করোনাভাইরাস ! বিশ্ব যোগাযোগ বিছিন্ন প্রায় || Corona Virus! The World is about to Collapse








করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের অধিকাংশ ঘটনা ঘটেছে ভাইরাসের উত্পপত্তিস্থল চীনে। তবে দেশটি বর্তমানে বিশ্বের অন্যান্য দেশ থেকে যোগাযোগ বিচ্ছিন্ন প্রায়। অনেক কষ্টে ও কঠোর পদক্ষেপের মাধ্যমে চীন এর প্রাদুর্ভাব সামলে উঠতে শুরু করেছে। চীনের হুবেই প্রদেশের উহান এ ভাইরাস সংক্রমণের ঘটনা প্রথম ধরা পড়ে। 

সেই হুবেইতে বুধবার নতুন রোগীর সংখ্যা এক অঙ্কের ঘরে নেমে এসেছে। এদিন সেখানে মাত্র ৮ জনের সংক্রমণ ধরা পড়েছে। চীনের অন্যত্র সংক্রমিত হয়েছেন সাতজন! সব মিলিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৮০ হাজার ৯৮০ জন। চীনে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৬২ হাজার ৭৯৩ জন, যা মোট সংক্রমণের ৮৩ শতাংশ । বুধবার আরও ১১ জনের মৃত্যু হওয়ায় চীনের মূল ভূখণ্ডে মৃতের সংখ্যা দাড়িয়েছে ৩ হাজার ১৬৯ জনে। হংকংয়ে নিয়ন্ত্রণে রয়েছে করোনাভাইরাসের প্রাদুর্ভব।


চীন পরিস্থিতি সামলে ওঠার পর এখন সংক্রমণ বাড়ছে ইউরোপ-আমেরিকায়। চীনের পর আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ইউরোপের ইতালিতে। দেশটিতে ১২ হাজার ৪৬২ জন আক্রান্ত এবং মৃত্যু হয়েছে সহস্রাধিক মানুষের । পরিস্থিতি যে আরও ভয়াবহ রূপ নিয়েছে. তা এই সংখ্যা থেকে পরিষ্কার। দেশটিতে পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়েছে। চারদিকে সুনসান নীরবতা বিরাজ করছে। গতকাল থেকে নির্দিষ্ট কিছু সুপারশপ ছাড়া সব ধরনের মার্কেট বন্ধ রাখা হয়েছে এ ছাড়া ইরানে আক্রান্ত ১০,০৭৫ ও মৃত্যুর সংখ্যা ৪২৯, দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত সাত হাজার ৮৬৯ ও মৃত্যু ৬৬. স্পেনে আক্রান্ত দুই হাজার ২৭৭ ও মৃত্যু ৫৫. ফ্রালসে আক্রান্ত দুই হাজার ২৮৪ ও মৃত্যু হয়েছে 8৮ জনের জাপানে আক্রান্ত হয়েছেন ৬৩৯ এবং মারা গেছেন ১৭ জন, ইরাকে আক্রান্ত ৭১ এবং মৃত্যু ৮। এ ছাড়া অষ্ট্রিয়া, বুলগেরিয়া, মিসর, ভারত, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, মরক্কো, পানামা, পোলো , তাইওয়ান. থাইল্যান্ড সহ আরও কয়েকটি দেশ ও অঞ্চলে একজন করে প্রাণঘাতী এ ভাইরাসে মারা গেছেন।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় সব দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়। টুইটারে জানানো হয়, কূটনৈতিক কর্মকর্তা, জাতিসংঘ বা আন্তর্জাতিক সংস্থায় কর্মরত ব্যক্তিদের ভিসা বাদে ভারতের অন্য সব ধরনের ভিসা ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছে । আজ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। ১৫ ফেব্রুয়ারির পর থেকে চীন, ইতালি, কোরিয়া, ফ্রান্স, স্পেন ও জার্মানি থেকে ভ্রমণ করা ভারতীয় নাগরিকদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হবে। এদিকে কানাডার প্রধানমন্ত্রী জাষ্টিন ট্রুডো ও স্ত্রী সোফি গ্রেগরি স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে আছেন, করোনা আক্রান্ত সন্দেহে সোফি গ্রেগরির মেডিকেল চেকআপ করা হচ্ছে।







করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় যুক্তরাজ্য ছাড়া ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রে ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প এ ঘোষণা দিয়েছেন। বুধবার টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে তিনি ইউরোপ থেকে আগামী ৩০ দিনের জনা যুক্তরাষ্ট্রে ভ্রমণ স্থগিতের ঘোষণা দেন। স্থানীয় সময় শুক্রবার মধ্যরাত থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে । এই "কঠোর কিন্তু প্রয়োজনীয়" নিষেধাজ্ঞা যুক্তরাজ্যের জন্য কার্যকর হবে না বলে তিনি জানান, যদিও যুক্তরাজ্য ৪৬০ জনের এ ভাইরাস শনাক্ত করা হয়েছে।

তবে গতকাল যুক্তরাজ্য সরকার জানিয়েছে, তাদের দেশে ৫ থেকে ১০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হতে পারেন। একই দিন ঘোষণা দেওয়া হয়, আগামী সপ্তাহে লন্ডনে অনুষ্ঠেয় ব্রেক্সিট বৈঠক স্থগিত করা হলো । যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী কভিড-১৯ অর্থনীতির ওপর যে প্রভাব ফেলেছে তা মোকাবিলায় ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। গতকাল যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যাংক বাজার চাঙ্গা রাখতে দেড় ট্রিলিয়ন ডলার নগদ অর্থ ছাড়ার ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রে এরই মধ্যে এক হাজার ১৩৫ জন আক্রান্ত হয়েছেন । তাদের মধ্য ৩৮ জন মারা গেছেন। 

নভেল করোনাভাইরাস মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নেতাদের ব্যর্থ বলেছেন ডোনাল্ড ট্রাম্প । তিনি বলেছেন, "যুক্তরাষ্ট্রের মতো সতর্কতা অবলম্বন করতে ব্যর্থ হয়েছে ইইউ দেশগুলো" আমাদের দেশের সীমানার মধ্যে ভাইরাস আক্রান্ত ব্যাক্তি যেন প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করতে ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রের সব ধরনের ভ্রমণ নিষিদ্ধ করেছে ।








আমাদের এ লেখাটি যাদ আপনার ভালে লাগে, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এ লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। যদি আরো কিছু জানার থাকে তাহলে আমার এই পোস্টের নিচের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আমার সাধ্যমত আপনাদেরকে সঠিক তথ্যটি জানানোর চেষ্টা করব। আমাদের ফেসবুক পেজ এ লাইক বাটন ক্লিক করে পরবর্তী নিউজের সাথে আপডেট থাকবেন। বন্ধুদের সাথে পোস্টটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন আল্লাহ হাফেজ।
Image Source: www.google.com
Previous Post Next Post

نموذج الاتصال