করোনায় ইতালিয়ান ডাক্তার Giampiero Giron এর উদারতা



Giampiero Giron । উনি হলেন ইতালিয়ান অবসরপ্রাপ্ত একজন ডাক্তার । Giampiero Giron বয়স ৮৫। দেশের এ পরিস্থিতি দেখে দেশের এই দুঃসময়ে তিনি আবার ডিউটিতে জয়েন করেছেন। মানবতার সেবায় দেশের প্রেমে জিবনের শেষ সময়টুকুও নিজেকে আবার বিলিয়ে দিতে চান দেশ ও দেশের মানুষের জন্য । একেই বলে দেশপ্রেম ।


যতই দেখছি তাদের ততই যেন অবাক হচ্ছি । হ্যাঁ তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে! দেখো বাঙ্গালী দেখো উদারতা কাকে বলে, কিছুটা হলেও শিখো।

আল্লাহ্ আমাদের সবাইকে ভয়াবহ করোনা থেকে অতি দ্রুত নাজাত দান করুন। আমিন।
আমাদের এ লেখাটি যাদ আপনার ভালে লাগে, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এ লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। যদি আরো কিছু জানার থাকে তাহলে আমার এই পোস্টের নিচের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আমার সাধ্যমত আপনাদেরকে সঠিক তথ্যটি জানানোর চেষ্টা করব। আমাদের ফেসবুক পেজ এ লাইক বাটন ক্লিক করে পরবর্তী নিউজের সাথে আপডেট থাকবেন। বন্ধুদের সাথে পোস্টটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন আল্লাহ হাফেজ।
Image Source: www.google.com 

Previous Post Next Post
banner
banner
banner

نموذج الاتصال