যে ৮টি ক্রিম বাংলাদেশ সরকার নিষিদ্ধ করলো




বাংলাদেশ সরকার নিষিদ্ধ করলো ৮টি ক্ষতিকর ক্রীম


পণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)-এর ল্যাবরেটরিতে বিভিন্ন ব্র্যান্ডের রং ফর্সাকারী ১৩টি স্কীন ক্রিমের মধ্যে ৬টি ব্র্যান্ডের ক্রিমে বিপদজনক মাত্রায় মানবন্বাস্থ্যের জন্য ক্ষতিকারক পারদ (মার্কারি) ও ২টি ব্র্যান্ডের ক্রিমে পারদ (মার্কারি) এবং হাইডে ইনোন উভয়ই পাওয়া গিয়েছে।

বিএসটিআই'র নিয়মিত সার্ভিল্যান্স টিমের মাধ্যমে বাজার থেকে এসব ব্র্যান্ডের পণ্য ক্রয় করে পরীক্ষা করা হয়।

পাকিস্তানের গৌরী কসমেটিকস (প্রা:) লিমিটেড-এর গৌরী (Goree) ব্র্যান্ডের স্কীন ক্রিমে মার্কারির মাত্রা ৭৫৫.৮৫ পিপিএম; পাকিস্তানের এস. জে, এন্টারপ্রাইজ-এর চাঁদনী (Chandni) ব্র্যান্ডের স্কীন ক্রিমে মার্কারির মাত্রা ৬২৯.৯৬ পিপিএম; পাকিস্তানের কিউ. সি. ইন্টারন্যাশনাল-এর নিউ ফেস (New Face) ব্র্যান্ডের দ্ষিন ক্রিমে মার্কারির মাত্রা ৫৯০.৩৮ পিপিএষ: পাকিস্তানের ক্রিয়েটিভ কসমেটিকস (প্রা:) লিমিটেড-এর ডিউ (Due) ব্র্যান্ডের ফিন ক্রিমে মার্কারির মাত্রা ২৮৫.৮৮ পিপিএম; 

পাকিস্তানের গোল্ডেন পার্প কসমেটিকস প্রাইভেট লিমিটেড-এর গোল্ডেন পার্ল (Golden pearl) ব্র্যান্ডের স্কীন ক্রিমে মার্কারির মাত্রা ৬৫৪.১৩ পিপিএম; পাকিস্তানের পুনিয়া ব্রাদার্স (প্রাঃ) লিমিটেডের ফাইজা (Faiza) ব্র্যান্ডের স্কীন ক্রিমে মার্কারির মাত্রা ৫৯০.৪৫ পিপিএম; 







পাকিস্তানের নূর গোল্ড কসমেটেকস-এর নূর (Noor) ব্র্যান্ডের স্কীন ক্রিমে মার্কারির মাত্রা ১৯৩.৬৮ পিপিএম ও হাইড্রোকুইনোনের মাত্রা ১৯৮০.৫৮ পিপিএম এবং পাকিস্তানের হোয়াইট পার্ল কসমেটিকস-এর হোয়াইট পার্ল প্লাস (White pearl plus) ব্র্যান্ডের স্কীন ক্রিমে মার্কারির মাত্রা ৯৪৮৯৩ পিপিএম ও হাইড্রোকুইনোনের মাত্রা ৪৩৪.৭৩ পিপিএম পাওয়া গিয়েছে।

উল্লেখ্য যে, স্কীন ক্রিমের সংশ্রিষ্ট বাংলাদেশ মান (বিডিএস ১৩৮২:২০১৯)-এ মার্কারির গ্রহণযোগ্য সর্বোচ্চ মাত্রা ১ পিপিএম এবং হাইড্রোকুইনোনের গ্রহণযোগ্য সর্বোচ্চ মাত্রা ৫ পিপিএম ।

মাত্রাতিরিক্ত পারদ (মার্কারি) ও হাইড্রোকুইনোনযুক্ত এসব ক্রিম দীর্ঘদিন ব্যবহার করলে বিভিন্ন ধরণের চর্মরোগসহ বিভিন্ন জটিলতা সৃষ্টি হতে পারে । এমতাবস্থায় , জনসাস্থ্য রক্ষার স্বার্থে অনতিবিলম্বে মাত্রাতিরিক্ত পারদ ও হাইড্রোকুইনোনযুক্ত এসব রং ফর্সাকারী ক্রিম বিক্রি ও বিতরণ বন্ধ করার জন্য নির্দেশ প্রদান করা হলো। 

অন্যথায় আমদানিকারক/সরবরাহকারী/বিক্রেতাদের (অনলাইনসহ) বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একইসাথে বিএসটিআই'র অনুমোদনহীন এসব স্কীন ক্রিম ব্যবহার হতে বিরত থাকার জন্য সম্মানিত ক্রেতা সাধারণকে অনুরোধ করা হলো। একইসাথে বিএসটিআই'র লোগো, আমদানিকারকের নাম ও ঠিকানা দেখে ভোক্তা সাধারণকে পণ্য ক্রয়ের জন্য অনুরোধ জানানো যাচ্ছে।









আমাদের এ লেখাটি যাদ আপনার ভালে লাগে, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এ লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। যদি আরো কিছু জানার থাকে তাহলে আমার এই পোস্টের নিচের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আমার সাধ্যমত আপনাদেরকে সঠিক তথ্যটি জানানোর চেষ্টা করব। আমাদের ফেসবুক পেজ এ লাইক বাটন ক্লিক করে পরবর্তী নিউজের সাথে আপডেট থাকবেন। বন্ধুদের সাথে পোস্টটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন আল্লাহ হাফেজ।
Image Source: www.google.com
Previous Post Next Post

نموذج الاتصال