পঞ্চম শ্রেণি, গণিত অধ্যায়: ৬ (ক)





অধ্যায়: ৬ (ক)

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর:

০১।    প্রকৃত ভগ্নাংশ কাকে বলে?
উত্তর:    যেসব ভগ্নাংশের লব হর অপেক্ষা ছোট, সেগুলো প্রকৃত ভগ্নাংশ।
০২।    কোন অঙ্ক থেকে প্রকৃত ভগ্নাংশের মান সব সময় ছোট হয়?
উত্তর:    ১ থেকে প্রকৃত ভগ্নাংশের মান সব সময় ছোট হয়।
০৩।    প্রকৃত ভগ্নাংশের একটি উদাহরণ দাও।
উত্তর:    ৫৭  একটি প্রকৃত ভগ্নাংশ।
০৪।    অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে?
উত্তর:    যে ভগ্নাংশের লব হর অপেক্ষা বড়, সেগুলোকে অপ্রকৃত ভগ্নাংশ বলে।
০৫।    অপ্রকৃত ভগ্নাংশের উদাহরণ দাও।
উত্তর:    ৩২ , ১২৭ , ১৮৫  ইত্যাদি।
০৬।    মিশ্র ভগ্নাংশ কাকে বলে?
উত্তর:    যে ভগ্নাংশে পূর্ণসংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে, সেগুলোকে মিশ্র ভগ্নাংশ বলা হয়।
০৭।    মিশ্র ভগ্নাংশের পূর্ণ অংশকে কী পড়া হয়?
উত্তর:    মিশ্র ভগ্নাংশের পূর্ণ অংশকে ‘সমস্ত’ পড়া হয়।
০৮।    মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশের পরিণত করার সূত্রটি লেখ।
উত্তর:    পূর্ণঅংশ   হর + লবহর  = অপ্রকৃত ভগ্নাংশ।
০৯।    ৩১৫  কে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করলে কত হবে?
উত্তর:    ১৬৫ ।
১০।    ৭৩  কে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করলে কত হবে?
উত্তর:    ২১৩
১১। যোগফল অপ্রকৃত ভগ্নাংশ হলে কী করতে হবে?
উত্তর:    যোগফর অপ্রকৃত ভগ্নাংশ হলে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হবে।
১২।    মিশ্র ভগ্নাংশের যোগফল কীভাবে নির্ণয় করতে হয়?
উত্তর:    মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে যোগফল নির্ণয় করা হয়।
১৩।    যোগ বা বিয়োগ করার পূর্বে ভগ্নাংশকে কোন আকারে প্রকাশ করতে হয়?
উত্তর:    যোগ বা বিয়োগ করার পূর্বে ভগ্নাংশকে সমহরবিশিস্ট ভগ্নাংশে রূপান্তর করতে হয়।
১৪।    যোগ বা বিয়োগফলকে কোন আকারে প্রকাশ করতে হয়?
উত্তর:    যোগ বা বিয়োগফলকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হয়।
১৫।    মিশ্র ভগ্নাংশের বিয়োগের ক্ষেত্রে কী করতে হবে?
উত্তর:    মিশ্র ভগ্নাংশকে প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে বিয়োগফল নির্ণয় করতে হবে।
১৬।    আব্দুল জলিলের তিনটি গাভী ৫১১৫  লি., ১৩৫  লি. ও ২২৩  লিটার দুধ দেয়। প্রথম গাভীটি অপর দুইটি গাভী অপেক্ষা কত লিটার দুধ বেশি দেয়?
উত্তর:    ৫ ১/১৫-(১ ৩/৫+২ ২/৩)=৪/৫ লিটার দুধ বেশি দেয়।
১৭।    একজন কৃষক তার ৩১৪  বিঘা জমির ২৫৬  বিঘায় ধান করলে পতিত জমি কত বিঘা থাকে?
উত্তর:    ৫১২  বিঘা জমি পতিত থাকে।
১৮।    ৫২  থেকে ১৩  ও ৫৬  এর যোগফল কত কম?
উত্তর:    ১১৩  কম।
১৯।    ৮/১৫ থেকে ২১/৩ কত বেশি?
উত্তর:    ১৪/৫ বেশি।
২০।    ৮/১১ এর সাথে কত যোগ করলে যোগফল ২০/১১ হবে?
উত্তর:    ২০/১১-৮/১১ = ১২/১১ = ১১/১১ যোগ করলে ২০/১১ হবে।
২১।    তিনটি প্রকৃত ভগ্নাংশের উদাহরণ দাও।
উত্তর:    ১/৩,১/২,২/৫।
২২।    ১১/২১ কোন প্রকারের ভগ্নাংশ?
উত্তর:    প্রকৃত ভগ্নাংশ।
২৩।    ১১/৭,২/৩ ও ৩১/২ এর মধ্যে কোনটি প্রকৃত ভগ্নাংশ?
উত্তর:    ২/৩ একটি প্রকৃত ভগ্নাংশ।
২৪।    তিনটি অপ্রকৃত ভগ্নাংশের উদাহরণ দাও।
উত্তর:    ৭/৫,৪/৩ ও ৮/৭।
২৫।    নিচে তিন জোড়া অঙ্ক দেওয়া আছে। এদের ব্যবহার করে তিনটি অপ্রকৃত ভগ্নাংশ তৈরি কর।
    (ক)    (৫, ৭) (খ)  (৮, ৫) (গ) (৩, ৫)
উত্তর:    (ক) ৭/৫ (খ) ৮/৫ (গ) ৫/৩
২৬।    ৩/৫,৭/৯ ও ১২/১১ এর মধ্যে কোনটি অপ্রকৃত ভগ্নাংশ?
উত্তর:    ১২/১১ একটি অপ্রকৃত ভগ্নাংশ।
২৭।    তিনটি মিশ্র ভগ্নাংশের উদাহরণ দাও।
উত্তর:    ১১/৩, ২২/৫ ও ৩১/৪

২৮।    ৫২/৩ কে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করলে কত হবে?
উত্তর:    ১৭/৩
২৯।    ১৯/৩ = ১/৩; ফাঁকা ঘরে কত হবে?
উত্তর:    ৬
৩০।    ৮১/৩ =  ৩  ; ফাঁকা ঘরে কত বসবে?
উত্তর:    ২৫
৩১।    ১/৫+২/৫ = কত?
উত্তর:    ৩/৫
৩২।    দুইটি ভগ্নাংশের যোগফল ২৯/৭। এর মিশ্র রূপটি লেখ।
উত্তর:    ৪১/৭
৩৩।    ১১/২+২১/৪ এর সরলীকরণের প্রথম ধাপটি লেখ।
উত্তর:    ৩/২+৯/৪।
৩৪।    দুইটি ভগ্নাংশের যোগফল ২১/৬। এর মিশ্র রূপটি লেখ।
উত্তর:    ৩১/২
৩৫।    ১/৫+১/৭ এর ক্ষেত্রে যোগফলের হর কত হবে?
উত্তর:    ৩৫
৩৬।    ৪/৭-২/৭ = কত?
উত্তর:    ২/৭
৩৭।    ৫/৯ থেকে ৪/১১ এর বিয়োগফলের হর কত হবে?
উত্তর:    ৯৯।
৩৮।    ১ Ñ ১/৩ = কত?
উত্তর:    ২/৩
৩৯।    ১১/৭-১/৭=; ফাঁকা ঘরে কত হবে?
উত্তর:    ১।
Previous Post Next Post

نموذج الاتصال