‘করোনা তুমি যাও’
নচিকেতা চক্রবর্তী
ইতিমধ্যেই নচিকেতার সেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ফেসবুকেও এটি ১৬ লাখের বেশিবার দেখা হয়েছে। শেয়ার হয়েছে ৫১ হাজারেরও বেশি। আর ২০ ঘণ্টায় লাইক পড়েছে ৩৮ হাজার, মন্তব্য লেখা হয়েছে ২ হাজারের বেশি।
নিজের সংগীত গাওয়ার ঢংয়ে খুব সাবলীলভাবে কবিতাটি পাঠ করলেন নচিকেতা। আপাতত ‘করোনা’ কবিতা হিসেবে প্রকাশ হলেও শিগগিরই এটি গান হয়ে উঠবে, এমনটাই আভাস দিয়েছেন ওপার বাংলার এই সংগীতশিল্পী।
নচিকেতা চক্রবর্তীর কবিতাটি নিচে উল্লেখ্য--
করোনা নামের মহামারি তুমি যাও, তুমি যাও
একটা বিনীত তোমার ভয়টাকে রেখে যাও
ওগো ভয় তোমারই হোক জয়
তুমি নির্ভীক তরবারি তুমি নির্মেদ অক্ষয়
তোমারই হোক জয়।
তোমার জন্য বন্ধ হয়েছে সভ্যতা নামে দূষণ
তোমার জন্য বহুদিন পরে আকাশে হাসছে পূষণ
তোমার জন্য মানুষ ভুলেছে পুষে রাখা বিদ্বেষ
শুধু ভয় করে দিল বিভেদহীন এক দেশ।
কারোর মুখই যাচ্ছে না দেখা আল্লাহ অথবা রাম
সবার মুখই মাস্কেতে ঢাকা, সবার কপালে ঘাম
হাতে নাগরিকপঞ্জির খাতা কাগজে চায় প্রমাণ
এখন তারা কোথায় দিতে পারেন সন্ধান।
মৃত্যুর কোনো দেশ তো লাগে না কাঁটাতার ছিঁড়ে যায়
নগর থাকলে নাগরিক, সে নগরকে কে বাঁচায়
রোজ আমাদের হিংসামন্ত্র শেখায় যে পুরোহিতি
যুগ যুগ ধরে আমরা তো জানি তার নাম রাজনীতি।
করোনা তোমার ভয় বন্ধ সে মন্ত্র উচ্চারণ
মানুষ বুঝেছে জীবন নেই পুরোহিত প্রয়োজন
করোনা তুমি যাও, তুমি যাও শাহজাদী
শুধু ভয়টুকু থাক, হোক ভয়টা সাম্যবাদী।
একাধারে গায়ক, নেপথ্য কণ্ঠশিল্পী, সংগীতকার, সংগীত পরিচালক নচিকেতা চক্রবর্তীর জন্ম ১৯৬৪ সালের ১ সেপ্টেম্বর। তাঁর পৈতৃক বাড়ি বাংলাদেশের পিরোজপুর জেলার ভান্ডারিয়ায়। পড়াশোনা করেছেন উত্তর কলকাতার মণীন্দ্র কলেজে। ছোটবেলা থেকেই গান লেখা শুরু, সেই সঙ্গে নিজের মতো করে গান চর্চা। প্রথম অ্যালবাম ‘এই বেশ ভালো আছি’ প্রকাশিত হয় ১৯৯৩ সালে এবং প্রকাশ পাওয়ামাত্র অভাবনীয় সাড়া পড়ে যায়। নচিকেতা চক্রবর্তী মুহূর্তে হয়ে যান নচিকেতা। এরপর শুধু সাফল্যের ইতিহাস। পেছন ফিরে তাকাতে হয়নি কখনো। তাঁর সবচেয়ে প্রিয় গান (নিজের লেখা গানের মধ্যে) ‘নীলাঞ্জনা ৩য় খণ্ড’। এ পর্যন্ত তিনি তিন শতাধিক গান রচনা করেছেন এবং এর সুর দিয়েছেন।
আমাদের এ লেখাটি যাদ আপনার ভালে লাগে, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এ লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। যদি আরো কিছু জানার থাকে তাহলে আমার এই পোস্টের নিচের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আমার সাধ্যমত আপনাদেরকে সঠিক তথ্যটি জানানোর চেষ্টা করব। আমাদের ফেসবুক পেজ এ লাইক বাটন ক্লিক করে পরবর্তী নিউজের সাথে আপডেট থাকবেন। বন্ধুদের সাথে পোস্টটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন আল্লাহ হাফেজ।
Image Source: www.google.com
Tags
কোভিড-১৯