এই দেশ এই মানুষ
পাঠ্যবই থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১) আমরা বাংলাদেশে জন্মেছি-এটি আমাদের -ক যোগ্যতা খ দুর্ভাগ্য গ সৌভাগ্য ঘ কষ্ট
২) ‘ইস্টার সানডে’ উৎসবটি কোন ধর্মের অনুসারীরা পালন করে থাকে?
ক হিন্দু খ জৈন গ বৌদ্ধ ঘ খ্রিষ্টান
৩) বাংলাদেশে বসবাসকারী নানা জাতির মানুষের মধ্যে মূল মিল কোনটি?
ক সবাই বাংলাদেশের অধিবাসী খ সবাই বাংলায় কথা বলে
গ সবাই একই উৎসব উদ্যাপন করে ঘ সবাই একই পোশাক পরিধান করে
৪) বাংলাদেশে মূলত কয়টি ধর্মের লোকের বাস?
ক ৩টি খ ৪টি গ ৫টি ঘ ৬টি
৫) দুর্গাপূজা কাদের ধর্মীয় উৎসব?
ক মুসলমানদের খ হিন্দুদের গ বৌদ্ধদের ঘ খ্রিষ্টানদের
৬) জনজীবন বৈচিত্র্যময় হওয়ায় আমাদের কোনটি হয়েছে?
ক দুর্নাম খ সমস্যা গ গৌরব ঘ উপকার
৭) নিজস্ব ভাষা আছে কাদের?
ক কুমোরদের খ হিন্দুদের গ সাঁওতালদের ঘ কৃষকদের
৮) বাংলাদেশে নানা জাতির মানুষ কীভাবে বসবাস করে?
ক মিলেমিশে বন্ধুর মতো খ কাছাকাছি ভাইয়ের মতো
গ আলাদা আলাদা নিজের মতো ঘ দূরত্ব বজায় রেখে
৯) নানা পেশার মানুষ কী দিয়ে এদেশকে গড়ে তুলছে?
ক ভাষা দিয়ে খ আনন্দ-উৎসব দিয়ে গ ধর্মীয় বিশ্বাস দিয়ে ঘ কাজ দিয়ে
১০) এদেশের প্রায় সকল লোক কোন ভাষায় কথা বলে?
ক চাকমা খ বাংলা গ হিন্দি ঘ ইংরেজি
১১) বাঙালি কারা?
ক যারা বাংলা ভাষায় কথা বলে খ যারা বাংলাদেশে থাকে
গ যারা বাংলা ভাষা জানে না ঘ যারা বাংলাদেশে থাকে না
১২) বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তার লোকজন মূলত কোথায় বসবাস করে?
ক দেশের রাজধানীতে খ সমতল অঞ্চলের জেলাগুলোতে
গ পার্বত্য জেলাগুলোতে ঘ বিভিন্ন নদীর তীরে
১৩) সাঁওতালদের বসবাস কোন অঞ্চলে?
ক জামালপুর খ রাজশাহী গ চট্টগ্রাম ঘ সিলেট
১৪) কৃষক আমাদের জন্য কী করেন?
ক চিকিৎসা সেবা দেন খ খাদ্যের জোগান দেন গ হাঁড়ি-পাতিল বানান ঘ লেখাপড়া শেখান
১৫) ‘সাংরাই’ কাদের উৎসব?
ক চাকমাদের খ মুসলমানদের গ রাখাইনদের ঘ খ্রিষ্টানদের
১৬) ‘বিজু’ উৎসব কারা পালন করে?
ক রাখাইনরা খ চাকমারা গ তঞ্চঙ্গারা ঘ গারোরা
১৭) নববর্ষের দিন আমরা কোন উৎসব পালন করি?
ক ঈদ খ পয়লা বৈশাখ গ পূজা ঘ বড়দিন
১৮) ‘প্রান্তর’ শব্দের অর্থ কী?
(ক) জনবসতি (খ) লোকালয় (গ) মাঠ (ঘ) এলাকা
১৯) ‘বৈচিত্র্য’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
(ক) প্রান্তর (খ) বেলাভ‚মি (গ) বিভিন্নতা (ঘ) সমুদ্র
২০) ‘বাংলাদেশের জনজীবন বৈচিত্র্যময়’ বলতে বোঝানো হয়েছেÑ
(ক) বাংলাদেশে প্রকৃতি নানা রূপ ধারণ করে (খ) বাংলাদেশে নানা ধরনের মানুষের বাস
(গ) বাংলাদেশে অনেক ধর্মের লোক বসবাস করে (ঘ) বাংলাদেশের সব মানুষ একই রকমের
২১) অনুচ্ছেদে দেশকে কিসের সাথে তুলনা করা হয়েছে?
(ক) মায়ের সাথে (খ) বাবার সাথে (গ) বন্ধুর সাথে (ঘ) আত্মীয়ের সাথে
২২) নিজের দেশকে ঘুরে ঘুরে দেখলে কী হবে?
(ক) দেশের উন্নতি হবে (খ) দেশের প্রতি মমতা বাড়বে
(গ) নতুন দেশ চেনা হবে (ঘ) দেশের মানুষ অচেনা থাকবে
২৩) বাংলাদেশের মানুষ একজন আরেকজনকে সাহায্য করছে কীভাবে?
(ক) অর্থ দিয়ে (খ) কাজ দিয়ে (গ) পেশা বদলে (ঘ) উৎসব পালন করে
২৪) ‘শ্রদ্ধা’ শব্দের অর্থ কী?
(ক) ভক্তি (খ) জীবিকা (গ) আগ্রহ (ঘ) উৎসব
২৫) বাংলাদেশের মানুষ কীভাবে পেশাকে গড়ে তুলছে?
(ক) আলাদাভাবে ধর্মীয় উৎসব পালন করে (খ) কৃষকের ওপর নির্ভর করে
(গ) পরস্পর সহযোগিতা করে (ঘ) অফিস আদালতে চাকরি করে
২৬) আমাদের সবাইকে ভালোবাসতে হবে কেন?
(ক) দেশকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য (খ) কেউ কারও আপন নই বলে
(গ) পেশার বিচিত্রতার জন্য (ঘ) কৃষকের হাতকে শক্তিশালী করার জন্য
২৭) ‘পেশা’ শব্দের অর্থ কী?
(ক) জীবিকার উপায় (খ) বন্ধুভাবাপন্ন (গ) উৎসব (ঘ) বৈচিত্র্যপূর্ণ
Image source by google