ষষ্ঠ শ্রেণি, বাংলা ১ম পত্র, কতদিকে কত কারিগর, এক কথায় উত্তর

  কতদিকে কত কারিগর

সৈয়দ শামসুল হক

১। কতদিকে কত কারিগর গল্পের লেখক কে?
 উ : সৈয়দ শামসুল হক
২। কুমোররা সারাদিন কোথায় সারাদিন মাটির কাজ করে?
উ : নদীর ওপারে
৩। বেশি কৌতূহল নিয়ে কিসের কাজ দেখছিল?
উ : পাটার কাজ
৪। কাদার তার টিপে টিপে কী তৈরি করছে?
 উ :পাটা
৫। কীসেফুটে উঠেছে একশা?
 উ :কাদার তালে
৬। কি দিয়ে সংশোধন করে পাটাগুলো ভাঁটিতে পোড়াবার জন্য তৈরি করা হচ্ছে?
উ :বাঁশের কলম দিয়ে
৭। যারা কাজ করছিল তাদের মধ্যে কিশোর ছিল কয় জন?
উ : বেশ কয়েকজন
৮। যারা কাজ করছিল তাদের মধ্যে যুবক ছিল কয় জন?
উ : দুজন
৯। আর সেই কাজের তদারক করছিল কে?
উ : বৃদ্ধ পালমশাই
১০। বৃদ্ধ কিভাবে কারিগরের হাতের দিকে তাকিয়ে আছে?
উ : শ্যেনচোখে
১১। নজর না রাখলেই কাম সারা?
 উ : পালমশাই
১২। চান্দ সওদাগরের মুকুটা যে ছাঁচে ওঠে নাই ব্যাটার খ্যাল নাই, কথাটি কে বললেন?
উ : বৃদ্ধ
১৩। বৃদ্ধ ছোকরার হাত থেকে বাঁশের চিকন কলমটা খপ করে টেনে নিয়ে কী করলেন?
 উ : মুকুটের উপর নকশা এঁকে
১৪। ভাঁটি শব্দের অর্থ কী?
 উ : মুূৎপাত্র পোড়ানোর চুল্লি
১৫। গোরুর গাড়ির চাকা ঠেলে তোলার চিত্র এটি করে আঁকা?
 উ : জয়নুলের
১৬। একটু ইতস্তত করে বললেন, ধরেন আমাগো ইতস্ত করে , কে বলেন?
উ : পালমশাই
১৭। পালমশায়, এটা জয়নুল আবেদনীর আঁকা কথাটি কে বললেন?
উ : লেখক
১৮। আার্টিস্ট শব্দের অর্থ  কী?
 উ : শিল্পী
১৯। পালমশাই কেমন চোখে লেখকের দিকে তাকালেন?
উ : স্নিগ্ধ চোখে
২০। সবার উপরে বঙ্গবন্ধুর কয়টা ছবি ছিল?
 উ : ২টা
২১। সৈয়দ শামসুল হক কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
উ : ১৯৩৫ খি.
২২। তিনি কোথায় জন্মগ্রহণ করেন?
 উ : কুড়িগ্রাম শহরে
২৩। তিনি কোন স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন?
উ : ঢাকা কলেজিয়েট স্কুল
২৪। কোন কলেজ থেকে ইটারমেডিয়েট পাস করেন?
 উ : জন্মগ্রহণ কলেজ
২৫। একসময় তিনি কোন পেশাকে বেছে নিয়েছিলেন?
উ : সাংবাদিকতা
২৬। পরে তিনি কোন সাধনায় নিজেকে পুরোপুরি আতœনিয়োগ করেন?
উ : সাহিত্য সাধনায়
২৭। বাংলা ভাষা ও সাহিত্য অবদান রাখার জন্য কী পুরস্কার পান?
উ : বাংলা একাডেমী ও সাহিত্য
Previous Post Next Post

نموذج الاتصال