ক্ষুধার্ত সন্তানদের মুখে খাবার তুলে দিতে ১৫০ টাকায় চুল বিক্রি করেন মা

একজন মা-ই পারে তার সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য সব অসম্ভবকেই সম্ভব করে তুলতে। শুধু মাত্র সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য মা সমস্ত কিছু ত্যাগ করতেও রাজি থাকেন। এমনই এক দৃষ্টান্ত দেখা গেলো তামিলনাড়ুর সেলিম শহরে। এক মা তার অভুক্ত সন্তানদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য বিক্রি করে দিলেন নিজের চুল।



সেই তামিলনাড়ুর সেলিম শহরের বাসিন্দা প্রেমা। সাত মাস আগে আত্মহত্যা করে মৃত্যু হয় স্বামীর। রোজগারের সব রাস্তা যেন বন্ধ। এতদিন সবার করুনায় ঋণ ধার করে চলছিল সংসার। আস্তে আস্তে ঋণের বোঝাও ভারী হতে থাকে। তিন সন্তান, বড় সন্তান ৫ বছরের এবং বাকি দুজন ২ ও ৩ বছরের।

সবাই যেন মুখ ফিরিয়ে নিল । গত ৬ মার্চ শুক্রবার তার হাতে ছিলো না কোনো টাকা।  খিদের জালা সহ্য করতে না পেরে কাঁদছিল তিন শিশু। কি করবে বুঝে উঠতে পারছিল না অসহায় প্রেমা। রাস্তা দিয়েই যাচ্ছিল এক চুল ক্রেতা। তার কাছে ১৫০ টাকায় বিক্রি করে নিজের সমস্ত চুল। ১০০ টাকায় সন্তানদের খাওয়ায় এবং ৫০ টাকায় কীটনাশক কিনে আত্মহত্যা করতে যায় প্রেমা
জি বালা নামের এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি পোষ্ট করেন এবং সাহায্যের জন্য অনেকেই এগিয়ে আসে। সংগ্রহ করা হয় ১ লাখ ৪৫ হাজার টাকা এবং এখন বর্তমানে ইটভাটায় কাজ করেন প্রেমা।
আমাদের এ লেখাটি যাদ আপনার ভালে লাগে, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এ লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। যদি আরো কিছু জানার থাকে তাহলে আমার এই পোস্টের নিচের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আমার সাধ্যমত আপনাদেরকে সঠিক তথ্যটি জানানোর চেষ্টা করব। আমাদের ফেসবুক পেজ এ লাইক বাটন ক্লিক করে পরবর্তী নিউজের সাথে আপডেট থাকবেন। বন্ধুদের সাথে পোস্টটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন আল্লাহ হাফেজ।

Image Source: www.google.com
Previous Post Next Post

نموذج الاتصال