ফাহিম শাহরিয়ার এক তরুণ মডেল। যার ডাক নাম সৌরভ। পরিবারের সবার কাছে তিনি সৌরভ নামে পরিচিত । ফাহিম শাহরিয়ার সৌরভের বাবা জাহাঙ্গীর আলম জাহান ছড়াকার হিসেবেই খ্যাত।
এছাড়া তিনি
মুক্তিযুদ্ধবিষয়ক বিভিন্ন লেখালেখি করেছেন। তার দুই সন্তানের মধ্যে সৌরভ
ছিলেন বড়। ছোট হলো একমাত্র কন্যা।
ফাহিম শাহরিয়ার যিনি রাজধানীর ড্যাফোডিল
ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করে একটি হাউজিং কম্পানিতে চাকরি করছিলেন। রাজধানীর মোহাম্মদপুরে ভাড়া বাসায় গলায় ইলেকট্রিক তার পেঁচিয়ে আত্মহত্যা করেন সৌরভ। এশার নামাজের পর কিশোরগঞ্জের বড় বাজার এলাকার শামছু ভূঞা মসজিদে জানাজার
নামাজ শেষ করে মসজিদের পাশেই মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হয়।
পারিবারিক সূত্র জানা যায়, ফাহিম শাহরিয়ার সৌরভ পেশায় একজন প্রকৌশলী ছিলেন।
সম্প্রতি তিনি মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে আনন্দ পুলিশ হাউজিং সোসাইটিতে
যোগ দেন। এছাড়া মডেলিংও করতেন সৌরভ। এর সুবাদেই নওরিনের সঙ্গে পরিচয়।
নওরিন মডেলিংয়ের পাশাপাশি একুশে টেলিভিশনে নিয়মিত অনুষ্ঠান উপস্থাপনা করেন।
ফেসবুকে একটি পোস্ট দিয়েই ঘরের ফ্যানের সাথে ইন্টারনেটের তার পেঁচিয়ে আত্মহত্যা করেন। জানা যায় এই আত্মহত্যার ঘটনায় মডেল ও উপস্থাপক নওরীনের, নাম সামনে আসে। আরও ফাহিমের এর সাথে প্রেমের সম্পর্ক ছিল নওরীনের। ফাহিম শাহরিয়ার সৌরভ এর আত্মহত্যাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তোপের মুখে পড়েছেন মডেল নওরিন আহমেদ। সম্প্রতি বিষয়টি নওরীন স্বীকার করেন। নওরীন ফেসবুক হ্যান্ডেলে অনেককিছুই লিখলেন ।
ফাহিম শাহরিয়ার সৌরভ এর সুইসাইড নোটটি তুলে ধরা হলো- "আম্মু মারা যাওয়ার পর থেকে আমার দুনিয়াটা অনেক ছোট হয়ে গিয়েছিল। আমার ভবিষ্যৎ চাওয়া পাওয়া বলতে যা ছিলো আজ তা ও আমাকে ছেড়ে চলে গেলো। স্বপ্ন দেখার মতো কিছু নেই। আমার জন্য এতোদিন যিনি মিডিয়াতে নিজের প্রতিষ্ঠা করতে পারেন নি আজ থেকে তার পথের কাঁটা সরে গেলো দোয়া রইলো তার জন্য উনি যেন সুপারস্টার হন তার সুনাম ছড়িয়ে পড়ুক চারিদিকে এই কামনাই করি। যদি কখনো কাউকে কোন প্রকার কষ্ট দিয়ে থাকি তার জন্য সরি ক্ষমা করে দিবেন সবাই। শেষ কথা হচ্ছে আমার জন্য কেউ যেন কাউকে দোষারোপ না করে আমি যা করেছি আমি আমার নিজের চিন্তা ভাবনায় করেছি। আল্লাহ হাফেজ: ভালো থেকো দুনিয়ার মানুষেরা"।
তার এই স্ট্যাটাসকে কেন্দ্র করে ফেসবুকে চলছে সমালোচনার ঝড়। এই প্রতিবেদন লেখার সময় নওরিন আহমেদের ফেসবুক টাইমলাইন ঘুরে দেখা যায়, সোমবার ২৬ মার্চ তিনি সর্বশেষ পোস্ট দিয়েছেন। এতে বিভিন্ন অঙ্গভঙ্গি করা নিজের ৯টি ছবি পোস্ট করে লিখেন, ‘কারেন্টলি ইন এ চিল এস ডিপ্রেশন’।
ফাহিম শাহরিয়ার সৌরভ এর সুইসাইড নোটটি তুলে ধরা হলো- "আম্মু মারা যাওয়ার পর থেকে আমার দুনিয়াটা অনেক ছোট হয়ে গিয়েছিল। আমার ভবিষ্যৎ চাওয়া পাওয়া বলতে যা ছিলো আজ তা ও আমাকে ছেড়ে চলে গেলো। স্বপ্ন দেখার মতো কিছু নেই। আমার জন্য এতোদিন যিনি মিডিয়াতে নিজের প্রতিষ্ঠা করতে পারেন নি আজ থেকে তার পথের কাঁটা সরে গেলো দোয়া রইলো তার জন্য উনি যেন সুপারস্টার হন তার সুনাম ছড়িয়ে পড়ুক চারিদিকে এই কামনাই করি। যদি কখনো কাউকে কোন প্রকার কষ্ট দিয়ে থাকি তার জন্য সরি ক্ষমা করে দিবেন সবাই। শেষ কথা হচ্ছে আমার জন্য কেউ যেন কাউকে দোষারোপ না করে আমি যা করেছি আমি আমার নিজের চিন্তা ভাবনায় করেছি। আল্লাহ হাফেজ: ভালো থেকো দুনিয়ার মানুষেরা"।
তার এই স্ট্যাটাসকে কেন্দ্র করে ফেসবুকে চলছে সমালোচনার ঝড়। এই প্রতিবেদন লেখার সময় নওরিন আহমেদের ফেসবুক টাইমলাইন ঘুরে দেখা যায়, সোমবার ২৬ মার্চ তিনি সর্বশেষ পোস্ট দিয়েছেন। এতে বিভিন্ন অঙ্গভঙ্গি করা নিজের ৯টি ছবি পোস্ট করে লিখেন, ‘কারেন্টলি ইন এ চিল এস ডিপ্রেশন’।
জানা যায়, সৌরভের মৃত্যুর মাত্র ৩৮ দিন আগে তার মায়ের মৃত্যু হয়। সেই শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি তাদের পরিবার।
Image Source: www.google.comআমাদের এ লেখাটি যাদ আপনার ভালে লাগে, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এ লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। যদি আরো কিছু জানার থাকে তাহলে আমার এই পোস্টের নিচের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আমার সাধ্যমত আপনাদেরকে সঠিক তথ্যটি জানানোর চেষ্টা করব। আমাদের ফেসবুক পেজ এ লাইক বাটন ক্লিক করে পরবর্তী নিউজের সাথে আপডেট থাকবেন। বন্ধুদের সাথে পোস্টটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন আল্লাহ হাফেজ।