নিজেই সনাক্ত করুন আপনার করোনা ভাইরাস

🚯করোনা ভাইরাস🚯
নিজেই সনাক্ত করেন আপনার করোনা ভাইরাস আছে কি না?🚯
গবেষকরা বলছেন, করোনভাইরাসের লক্ষণগুলো সুস্পষ্ট ও জীবাণুর বৃদ্ধি সাধন ঘটতে ২৮ দিন পর্যন্ত সময় লাগতে পারে। তবে এই সময়ে রোগীর জ্বর আসবে ও কফ জমবে।

এই সময়ের পর রোগী হাসপাতালে আসলে দেখা যায় তাদের ফুসফুস প্রায় ৫০ শতাংশ ফাবব্রোসিস হয়ে গেছে। এর অর্থ, রোগীর চিকিৎসা শুরু করতে বেশ দেরি হয়ে গেছে।


এ বিষয়ে তাইওয়ানের ডাক্তাররা করোনাভাইরাস সনাক্তের একটি উপায় বের করেছেন। যা একজন রোগী নিজেই প্রতিদিন সকালে পরীক্ষা করে দেখতে পারে।

১০ সেকেন্ডের বেশি সময় ধরে দীর্ঘশ্বাস নিলে যদি আপনি কোন কাশি, অস্বস্তি, গুমোটভাব ছাড়াই সফলভাবে নিঃশ্বাস ছাড়তে পারেন তবে এটি প্রমাণ করে যে ফুসফুসে কোনও ফাইব্রোসিস বা কোনও সংক্রমণ নেই।

এছাড়া মারাত্মক করোনাভাইরাসের চিকিৎসা শেষে রোগটি সম্পর্কে দারুণ পরামর্শ দিয়েছেন জাপানি চিকিৎসকরাও । প্রত্যেককেই মুখ ও গলার দিকে নজর রাখতে বলেছেন জাপানি চিকিৎসকরা।
মুখ ও গলা যেন না শুকায় তা নিশ্চিত করতে বলেছেন তারা। এজন্য কমপক্ষে ১৫ মিনিটের মধ্যে কয়েক চুমুক পানি পান করার ওপর জোর দিয়েছেন জাপানি চিকিৎসকরা।

কেন পানি পান করবেন?
যদি কারোও মুখে ভাইরাস প্রবেশ করে তবে পানি বা অন্যান্য তরল পান করলে এ্যাসফ্যাগাসের মাধ্যমে খাদ্যনালী থেকে ভাইরাস নিচে পাকস্থলীতে নেমে যাবে।
ফলে পেটে থাকা এসিডগুলো সব ভাইরাসকে মেরে ফেলবে। তাই সবাইকে নিয়মিত পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে।
আপনি যদি নিয়মিত পর্যাপ্ত পরিমাণ পানি পান না করেন তাহলে ভাইরাসটি আপনার উইন্ডোপাইপ ও ফুসফুসে প্রবেশ করতে পারে। যা খুবই বিপজ্জনক।
আমাদের এ লেখাটি যাদ আপনার ভালে লাগে, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এ লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। যদি আরো কিছু জানার থাকে তাহলে আমার এই পোস্টের নিচের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আমার সাধ্যমত আপনাদেরকে সঠিক তথ্যটি জানানোর চেষ্টা করব। আমাদের ফেসবুক পেজ এ লাইক বাটন ক্লিক করে পরবর্তী নিউজের সাথে আপডেট থাকবেন। বন্ধুদের সাথে পোস্টটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন আল্লাহ হাফেজ।
Image Source: www.google.com
Previous Post Next Post

نموذج الاتصال