ষষ্ঠ শ্রেণি, বাংলা ১ম পত্র, লাল গরুটা, এক কথায় উত্তর


 

লাল গরুটা

সত্যেন সেন

১। লাল গরুটা গল্পটি কে লিখেছেন?
 উ : সত্যেন সেন।
২। লাল গরুটার অবস্থা কেমন?  
 উ : বুড়ো হয়ে গেছে।
৩। বাড়ির কর্তা কে?
  উ : নিধিরাম।
৪। গরিব মানুষ কারা?  
 উ : নিধিরামের পরিবার।
৫। গরুটি কার আদরের ছিল?
 উ : শাশুড়ির।
৬। গরুটি কেমন ছিল?
 উ : শান্ত স্বভাবের।
৭। গরুটি বেচতে মানা করল কেন?
 উ : নিধিরামের স্ত্রী।
৮। গরুটার অবস্থা কি হয়েছিল?
  উ : রোগা।
৯। নিধিরামের মতামত কেমন?  
 উ : বাড়ির সাবর বিপরীদ।
১০। নিধিরামের গোঁ কেমন?
  উ : বিষম গোঁ।
১১। বাধা পেলে নিধিরামের জিদটা কেমন হয়?  
 উ : বেড়ে যায়।
১২। নিধিরামের ছেলের নাম কী?  
 উ : বিশু।
১৩। বিশুর বয়স কত?
 উ : পাঁচ বছর।
১৪। বিশু কেমন করে উঠলো?
 উ : গর্জন করে।
১৫। কাউকে গরু বিক্রি করতে দেবে না?  
 উ : বিশু।
১৬। লার গরুটা কে কত টাকা দিয়ে বিক্রয় করল?  
 উ :  কুড়ি টাকায়।
১৭। কয় ক্রোশ দূরে সোনাকান্দা গ্রাম?
 উ :দু ক্রোশ।
১৮। লাল গরুটার মন কেমন ছিল?
 উ : সাদা সরল।
১৯। কোন গ্রামের লোক গরুটা কিনলো?
 উ : সোনাকান্দা।
২০। লাল গরুটা কী ভাবতে পারি নি?  
 উ : বেচে দেবে।
২১। লাল গরুটা বাড়ি গুলোকে কী করত?  
  উ : খুব ভালবাসতো।
২২। লাল গরুটা পেলে পেছন চলে  গেল কেন?
 উ : ঘাস খাওয়ার জন্য।
২৩। কখন লাল গরুটা নিয়ে চলে গিয়ে ছিল?  
 উ : যখন সবাই বাড়ি পাশে গিয়েছিল।
২৪। কখন বিশুর খুব কান্না করল?  
 উ : যখন দেখল লাল গরুটা আর নেই।
২৫। কবে বাড়ির কারুই ভালো মাওয়া হলো না?  
 উ : লাল গরুটা বিক্রয়ের দাম।
২৬। কতদিন পর লাল গরুটা বাড়িতে চলে গেল?  
 উ : সাত-আট-দিন।
২৭। কখন ফিরে এল?  
 উ : বিকালে।
২৮। লাল গরুটা ছুটতে ছুটতে কার কাঁধে মুখ দিল?  
 উ : নিধিরাম।
২৯। বাড়িতে হৈ হৈ পড়ে গেল কেন?  
 উ : গরুটাকে নিয়ে।
৩০। গরুর গলা জড়িয়ে ধরলো কে?  
 উ :  বিশু।
৩১। সোনাকান্দা গ্রাম থেকে কয় এসেছিল?
 উ : তিনজন।
৩২। নিধিরাম কখন বাড়ি ফিরল?
 উ : সন্ধ্যায়।
৩৩। কার সাথে নিয়ে বাড়ি ফিরল?  
 উ : লাল গরুটা নিয়ে।
৩৪। কত টাকা গচ্চা দিয়ে গরু ফিরিয়ে আনল?
 উ :  দশ।
৩৫। নিধিরামের মুখের চেহারা কেমন হল?
 উ : খুশিতে ভরা।
৩৬। অকক্ষা শব্দের অর্থ কী?  
 উ : কোন কাজের নয়।
৩৭। গোঁ শব্দের অর্থ কী?  
 উ : এক গুঁয়েমি।
৩৮। বিক্কির শব্দের অর্থ কী?
 উ : বিক্রয়।
৩৯। দিব্যি শব্দের অর্থ ী?  
 উ : ভালোভাবে।
৪০। ডাগর শব্দের অর্থ কী?
 উ : বড়।
৪১। বাংলাদেশের কৃষিভিত্তিক সমাজে গৃহপালিত প্রাণী সম্পর্ক কেমন?
 উ : সন্তানের মত।
৪২। প্রাচীন কাল থেকে সহায়ক শক্তি হিসাবে আমরা ব্যবহার করি কাদের?
 উ : গরু ও মহিষ।
৪৩। সত্যেন সেন কবে জন্মগ্রহণ করে?
 উ : ১৯০৭ সালে।
৪৪। সত্যেন সেন কোন জেলায় জন্মগ্রহণ করেন?
 উ : ঢাকা জেলায়।
৪৫। সত্যেন সেনের গ্রামের নাম কী?  
 উ : সোনাং।
৪৬। সত্যেন সেনের ভগ্নের নাম কী?
 উ : অমর্ত্য সেন।
৪৭। সত্যেন সেন উপন্যাস লিখেছেন কয়টি?
 উ : পনেরটি।
৪৮। “আমাদের এই পৃথিবী” ও পাতাবাহার কার লেখা?
 উ : সত্যেন সেনের।
৪৯। তিনি একাডেমী ও আদম জী পুরুষ্কার কত সালে পান?
 উ : ১৯৭০ সালে।
৫০। মরণোত্তর একুশে পদক লাভ করেন?
 উ : ১৯৮৬ সালে।
৫১।  তিনি মৃত্যুবরণ করেন কত সালে?
 উ : ১৯৮১ সালে, ৫ই জানুয়ারি।
Previous Post Next Post

نموذج الاتصال