পঞ্চম শ্রেণি, বাংলা ১ম পত্র,সংকল্প, পাঠ্যবইয়ের প্রশ্নের উত্তর, (পর্ব ১)


সংকল্প

কাজী নজরুল ইসলাম  


  নিচের প্রশ্নগুলোর উত্তর লেখ।
১)    কবি বদ্ধ ঘরে থাকতে চান না কেন?
    উত্তর : বিশ্বের সব অজানা রহস্যকে জানার অদম্য কৌত‚হল রয়েছে কবির। তাঁর ইচ্ছা গোটা জগৎটা ঘুরে দেখবেন। তাই কবি বদ্ধ ঘরে থাকতে চান না।
২)    যুগান্তরের ঘূর্ণিপাকে মানুষ ঘুরছে বলতে কী বোঝ লেখ।
    উত্তর : যুগান্তর অর্থ হলো এক যুগের পর আরেক যুগ। যুগান্তরের ঘূর্ণিপাকে মানুষ ঘুরছে বলতে বোঝায় মানুষ যুগের পর যুগ পার হয়ে নতুন দিনের পানে এগিয়ে চলছে।
৩)    চন্দ্রলোকের অচিনপুরে কারা যেতে চায়?
    উত্তর : দুঃসাহসীরা চন্দ্রলোকের অচিনপুরে যেতে চায়।
৪)    কিসের আশায় বীর মরণকে বরণ করছে?
    উত্তর : বীরেরা পৃথিবীর সব রহস্যকে জানতে চায়। মানুষের জীবনকে সুখী ও সুন্দর করতে চায়। সেই আশাতেই তারা নিজেদের জীবনকে অনায়াসে বিপন্ন করছে।
৫)    কবি হাতের মুঠোয় পুরে কী এবং কেন দেখতে চান?
    উত্তর : কবি হাতের মুঠোয় পুরে বিশ্বজগৎ দেখতে চান।
এই বিশ্বজগৎ অসীম রহস্যে ঘেরা। সমস্ত রহস্যকে জানার জন্য কবির কৌত‚হলের শেষ নেই। এ কারণেই তিনি বিশ্বজগৎকে হাতের মুঠোয় পুরে দেখতে চান।

৬)    হাউই চড়ে দুঃসাহসীরা কোথায় যেতে চায়?

উত্তর : হাউই চড়ে দুঃসাহসীরা চন্দ্রলোকের অচিন দেশে যেতে চায়।
৭))    কবি কোন ইঙ্গিত শুনতে চান?
উত্তর : কবি মঙ্গল থেকে কোনো অজানা ইঙ্গিত ভেসে আসে কি না তা শুনতে চান।
৮)    কিশোর কী জানতে চায়?
উত্তর : কিশোর অসীম মহাবিশ্ব সম্পর্কে জানতে আগ্রহী। সে জানতে চায় কেন মানুষ অসীমে আর অতলে ছুটে চলেছে, বীরেরা কেন হাসিমুখে মৃত্যুকে বরণ করছে। ডুবুরিরা কেন ডুবছে, দুঃসাহসীরা কেন উড়ছে। বিশ্বজগতের সব কিছুর রহস্য জানতে চায় কিশোর।
৯)    কবি বিশ্বজগৎ হাতের মুঠোয় পুরতে চান কেন?
উত্তর : কবির বাসনা বিশ্বজগৎকে খুব কাছ থেকে ভালোভাবে দেখার ও বোঝার। এ কারণেই তিনি বিশ্বজগৎকে হাতের মুঠোয় পুরতে চান।
১০)    মানুষ কিসের ঘূর্ণিপাকে ঘুরছে?
উত্তর : মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে ঘুরছে।
১১)    কবি আকাশ ফুঁড়ে উঠতে চান কেন?
উত্তর : কবি অসীম মহাকাশের সকল রহস্য অনুসন্ধান করতে চান। তাই তাঁর মনে আকাশ ফুঁড়ে ওঠার বাসনা জাগে।


Previous Post Next Post
banner
banner
banner

نموذج الاتصال