করোনায় প্রাণ গেল একই পরিবারে ৪ জনের || Corona died in the same family four person



বর্তমান বিশ্বে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে করোনাভাইরাস। দিন দিন যেন এই ভাইরাসে মৃতের সংখ্যা বেড়েই চলছে। সারা বিশ্বে এখন পর্যন্ত এই ভাইরাসে মৃত্যু হয়েছে ১৫ হাজার এর অধিক মানুষের। এরইমধ্যে আক্রান্তের সংখ্যা ৩.৪০ লাখ ছাড়িয়েছে। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখের মতো। ইতোমধ্যে এই ভাই'রাসে বাংলাদেশে ৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ২৭+ জন। এমতাবস্থায় করোনা ভাইরাসে আমেরিকার নিউজার্সিতে একই পরিবারে ৪ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।


যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের ওই পরিবারটিতে গত সপ্তাহে মারা যান তিন জন। সবশেষ গেল বৃহস্পতিবার ১৯ মার্চ বৃহস্পতিবার আরেকজনের মৃত্যু হয়েছে বলে ওই পরিবারের আত্মীয়দের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর দেয়া হয়েছে।

বৃহস্পতিবার মারা যাওয়া ব্যক্তির নাম ভিনসেন্ট ফুসকো। এর আগে ১৮ মার্চ বুধবার ভিনসেন্টের মা গ্রেস ফুসকো রাতে মারা যান করোনায়। গ্রেস ফুসকো বয়স ছিল ৭৩ বছর । তার কয়েক ঘণ্টা আগে মারা যান তার বড় ভাই কারমিনে ফুসকো। এর আগে মারা যান আরেক ভাই।

ভিনসেন্টের ছোট বোন এলিজাবেথ গণমাধ্যমকে বলেন, ‘সবই ছিল অবিশ্বাস্য। মঙ্গলবার (১০ মার্চ) সকালে আমি ঘুম থেকে উঠি। তখন মা আমাকে ডেকে বলে, লিজ্জি, আমার ভালো লাগছে না। রিটারও একই অবস্থা। টনির অবস্থাও একই। তুমি কি আমাদের সাহায্য করতে পারবে?, আমি বললাম অবশ্যই মা।'

তিনি জানান, ১০ মার্চ থেকে ১৯ মার্চ-এই নয় দিনে করোনা কেড়ে নিয়েছে এলিজাবেথের মা, দুই ভাই ও বোনের প্রাণ। তার আরও দুই বোন হাসপাতালে ভর্তি আছেন এবং দুইজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন এলিজাবেথ।
আমাদের এ লেখাটি যাদ আপনার ভালে লাগে, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এ লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। যদি আরো কিছু জানার থাকে তাহলে আমার এই পোস্টের নিচের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আমার সাধ্যমত আপনাদেরকে সঠিক তথ্যটি জানানোর চেষ্টা করব। আমাদের ফেসবুক পেজ এ লাইক বাটন ক্লিক করে পরবর্তী নিউজের সাথে আপডেট থাকবেন। বন্ধুদের সাথে পোস্টটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন আল্লাহ হাফেজ।
Image Source: www.google.com

Previous Post Next Post

نموذج الاتصال