সন্তানের জন্য মায়ের নিঃস্বার্থ ভালোবাসা-১ Mother's Selfless Love for her Child-1

নিজের পছন্দের খাবার এখন আর খেতে পারি নারে মা, শুধু তোর কথা ভেবে। বাহিরের খাবার তোর মায়ের খুবই পছন্দের ছিলো। কিন্তু এখন আর খেতে চাই না, শুধু তোকে ভালো রাখার জন্য । এখন আর আগের মত করে শুতেও পারিনারে মা,,,, তোর কথা ভেবে,,শুনছি চিৎ হয়ে শুলে নাকি তোর কষ্ট হবে, তোর নিঃস্বাস নিতে নাকি কষ্ট হবেরে মা। বিশ্বাস কর মা সারাটা রাত একটুও ঘুমাতে পারিনা,,, তোর মা তো চিৎ হয়েই শুতো।



মা বিশ্বাস কর এখন আর বাসা থেকে বের হইনা তোর কথা ভেবে, বেড়াতেও যাইনা তোর কথা চিন্তা করে, আমার নিজের মাকেও দেখি না, আজ অনেকটা দিন হয়ে গেছেরে মা। ডাক্তার বলেছে খুব সাবধানে চলাফেরা করতে, তা না হলে তুই কষ্ট পাবি রে মা।




মা বিশ্বাস কর, এই সব কষ্ট ভুলে যাই যখন তুই আমার ভেতর নড়ে উঠিস। কি যে শান্তির অনুভুতি সব কষ্ট যন্ত্রণা ভুলে যাই কয়েক মহূর্তের জন্য। প্লিজ আপুরা সবাই  দোয়া করবেন, যাতে সব বেবিরা ও বেবিদের মা সুস্থ্য থাকে।

আমাদের এ লেখাটি যাদ আপনার ভালে লাগে, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এ লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। যদি আরো কিছু জানার থাকে তাহলে আমার এই পোস্টের নিচের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আমার সাধ্যমত আপনাদেরকে সঠিক তথ্যটি জানানোর চেষ্টা করব। আমাদের ফেসবুক পেজ এ লাইক বাটন ক্লিক করে পরবর্তী নিউজের সাথে আপডেট থাকবেন। বন্ধুদের সাথে পোস্টটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন আল্লাহ হাফেজ।
Image Source: www.google.com 
Previous Post Next Post
banner
banner
banner

نموذج الاتصال