নিয়োগ বিজ্ঞপ্তি
স্মারক নং-পি/বি/কে/০০৪৪৮৮/২০২০
১)
পদের নাম-কর্মসূচি ব্যবস্থাপক
পদের নাম-কর্মসূচি ব্যবস্থাপক
শিক্ষাগত যোগ্যতা - বিএ/সমমান
সংখ্যা-৭৭ জন
বেতন-২৭,৭০০/-
২)
পদের নাম-ক্রেডিট অফিসার
৩)
পদের নাম- অফিস সহকারী
৪)
পদের নাম- ইউনিয়ন সংগঠক
৫)
পদের নাম- ফিল্ড অফিসার
পদের নাম-ক্রেডিট অফিসার
শিক্ষাগত যোগ্যতা - বিএ/এইচএসসি
সংখ্যা-৮৬ জন
বেতন-২৬,৩০০/-
৩)
পদের নাম- অফিস সহকারী
শিক্ষাগত যোগ্যতা - এইচএসসি/সমমান।
সংখ্যা-৯৬ জন
বেতন-২২,৭৫০/-
৪)
পদের নাম- ইউনিয়ন সংগঠক
শিক্ষাগত যোগ্যতা - এসএসসি/সমমান
সংখ্যা-১১০ জন
বেতন-২০,৩০০/
৫)
পদের নাম- ফিল্ড অফিসার
শিক্ষাগত যোগ্যতা - এসএসসি/৮ম শ্রেণী পাশ
সংখ্যা-১৬৬ জন
বেতন-১৭,৭৫০/
নিয়মাবলী :
প্রার্থীগণ যে কোন একটি পদের জন্য আবেদন করতে পারবেন । আগ্রহী প্রার্থীদের বয়স ১৮-৪৮ বছর এর মধ্যে হতে হবে, ০২ কপি ছবি, শিক্ষাগত যোগ্যতা, নাগরিকত্ব সনদের ফটোকপি ও সচল মোবাইল নম্বরসহ আগামী ৩০/০৩/২০২০ তারিখের মধ্যে শুধুমাত্র E-mail: pbkbd2010@gmail.com এর মাধ্যমে দরখাস্ত পাঠাতে হবে ।
প্রার্থীগণ যে কোন একটি পদের জন্য আবেদন করতে পারবেন । আগ্রহী প্রার্থীদের বয়স ১৮-৪৮ বছর এর মধ্যে হতে হবে, ০২ কপি ছবি, শিক্ষাগত যোগ্যতা, নাগরিকত্ব সনদের ফটোকপি ও সচল মোবাইল নম্বরসহ আগামী ৩০/০৩/২০২০ তারিখের মধ্যে শুধুমাত্র E-mail: pbkbd2010@gmail.com এর মাধ্যমে দরখাস্ত পাঠাতে হবে ।
কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদের পরীক্ষা, প্রশিক্ষণ,ও কর্মস্থল নিজ উপজেলা অফিসে অনুষ্ঠিত হবে ।সকল কর্মকর্তাদের অসুস্থতা দুর্ঘটনা জনিত দৈনিক চিকিৎসার ভাতাসহ পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্যবীমা প্রদান করা হবে।
বিঃদ্রুঃ কুরিয়ারের কোন আবেদন গ্রহণ করা হবে না। নিয়োগের ক্ষেত্রে নারী ও পুরুষ প্রার্থীকে সম সুযোগ দেওয়া হবে ।
আবেদন পত্র পাঠানোর ঠিকানা :
ব্যবস্থাপনা পরিচালক
পল্লী বিকাশ কর্মসূচী,
অফিস- রোড নং-৫, বাসা-৩৯৮/১১,
ডিওএইচএস, বারিধারা (ঢাকা ক্যান্টনমেন্ট),
চাকা-১২০৬
আমাদের এ লেখাটি যাদ আপনার ভালে লাগে, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এ লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। যদি আরো কিছু জানার থাকে তাহলে আমার এই পোস্টের নিচের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আমার সাধ্যমত আপনাদেরকে সঠিক তথ্যটি জানানোর চেষ্টা করব। আমাদের ফেসবুক পেজ এ লাইক বাটন ক্লিক করে পরবর্তী নিউজের সাথে আপডেট থাকবেন। বন্ধুদের সাথে পোস্টটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন আল্লাহ হাফেজ।Image Source: www.google.com