করোনা ভাইরাসে বেশি আক্রান্ত হচ্ছেন ধূমপায়ীরা জানালেন চিকিৎসক

চীনে মহামারী রূপ নেওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী করোনা ভাইরাস। এরই মধ্যে বিশ্বের ৯৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।

এরই মধ্যে এক লাখ ৫ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে এই ভাইরাসে। আর  এই করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে প্রায় ৩ হাজার ৫৯৫ জনের। চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে এই মহামারী ভয়াবহ ভাইরাসটি।

প্রাণঘাতী এই করোনা ভাইরাসে নারী ও শিশুদের তুলনায় পুরুষের মৃত্যুর হার বেশি বলে জানা যায়। চাইনিজ সেন্টারস অব ডিজিজ কন্ট্রোলের পরিসংখ্যান বিশ্লেষণ করে এ তথ্য দিয়েছে বিবিসি। এক্ষেত্রে ৪৪ হাজার রোগীর তথ্য বিশ্লেষণ করেছে সংবাদমাধ্যমটি। এই রোগীদের যারা মারা গেছেন তাদের মধ্যে ২.৮ শতাংশ পুরুষ, নারী ১.৭ শতাংশ। বিপরীতে শিশু ০.২ শতাংশ। সবচেয়ে বেশি মারা যাচ্ছে বয়স্ক মানুষ, প্রায় ১৫ শতাংশ।


সাধারণত ফ্লু যখন ছড়িয়ে পড়েছিল, তখনও একই অবস্থা দেখা গেছে। চিকিৎসকেরা জানান, লাইফস্টাইলের কারণে এই পার্থক্য। পুরুষেরা এমনিতে বাইরে বেশি ঘোরাফেরা করেন, তার ওপর অনেকেই আবার ধূমপান এ আসক্ত। যার কারণে ফুসফুসের ক্ষতি তাদের বেশি হয়। আর এই ধরনের ভাইরাস ফুসফুসকেই আগে আক্রমণ করে। চীনে বেশি পুরুষ মারা যাওয়ার কারণও এই ধূমপান। চীন দেশটির ৫২ শতাংশ পুরুষ ধূমপান করেন।

সেখানে নারীদের মধ্যে এই অভ্যাস দেখা যায় ৩ শতাংশের কিছু বেশি । এসবের পাশাপাশি নারীদের ইনফেকশন প্রতিরোধ-ব্যবস্থাও আলাদা। ইস্ট আঞ্জুলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর পল হান্টার বলেন, ‘ফ্লু’ প্রতিরোধে নারীদের শরীর ভ্যাকসিনের ক্ষেত্রে ভালো অ্যান্টিবডি উৎপন্ন করে।




শিশুদের কম আক্রান্ত হওয়ার পেছনে কিংস কলেজ লন্ডনের ডাক্তার নাথালি ম্যাকডার্মটের যুক্তি, ”মহামারি ছড়িয়ে পড়ার পর মা-বাবা সবার আগে শিশুদের বাড়তি যত্ন নেয়। তাদের সুস্থতার জন্য এটি একটি বিশেষ কারণ বলে জানা যায় ।”
আমাদের এ লেখাটি যাদ আপনার ভালে লাগে, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এ লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। যদি আরো কিছু জানার থাকে তাহলে আমার এই পোস্টের নিচের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আমার সাধ্যমত আপনাদেরকে সঠিক তথ্যটি জানানোর চেষ্টা করব। আমাদের ফেসবুক পেজ এ লাইক বাটন ক্লিক করে পরবর্তী নিউজের সাথে আপডেট থাকবেন। বন্ধুদের সাথে পোস্টটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন আল্লাহ হাফেজ।
Image Source: www.google.com
Previous Post Next Post
banner
banner
banner

نموذج الاتصال