সংকল্প
কাজী নজরুল ইসলামপাঠ্যবই থেকে বহুনির্বাচনি প্রশ্ন
১) বীরেরা কী সাদরে গ্রহণ করেছে?
ক কোনোভাবে বেঁচে থাকাকে
খ আয়েশি জীবনকে
গ বদ্ধ ঘরে থাকাকে
ঘ মরণ-যন্ত্রণাকে
২) এক দেশ থেকে আরেক দেশকে এককথায় কী
বলা যায়?
ক যুগান্তর খ দেশান্তর
গ যুগ যুগ ঘ দেশভ্রমণ
৩) মৃত্যুর মতো কঠিন যন্ত্রণাকেও হাসি মুখে কারা সহ্য করতে পারে?
ক যারা ভীতু খ যেকোনো মানুষ
গ যারা বীর ঘ যারা কিশোর
৪) বিশ্বজগৎকে জানার কেমন কৌতূহল কিশোরের?
ক সামান্য খ অদম্য
গ সীমিত ঘ নেই বললেই চলে
৫) সংকল্প কবিতার মূলভাব কী?
ক কিশোরের পড়াশোনার আগ্রহ
খ কিশোরের হিমালয় জয়ের স্বপ্ন
গ কিশোরের বিশ্বকে জানার আগ্রহ
ঘ কিশোরের স্বর্গপানে যাওয়ার স্বপ্ন
৬) কিশোর কিসের সংকল্প করে?
ক বদ্ধ ঘরে থাকার
খ ভালো হয়ে চলার
গ মন দিয়ে পড়ার
ঘ পৃথিবীকে জানার
৭) কিশোর কোথায় থাকতে চায় না?
(ক) পাতাল তলে (খ) চাঁদের দেশে
(গ) জগৎ মাঝে (ঘ) বদ্ধ ঘরে
৮) ‘বদ্ধ’ শব্দের অর্থ হলোÑ
(ক) রাগ (খ) বন্ধ
(গ) দুশ্চিন্তা (ঘ) বায়ুর কুণ্ডলী
৯) কিশোর বিশ্বজগৎ কীভাবে দেখবে?
(ক) ঘুরে ঘুরে কাছ থেকে
(খ) দূর থেকে অল্প করে
(গ) বদ্ধ ঘরে বসে থেকে
(ঘ) হাউই চড়ে উড়াল দিয়ে
১০) ‘জগৎ’ শব্দের অর্থ কী
(ক) বায়ু (খ) মঙ্গল
(গ) পৃথিবী (ঘ) আকাশ
১১) কবিতাংশে প্রকাশিত হয়েছেÑ
(ক) মহাকাশের রহস্যের কথা
(খ) সাগরতলের প্রাণীদের কথা
(গ) কিশোর মনের কৌতূহলের কথা
(ঘ) ঘরের কোণে থাকার কথা
বিপরীত/সমার্থক শব্দ লিখন
নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লেখ।মূল শব্দ সমার্থক শব্দ
বদ্ধ - মুক্ত/খোলা
মরণ - জীবন
আপন - পর
আশা - নিরাশা
আকাশ - পাতাল
নিচের শব্দগুলোর অর্থ লেখ।
শব্দ অর্থ
বীর - সাহসী।
পাতাল - ভূগর্ভ।
ইঙ্গিত - ইশারা।
জগৎ - পৃথিবী।
আপন - নিজ।
নিচের শব্দগুলোর সমার্থক শব্দ লেখ।
মূল শব্দ সমার্থক শব্দ
বিশ্ব - জগৎ, পৃথিবী।
বীর - সাহসী, বলশালী।
অন্তরীক্ষ - গগন, আকাশ।
প্রতিজ্ঞা - সংকল্প, পণ।
ক) কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখ ঃ
কেমন করে ঘুরছে মানুষ
দেখব এবার জগৎটাকে,
থাকব নাকো বদ্ধ ঘরে
যুগান্তরের ঘূর্ণিপাকে।
ছুটছে তারা কেমন করে,
উত্তর :
(ক) থাকব নাকো বদ্ধ ঘরে
দেখব এবার জগৎটাকে,
কেমন করে ঘুরছে মানুষ
যুগান্তরের ঘূর্ণিপাকে।
দেশ হতে দেশ দেশান্তরে
ছুটছে তারা কেমন করে,
খ) কবিতার অংশটুকু কোন কবিতা থেকে নেওয়া হয়েছে তা লেখ।
উত্তর : কবিতার অংশটি ‘সংকল্প’ কবিতা থেকে নেওয়া হয়েছে।
গ) কবিতাটির কবির নাম কী?
উত্তর : কবিতাটির কবির নাম কাজী নজরুল ইসলাম।
ঘ) কবি বদ্ধ ঘরে থাকতে চান না কেন?
উত্তর : বিশ্বের সব অজানা রহস্যকে জানার অদম্য কৌতূহল রয়েছে কবির। তাঁর ইচ্ছা গোটা জগৎটা ঘুরে দেখবেন। তাই কবি বদ্ধ ঘরে থাকতে চান না