটি দেশ। এর মধ্যে ১৮ হাজার ২৭৯ জন নিয়ে প্রাণহানিতে এখনো শীর্ষে রয়েছে ইতালি। এ ছাড়া স্পেনে ১৫ হাজার ৪৪৭, ফ্রান্সে ১২ হাজার ২১০, যুক্তরাজ্যে ৭ হাজার ৯৭৮ জনের প্রাণহানি ঘটেছে। যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৫ হাজারকে ছাড়িয়েছে।
গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে ছড়িয়ে পড়ে এই ভাইরাস। দেশটিতে এখন করোনার সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে আমেরিকা ও ইউরোপে এটা ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে। এবং প্রাণহানির সংখ্যা তুলনামূলকভাবে বেড়েই চলেছে।
জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, শনাক্ত রোগীর সংখ্যা এখন সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে ৪ লাখ ৬৮ হাজার ৮৮৭। এর পরেই আছে স্পেন ১ লাখ ৫৩ হাজার ২২২। এরপর পর্যায়ক্রমে রয়েছে ইতালি- ১ লাখ ৪৩ হাজার ৬২৬, জার্মানি-- ১ লাখ ১৮ হাজার ২৩৫ ও ফ্রান্স ১ লাখ ১৭ হাজার ৭৪৯।
এদিকে বাংলাদেশে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, বাংলাদেশে ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১১২ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন, মারা গেছেন আরো ১ জন। এ নিয়ে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে বাংলাদেশ ৩৩০, মৃতের সংখ্যা ২১ জন, একটিভ কেস ২৭৬ জন, সিরিয়াস ক্রিটিক্যাল অবস্থা ১ জনের। বাংলাদেশে সুস্থ হয়েছেন ৩৩ জন।
আমাদের এ লেখাটি যাদআপনার ভালে লাগে, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এ লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। যদি আরো কিছু জানার থাকে তাহলে আমার এই পোস্টের নিচের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আমার সাধ্যমত আপনাদেরকে সঠিক তথ্যটি জানানোর চেষ্টা করব। আমাদের ফেসবুক পেজ এ লাইক বাটন ক্লিক করে পরবর্তী নিউজের সাথে আপডেট থাকবেন। বন্ধুদের সাথে পোস্টটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন আল্লাহ হাফেজ।Image Source: www.google.com
Tags
কোভিড-১৯