করোনা কী? কী তার উপসর্গ? করোনায় করণীয়ই বা কী? করোনা নিয়ে মানুষের হাজারো প্রশ্ন, কখন মাস্ক পড়তে হবে? এক নজরে দেখে নেওয়া যাক করোনা নিয়ে যাবতীয় তথ্য
করোনাভাইরাস কি?
এক ধরণের ভাইরাস যাতে মানুষ সহজেই অসুস্থ হয়ে পড়তে পারে।
উপসর্গঃ মানুষের ক্ষেত্রে করোনাভাইরাসের মুল উপসর্গ শ্বাসকষ্ট।
কোভিড-১৯ কী?
কোভিড-১৯ হলো করোনাভাইরাস সংক্রমনে এক ধরণের ছোয়াচে রোগ। ২০১৯ সালের ডিসেম্বেরে চীনের উহানে এই রোগ প্রথম ধরা পড়ে।
কোভিড-১৯ এর উপসর্গ কী?
জ্বর-কাশি, শুকনো কাশি, গা হাত পা ব্যাথা, নাক দিয়ে পানি পড়া, গলা বসে যাওয়া, ডায়রিয়াও হতে পারে।
কোভিড-১৯ কীভাবে ছড়ায়?
কোভিড-১৯ ভাইরাস এ আক্রান্ত ব্যক্তির থুথু, কাশি, সর্দি, কথ থেকে কোভিড-১৯ ভাইরাসটি ছড়ায়। তাই কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তির থেকে কমপক্ষে ৩ ফুট দুরে থাকতে হবে। কোভিড-১৯ কি
বাতাসের মাধ্যমে ছড়াতে পারে?
না, তবে আক্রান্ত ব্যক্তির থুথু, কাশি, কথ, সর্দি কোনভাবে এগুলোর স্পর্শে আসলে এ ভাইরাসটি ছড়ায়।
মল থেকে কি কোভিড-১৯ ছড়াতে পারে?
মল থেকে কি কোভিড-১৯ ছড়ানোর আশঙ্কা খুবই কম।
কীভাবে সতর্ক থাকবেন?
১। বারবার হাত ধুতে হবে। কমপক্ষে ২০ সেকেন্ড ধরে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ভালোভাবে হাত ধুয়ে তারপর চোখ, নাক, মুখে স্পর্শ করতে হবে।
২। এ্যালকোহল আছে এমন হ্যান্ড ওয়াশ ব্যবহার করতে হবে। তবে সাবান দিয়ে হাত ধুয়ে নিলেও হবে।
৩। কাছাকাছি কেউ হাঁচি বা কাশি দিলে তার থেকে ৩ ফুট দুরত্ব বজায় রাখার চেস্টা করবেন।
৪। নাক, চোখ, মুখে হাত দেওয়ার অভ্যাস বদলে ফেলুন। আশেপাশের মানুষেরা যেন হাঁচি কাশির সময় মুখে হাত রাখেন বা রুমাল ব্যবহার করেন, টিস্যু ব্যবহার করেন, তা খেয়াল রাখুন।
৫। হাঁচি কাশির সময় টিস্যু পেপার ব্যবহার করলে তা যেন সাথে সাথে ঢাকনাওয়ালা ওয়েস্ট বিনে ফেলা হয় তা নিশ্চিত করুন।
৬। করোনা সংক্রামিত হয়েছে এমন জায়গা এড়িয়ে চলুন।
৭। অসুস্থ হলে অবশ্যই বাড়ীতে হোম কোয়ারেন্টাইনে থাকুন।
৮। জ্বর কাশি বা শ্বাসকষ্ট হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
কখন মাস্ক পরবেন?
যদি নিজে কোভিড-১৯ আক্রান্ত হন, কোভিড-১৯ আক্রান্ত কোন ব্যক্তির দেখা-শোনা করার সময় মাস্ক পরতে হবে। অকারনে মাস্ক পরবেন না।
মাস্ক এর ব্যবহার
মাস্ক একবারই ব্যবহার করা উচিৎ। মাস্ক পরার আগে হাত ভালো করে ধুয়ে নিতে হবে। মাস্ক এ কোন ছিদ্র বা ছেড়া-কাটা আছে কিনা তা ভালোভোবে দেখে নিতে হবে। মাস্ক এর সঠিক দিকটি ব্যবহার করতে হবে। মাস্ক এ যেন চিবুক ঢাকা থাকে তা খেয়াল রাখতে হবে। ব্যবহারের পর মাস্কটি কোন বিন এ ফেলে দিতে হবে।
করোনা ভিসা বাতিল
কুটনৈতিক সহ কয়েকটি ক্ষেত্র ছাড়া সব দেশের সাথে ভিসা বাতিল। ১৫ই এপ্রিল পর্যন্ত ভিসা বাতিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা সংক্রমনকে মহামারীর চেয়েও ভয়াবহ বা প্যানডেমিক ঘোষণা করেই কেন্দ্রের এ সিদ্ধান্ত। কেন্দ্রের করোনা তৎপরতা ইরানে ৬ হাজার ভারতীয় আটক। দ্রুত দেশে ফেরাতে তৎপর সরকার।
আমাদের এ লেখাটি যাদ আপনার ভালে লাগে, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এ লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। যদি আরো কিছু জানার থাকে তাহলে আমার এই পোস্টের নিচের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আমার সাধ্যমত আপনাদেরকে সঠিক তথ্যটি জানানোর চেষ্টা করব। আমাদের ফেসবুক পেজ এ লাইক বাটন ক্লিক করে পরবর্তী নিউজের সাথে আপডেট থাকবেন। বন্ধুদের সাথে পোস্টটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন আল্লাহ হাফেজ।Image Source: www.google.com
Tags
কোভিড-১৯