‘করোনা তুমি যাও ’ কবিতা-২ || 'Corona you go' Poem-2


‘করোনা তুমি যাও ’

কোনটা গুজব আর কোনটা গজব বোঝা ভীষণ দায়,
কেউ বলে মধ্যরাতে আযান দিয়ে নফল নামাজ পড়লে মিলবে করণা থেকে মুক্তি
যদিও ইসলামের দৃষ্টিতে এটার মিলেনি কোন যুক্তি,
আবার কেউ বলে নবজাতক খেতে বলছে আদা চিনি চা,
খেলে নাকি করোনা থেকে মিলবে ফানা ,
আবার কেউ বলে বাংলাদেশ হচ্ছে নাকি কম্পন ,
যদিও এটার কোনো পাওয়া যায়নি লক্ষণ ,
আবার কেউ ডালে মধ্যরাতে নারিকেল গাছে পানি

এটাও করলে নাকি করোনাভাইরাস থেকে মিলবে মুক্তি এমনটাও শুনি
আল্লাহ তুমি বড় মহান আমরা সবাই মানি
তোমার কাছে চাই যে ক্ষমা ফিরাবে না জানি
আল্লাহ তোমার বান্দা রা আছে বড় চিন্তায়
কোনটা সত্যি কোনটা গুজব বোঝা ভীষণ দায়
সঠিক পথে আমাদেরকে করো অগ্রসর
সত্যি বলছি আর কোনদিন ছাড়বোনা তোমার ঘর
ওগো আল্লাহ এবারের মতো আমাদের ক্ষমা করে দাও
ওগো আল্লাহ তুমি তো দেখছ তোমার বান্দা গুলো তোমার ঘরের দিকে ছুটছে আর তওবা করছে
এবারের মত তুমি আমাদের ক্ষমা করে দাও
করোনা ভাইরাস নামক গজব টা তুমি উঠিয়ে নাও
আর গুজব থেকে আমাদের হেফাজত করো
আমরা যেন সহি ভাবে ইসলামের দিকে এগোতে পারি
এই তৌফিক দান করো
( আমীন
সুম্মা আমীন)

আমাদের এ লেখাটি যাদ আপনার ভালে লাগে, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এ লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। যদি আরো কিছু জানার থাকে তাহলে আমার এই পোস্টের নিচের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আমার সাধ্যমত আপনাদেরকে সঠিক তথ্যটি জানানোর চেষ্টা করব। আমাদের ফেসবুক পেজ এ লাইক বাটন ক্লিক করে পরবর্তী নিউজের সাথে আপডেট থাকবেন। বন্ধুদের সাথে পোস্টটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন আল্লাহ হাফেজ।
 Image Source: www.google.com 
Previous Post Next Post

نموذج الاتصال