ষষ্ঠ শ্রেণি, বাংলা ১ম পত্র, কত কাল ধরে, এক কথায় উত্তর

  কত কাল ধরে

আনিসুজ্জামান
১। কতকাল ধরে গল্পের লেখক কে?   
 উ : আনিসুজ্জামান
২। বাংলাদেশের ইতিহাস কত বছরের ইতিহাস?    
 উ : প্রায় ২৫০০
৩। কিসের খেলায় অনেক পুরনো কথা ঢাকা পড়েছে?   
উ : আলোÑআধাঁরের খেলায়
৪। কত বছর আগে রাজা এলেন এদেশে?    
 উ : ২৩০০-২৪০০ বছর
৫। কারো গর্দান যেত, কেউ বড় লোক হয়ে যেত কিসের বদৌলেত?    
 উ : কারো খুশির বদৌলতে
৬। তখন ইতিহাসে বড় বড়ÑÑÑ কাদের নাম লেখা হয়ে গেল?    
উ : রাজাদের
৭। কত বছর আগে সব পুরুষই ধুতি পড়ত?    
উ : হাজার বছর আগে
৮। হাজার বছর আগে সব মেয়েরাই কি পরত?    
উ : শাড়ী
৯। ছেলেরা ধুতির সাথে চাদর আর মেয়েরা শাড়ির সাথে ওড়না ব্যবহার করত কারা?
 উ : যাদের সচ্ছল অবস্থা ছিল
১০। মখমলের কাপড় পড়ত কারা?    
উ : মেয়েরা
১১। তখন জুতো ব্যবহার করত কারা?   
উ : শুধু বোদ্ধাক পাহারাদাররা
১২। সাধারণ মানুষ কী পরত?    
উ : কাঠের খড়ম
১৩। সাজসজ্জার দিকে ঝোঁকে ছিল কাদের?   
উ : প্রাচীন বাঙালির
১৪। বাবরি রাখত কারা?   
উ : খেলারা
১৫। মেয়েরা কেমন করে চুলের খোঁপা বাধত?  
উ : নিচু করে
১৬। মেয়েরা পায়ে কী দিত?    
উ : আলতা
১৭। ছেলেরা সে যুগে কী ব্যবহার করত?    
উ : অলংকার
১৮। সোনার অলংকার পড়তে পারত কারা?    
উ : বড়লোকেরা
১৯। বড়লোকের ছেলেরা বাড়িতে কী পরত?   
উ : ÑÑÑÑÑ?
২০। মেয়েরা কানে কী দিত?   
 উ ঃ সোনার তরঙ্গ
২১। সাধারণ পরিবারের মেয়েরা হাতে কী পরত?    
উ : শাখা
২২। মঙ্গলিদের বহুকালের প্রিয় খাবার কী?    
উ : ভাত
২৩। কোন চালের ভাতের কদর বেশি ছিল?    
উ : সরুসাদা চালের গরমভাত
২৪। সেকালের বাঙ্গালীরা কোন কোন তরিতরকারি বেশি খেত?    
উ : লাউ, বেগুন ইত্যাদি
২৫। বাঙ্গালির বিশেষ করে কোন মাছ বেশি প্রিয় ছিল?   
উ : ইলিশমাছ
২৬। বিয়েবাড়ি ও সাধারণ উৎসবে কিসের মাংস দেখা যেত?.
উ : হরিণের
২৭। সাধারণ লোকেরা কীসে রান্না করত?  
উ : ঘটির পাত্রে
২৮। সে কালের পুরুষরা কী প্রিয় ছিল?   
উ : শিকারপ্রিয়
২৯। মেয়েরা কী  করতে ভালবাসত?   
উ : সাঁতারদিতে ও বাগান করতে
৩০। মেয়েরা কী খেলা করত?    
উ : কড়ি খেলা
৩১। ছেলেরা কী খেলা করত?    
উ : দাবা আর পাশা
৩২। বড়লোকেরা কীসের খেলা দেখত?
উ : ঘোড়া আর হাতির
৩৩। যাতায়াতের প্রধান উপায় কী ছিল?   
উ : নৌাকা
৩৪। হাতির পিঠে ও ঘোড়া-গাড়িতে চড়ত কারা? 
উ : অবস্থাস্থাপন্ন লোকেরা
৩৫। মেয়েরা কী করত?
উ : ডুলিতে
৩৬। রাজবাড়িতে কী দাঁতের পালকী ছিল?    
উ : হাতির
৩৭। বড় লোকেরা কীসের বাড়ি তৈরি করত?  
উ : ইট-কাঠের
৩৮। রাজাদের দল এখন কী?
উ : নেই
৩৯। সামন্ত শব্দের অর্থ কী?    
উ : রাজা-বাদশার অধীন ছোট রাজা
৪০। লোক-লস্কর শব্দের অর্থ কী?  
উ : সেনাবাহিনী ও এদের সঙ্গের লোকজন
৪১। তাগা শব্দের অর্থ কী?    
উ : মাদুলি
৪২। তিলপল্লব শব্দের অর্থ কী?    
উ : তিলের নতুন পাতা
৪৩। নিরানন্দ শব্দের অর্থ কী?    
উ : আনন্দহীন
৪৪। শীর্ণ শব্দের অর্থ কী?   
উ : কৃশ
৪৫। আনিসুজ্জামানের জন্মতারিখ কত?   
উ : ১৮ই ফেব্রুয়ারি, ১৯৩৭ সাল
৪৬। তিনি কোথায় জন্মগ্রহণ করেন?  
উ : কলকাতায়
৪৭। মুসলিম মানস বাংলা সাহিত্য কার লেখা?    
উ : আনিসুজ্জামানের
৪৮। ‘মুনীর চৌধুরী’ কার লেখা?   
উ : আনিসুজ্জামানের
৪৯। মুনীর চৌধুরী কত সালে জন্মগ্রহণ করে? 
উ : ১৯৩৭

Previous Post Next Post

نموذج الاتصال