২০১১ সালের Contagion মুভির সাথে করোনার বর্তমান পরিস্থিতির হুবহু মিল!

আল্লাহ আগে থেকেই মানুষকে হয়তো এই রোগের ধারনা দিয়েছিলো যা আমরা বুঝিনি। জানি না কথা টা কতটুকু সত্যি করোনা বর্তমান পরিস্থিতির সাথে হুবহু মিল থাকায় অতীতের এ বিষয়টি খুবই অদ্ভুত লাগলো...How This Possible..!? 

Contagion নামে একটি ইংলিশ মুভি দেখলাম। ২০১১ সালে মুক্তি পাওয়া মুভিটি দেখে তখন থেকেই কোমায় থাকার অবস্থায় আছি। কিছুতেই হিসেব মেলাতে পারছি না এটা কিভাবে সম্ভব। করোনা ভাইরাসের ঘটনা প্রবাহে সারা বিশ্বব্যাপী এ পর্যন্ত যা ঘটেছে তার প্রত্যেকটি বিষয় হুবহু এই মুভির বাস্তব চিত্রায়ন বলে মনে হয়েছে। মুভিতে সেই চীন থেকেই ভাইরাসের উৎপত্তি এবং বাদুড় থেকেই।
 
মুভিতে দেখানো সংক্রমিত হওয়ার লক্ষণ সমূহ বর্তমান করোনার সাথে হুবহু মিলে যায়। কিভাবে সেটা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্যাবলী সম্পূর্ণ রুপে একই। সেই হোম কোয়ারান্টাইন, আইসোলেশন, মৃত্যু, ভ্যাকসিন তৈরির প্রক্রিয়া,ভ্যাকসিন নিয়ে চীন-আমেরিকা রেষারেষিসহ করোনা ভাইরাসের বর্তমান সকল বিষয় কোন ভাবেই মুভির সাথে আলাদা নয়। কিন্তু করোনা ভাইরাস প্রাদুর্ভাবের প্রায় ১০ বছর আগের মুক্তি পাওয়া একটি মুভির প্রত্যেকটি ঘটনাচক্র কিভাবে ১০ বছর পর বিশ্বের প্রত্যেকটি প্রান্তের বাস্তব ঘটনাচক্রের সাথে মিলে যেতে পারে এটা মাথায় ধরছে না। 

১০ বছর পরের বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করা বাস্তব কোন ঘটনা ১০ বছর আগেই কোন মুভি রাইটারের লেখায় হুবহু আসা কোন ভাবেই সম্ভব হতে পারে না। তাই কাল থেকে আমার মাথায় বারবার একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে, করোনা ভাইরাস Contagion মুভি থেকে উদ্বুদ্ধ হয়ে কারো পরিকল্পিত গেম না তো?

তা নাহলে এটা কিভাবে সম্ভব হল? মুভিটি কেউ দেখে থাকলে তার কাছে প্রশ্ন রইলো। আর যারা দেখেননি তারা একবার দেখে আমার প্রশ্নের উত্তরটি দিবেন। মুভিটা না দেখে কেই comment করবেন না প্লিজ 100% গ্যরান্টি মুভিটা দেখার পর আমার মতো আপনাদের ও মাথা ঘুরে যাবে..!! Collected.

আমার মতামত: উপরের পোস্টা কেউ একজন দিয়েছিলো পোস্টা দেখে আমি ছবিটা দেখলাম। ছবিটা থেকে রীতিমতো আমি অবাক আসলে কিভাবে সম্ভব এটা। Contagion ছবিটার সাথে corona virous এর প্রায় ৯০% ই মিল আছে। যারা বাসায় বসে আছেন তাদেরকে বলবো সময় থাকলে ছবিটা দেখেন তখন নিজেরায় ভাববেন এটা কিভাবে সম্ভব।
Previous Post Next Post
banner
banner
banner

نموذج الاتصال