পঞ্চম শ্রেণি, গণিত, অধ্যায় ¬ ১২

(অধ্যায় ¬ ১২)

১।   
১.    আন্তর্জাতিক বা ইংরেজি কতে কখন থেকে দিন ও তারিখ শুরু হয়?
২.    ‘রেজা সকাল ৭ : ০০ ঘুম থেকে উঠে এবং রাত ১০ : ৩০ এ ঘুমাতে যায়। বর্ণিত সময় কাল ২৪ ঘণ্টা সময়সূচিতে রূপান্তর করে বাক্যটি খাতায় লিখ।
৩.    ২৪ ঘণ্টা সময়সূচিতে ঘণ্টা ও মিনিটকে কত অঙ্কে প্রকাশ করতে হয়?
৪.    এক শতাব্দী কাকে বলে?
৫.    ধারাবাহিকভাবে ১০০ বছর সময়কালকে কী বলে?
৬.    ৩ বছর ৫ মাস ১৫ দিনকে মিনিটে পরিণত কর।
৭.    ২৫৮৫০ মিনিটকে বছর, মাস , দিন ইত্যাদিতে প্রকাশ কর।
৮.    ৫ বছর ৪ দিনকে মিনিটে পরিণত কর।
৯.    ৩ বছর ২ মাস ১২ দিনকে ঘণ্টায় পরিণত কর।
১০.    ৪ বছর ৩ মাস ১০ দিনকে ঘণ্টায় পরিণত কর।
১১.    বিআরটিসি  বাস দুপুর ১টা ৪০ মিনিটে ঢাকা ছেড়ে বিকাল ৪টা ১ মিনিটে কুমিল্লা পৌছে। আন্তর্জাতিক রীতিতে বাসটি কয়টায় ঢাকা ছাড়ে এবং কয়টায় কুমিল্লা পৌছে?
১২.    একটি ট্রেন কোনো শহর ১১ : ৫০ এ ত্যাগ করে ১৫ : ২৫ এ গন্তব্যে পৌছায়। ট্রেনটি কত ঘণ্টা এবং কত মিনিট ভ্রমণ করল?
১৩.    ১২ বছর ৫ মাসকে দিনে রূপান্তর কর।
১৪.    ১০০০ ঘণ্টাকে মাস, দিন এবং ঘণ্টয় প্রকাশ কর।
১৫.    ১০০০০ সেকেন্ডকে ঘণ্টা, মিনিট এবং সেকেন্ডে প্রকাশ কর।
১৬.    অধিবর্ষ গণনা কখন শুরু হয়?
১৭.    ১ যুগ সমান কত বছর?
১৮.    সূর্যোদয় থেকে সূর্যান্ত সময়কে দিন বলা হয় কী মতে?
১৯.    সূর্যোদয় থেকে দিন ও তারিখ শুরু হয় কোন মতে?
২০.    রাত ১২ টার পর থেকে দিন ও তারিখ শুরু হয় কোন মতে?
২১.    কোন রীতিতে সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা, রাত ইত্যাদি বলা হয় না?
২২.    কত সাল থেঞকে কত সাল পর্যন্ত বিংশ শতাব্দী?
২৩.    সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর প্রকৃতপক্ষে কত সময় লাগে?
২৪.    আন্তর্জাতিক বা ইংরেজি মতে কখন থেকে দিন ও তারিখ শুরু হয়?
২৫.    ২০১২ সাল কী অধিবর্ষ?
২৬.    কোনো সংখ্যার শেষ দুই অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য হয়?
২৭.    কোনো বছরের মেষ দুইটি অঙ্ক ০০ এবং প্রথম দুইটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য না হলে, বছরটি কী হবে?
২৮.    কোনো বছরের শেষ দুইটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য হলে বছরটি কী হবে?
২৯.    ২০১১ সালের ১লা জানুয়ারি শনিবার হলে ৩১ ডিসেম্বর কি বার ছিল?
৩০.    মাসের নাম উল্লেখ না থাকলে যেকোনো মাস কত দিনে ধরা হয়?
২।    রুমা পতিদিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে পড়তে বসে।
    (ক)    ২৪ ঘণ্টা সময়সূচিতে থখন কয়টা?
    (খ)    ৩ বছর ৫ মাস ৩ দিনকে ঘণ্টায় প্রকাশ কর।
    (গ)    ৭ ঘণ্টা ৩০ মিনিটে কত সেকেন্ডে?
    (ঘ)    রুমা যদি রাত ১১টা ১০ মিনিটে পড়া শেষে করে তবে বে কতক্ষণ পড়ল?
৩।    একটি ট্রেন কমলাপুর রেরস্টেশন থেকে ১০ টায় যাত্রা করে ১৬টা ২০ মিনিটে চট্টগ্রামে পৌছালো।
(ক)    ট্রেনটির চট্টগ্রাম পৌছাতে কত সময় লাগল?
    (খ)    ট্রেনটির চট্টগ্রাম পৌছাতে যে সময় লাগে তা মিনিটে প্রকাশ কর।
    (গ)    ট্রেনটির চট্টগ্রাম পৌছার ২ ঘণ্টা ৪০ মিনিট পরের সময়কে ১২ ঘণ্টা সময়সূচিতে প্রকাশ কর।
    (ঘ)    দূরত্ব ৩ দুণ হলে ট্রেনটির চট্টগ্রাম পৌছাতে কত মিনিট সময় লাগবে?
৪।    হানিফ পরিবহনের একটি বাস সকাল ৯ : ১০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে ১৪ টা ২০ মিনিটে পাবনা পৌছায়।
    (ক)    ঢাকা ছাড়ার সময়টিকে আন্তর্জাতিক পদ্ধতিতে লিখ।
    (খ)    পাবনা পৌছানোর সময়কে ১২ ঘণ্টা সময়সূচিতে লিখ।
    (গ)    বাসটি পাবনা পৌছাতে কত সময় লেগেছিল?
    (ঘ)    বাসটি ছাড়ার সময় আরও ১ ঘণ্টা ১০ মিনিট বিলম্ব হলে, কখন পাবলা পৌছাতো?
Previous Post Next Post
banner
banner
banner

نموذج الاتصال