করোনাভাইরাসে ভারতে প্রথম মৃত্যু, ইতালির পরিস্থিতি আরও ভয়াবহ
বৈশ্বিক-মহামারি নভেল করোনাভাইরাস। করোনাভাইরাস মোকাবিলার উদ্যোগ হিসেবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল ইউরোপ ও যুক্তরাষ্ট। ভাইরাসের সংক্রমণ এড়াতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট ছাড়া ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশ থেকে যুক্তরাষ্ট্রে সব ধরনের ভ্রমণ নিষিদ্ধ করেছেন । ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে ভারত।
১৩ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত কোনো বিদেশি নাগরিক ভারত ভ্রমণ করতে পারবেন না। এর আগে চীনসহ ইউরোপ-আমেরিকা ও এশিয়ার বিভিন্ন দেশ ভ্রমণের ওপর কড়াকড়ি আরোপ করে জার্মানি, ফ্রান্স, যুক্তরাষ্ট, ইতালি, কুয়েত, সৌদি আরব, আরব আমিরাতসহ অনেক দেশের বিমান সংস্থা কয়েক লাখ ফ্লাইট বাতিল করেছে। এসব দেশ তাদের বেশিরভাগ বন্দরও বন্ধ দিয়েছে। এ পরিস্থিতিতে বিশ্ব প্রায় যোগাযোগ, বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কয়েক ট্রিলিয়ন ডলার অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে বিশ্ব ।
আড়াই মাস আগে চীনের উহান থেকে বিশ্বের ১১৮ টি দেশে ছড়িয়ে পড়া কভিড-১৯ রোগে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত মারা গেছেন ৪,৯২৩ জন । আক্রান্তের সংখ্যা এক লাখ ৩৩ হাজার ৪৬০ জন ।সেরে উঠেছেন প্রায় ৭০ হাজার মানুষ । এদিন নতুন আক্রান্ত সাত হাজার ৩৬০ ও মৃত্যু হয়েছে ৩৭৫ জনের । এর মধ্যে বেশিরভাগ মৃত্যু হয়েছে ইতালিতে । মোট মৃত্য ৪৯২৩, আক্রান্ত ১৩৩৪৬০ । এদিকে ভারতের চর কর্ণাটকে করোনা আক্রান্ত ৭৬ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে ।
আড়াই মাস আগে চীনের উহান থেকে বিশ্বের ১১৮ টি দেশে ছড়িয়ে পড়া কভিড-১৯ রোগে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত মারা গেছেন ৪,৯২৩ জন । আক্রান্তের সংখ্যা এক লাখ ৩৩ হাজার ৪৬০ জন ।সেরে উঠেছেন প্রায় ৭০ হাজার মানুষ । এদিন নতুন আক্রান্ত সাত হাজার ৩৬০ ও মৃত্যু হয়েছে ৩৭৫ জনের । এর মধ্যে বেশিরভাগ মৃত্যু হয়েছে ইতালিতে । মোট মৃত্য ৪৯২৩, আক্রান্ত ১৩৩৪৬০ । এদিকে ভারতের চর কর্ণাটকে করোনা আক্রান্ত ৭৬ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে ।
আমাদের এ লেখাটি যাদ আপনার ভালে লাগে, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এ লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। যদি আরো কিছু জানার থাকে তাহলে আমার এই পোস্টের নিচের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আমার সাধ্যমত আপনাদেরকে সঠিক তথ্যটি জানানোর চেষ্টা করব। আমাদের ফেসবুক পেজ এ লাইক বাটন ক্লিক করে পরবর্তী নিউজের সাথে আপডেট থাকবেন। বন্ধুদের সাথে পোস্টটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন আল্লাহ হাফেজ।
Image Source: www.google.com