মৃত্যুর আগে করোনা নিয়ে সতর্ক বার্তা দিলেন পাকিস্তানের চিকিৎসক উসামা রিয়াজ

ডাঃ ওসামা রিয়াজ। একজন পাকিস্তানি ডাক্তার ২২ মার্চ ২০২০ রবিবার করোনাভাইরাসে মারা গেলেন। তার রুহের মাগফেরাত কামনা করছি। করোনাভাইরাস রোগীদের স্ক্রিন করা একজন পাকিস্তানি চিকিৎসক ছিলেন তিনি। সন্দেহভাজন নিজের করোনাভাইরাস পরীক্ষার পর রবিবার ভাইরাসটি ধরা পরে তার শরীরে এবং ২২ মার্চ মারা গেলেন।


ভয়ে আড়ষ্ট গোটা পৃথিবী। করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের সব দেশে। সেই ভয়ের মাঝে করোনায় আক্রান্তদের সেবা দিতে গিয়ে একের পর এক মৃত্যুবরণ করছেন চিকিৎসকরাও। গত মঙ্গলবার চিকিৎসকদের মৃত্যুর মিছিলে যুক্ত হয়েছেন পাকিস্তানের তরুণ উসামা রিয়াজ। পাকিস্তানে বিদেশফেরত করোনা রোগীদের চিকিৎসা দিতে গিয়ে আক্রান্ত হন রিয়াজ। এক সপ্তাহের মধ্যেই তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর আগে বিশ্ববাসীকে ভয়াবহ সতর্ক বার্তা দিয়েছেন এ তরুণ চিকিৎসক। মৃত্যুর ঠিক ৩০ মিনিট আগে হাসপাতালের বেডে শুয়ে মোবাইলে একটি ভিডিও করেন রিয়াজ। ওই ভিডিওতে তিনি বলেন, করোনাভাইরাস নিয়ে একেবারেই রসিকতা নয়। এ ভাইরাস ভয়ঙ্কর। সাবধানে থাকুন। সচেতন থাকুন। এ ভাইরাসের সঙ্গে লড়তে হবে। দেশকে বাঁচাতে, বিশ্বকে বাঁচাতে সবাইকে একজোট হতেই হবে। আমার পরিবার, আপনার পরিবার সবাইকে এ ভাইরাস থেকে রক্ষা করতে হবে।’

A Pakistani doctor who screened suspected corona virus patients died on Sunday after testing positive for the virus, highlighting the danger to physicians who have threatened to strike unless access to protection equipment improves.

A police officer rides past a closed entrance of the District Head Quarter Hospital, where a doctor who screened suspected corona virus disease (COVID-19) patients tested positive and died on Sunday, in Gilgit, Pakistan March 22, 2020.

Dr Osama Riaz, who was screening pilgrims who had returned to Pakistan from Iran, tested positive on Friday, the top health official in the country’s northern Gilgit province, Shah Zaman, told Reuters by phone, adding he had subsequently died.

Pakistan, which borders Iran and China, two of the most affected countries, has reported three deaths and 658 infected patients, the highest number in South Asia.

With a broken healthcare system and the world’s sixth-largest population of 208 million people, Pakistan remains in danger of a large scale spread of the virus, experts have warned.

Besides Riaz a couple of more doctors have also shown symptoms, officials say.
“We request the government to immediately provide us personal protection equipment,” Dr Asfandyar Khan, president of staff at the Pakistan Institute of Medical Sciences in Islamabad, told a news conference on Friday.

“It is like suicide to treat patients without protection,” he said, adding: “If infection spreads in hospitals, believe me no person will be ready to touch any patient.”


He threatened doctors would stop work if they and other healthcare staff aren’t given necessary equipment by Monday.
Pakistan’s health minister Zafar Mirza held a meeting with doctors’ representatives on Saturday. “Health workforce is my first priority,” he said on Twitter.

The chief of Pakistan’s national disaster management department Lt. Gen. Muhammad Afzal said on Friday that 12,500 pieces of personal equipment had been procured. His spokesman Saqib Mumtaz said on Sunday the kits had been sent to hospitals.

আমাদের এ লেখাটি যাদ আপনার ভালে লাগে, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এ লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। যদি আরো কিছু জানার থাকে তাহলে আমার এই পোস্টের নিচের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আমার সাধ্যমত আপনাদেরকে সঠিক তথ্যটি জানানোর চেষ্টা করব। আমাদের ফেসবুক পেজ এ লাইক বাটন ক্লিক করে পরবর্তী নিউজের সাথে আপডেট থাকবেন। বন্ধুদের সাথে পোস্টটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন আল্লাহ হাফেজ।

Image Source: www.google.com
News Source: রয়টার্স
Previous Post Next Post

نموذج الاتصال