পঞ্চম শ্রেণি,বাংলাদেশ ও বিশ্বপরিচয়, চতুর্দশ অধ্যায়, জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ, প্রশ্নোত্তর

চতুর্দশ অধ্যায়  

  প্রশ্নোত্তর 

   জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ


অতিরিক্ত সংক্ষিপ্ত প্রশ্নোত্তর:

০১।    ১৮০০ সালের শুরুর দিকে বিশ্বের জনসংখ্যা কত ছিল?
উত্তর:    ১৮০০ সালের শুরুর দিকে বিশ্বের জনসংখ্যা ছিল প্রায় ১০০ কোটি।
০২।    বর্তমানে পৃথিবীর লোকসংখ্যা কত?
উত্তর:    বর্তমানে পৃথিবীর লোকসংখ্যা প্রায় ৭০০ কোটি।
০৩।    জনসংখ্যার ঘনত্ব কী?
উত্তর:    জনসংখ্যার ঘনত্ব হলো প্রতি একক জায়গায় বসবাসরত মোট লোকসংখ্যা।
০৪।    জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সূত্র লেখ।
উত্তর:    নসংখ্যার ঘনত্ব = মোট জনসংখ্যা  ক্ষেত্রফল।
০৫।    পৃথিবীল উষ্ণতা বৃদ্ধির কারণ কী?
উত্তর:    কলকারখানা এবং যানবাহন থেকে নির্গত ক্ষতিকর গ্যাস বায়ু দূষণ সৃষ্টি করে, ফলে পৃথিবীর উষ্ণতা বাড়ে।
০৬।    জৈব প্রযুক্তি ব্যবহার করে কোন ধরনের ফসল উদ্ভাবন করা সম্ভব হচ্ছে?
উত্তর:    জৈব প্রযুক্তি ব্যবহার করে অধিক পুষ্টিসম্পন্ন, রোগ প্রতিরোধ এবং অধিক উৎপাদনশীল ফসল উদ্ভাবন করা সম্ভব হচ্ছে।
০৭।    “হাইব্রিড গাড়ি” কাকে বলে?
উত্তর:    যে সকল গাড়ি বিদ্যুৎ ও তেল উভয় জ্বালানি ব্যবহার করে চলতে পারে তাদেরকে “হাইব্রিড গাড়ি” বলে।
০৮।    একটি নবায়নযোগ্য শক্তির উৎসের নাম লেখ।
উত্তর:    একটি নবায়নযোগ্য শক্তির উৎস হলো সৌরশক্তি।
০৯।    অধিক খাদ্য উৎপাদনে কোনটির ভূমিকা রয়েছে?
উত্তর:    অধিক খাদ্য উৎপাদনে বিজ্ঞান ও প্রযুক্তির ভূমিকা রয়েছে।
১০।    মানুষ বন উজার করছে কেন?
উত্তর:    বাড়তি শস্য উৎপাদন এবং পশুপালনের জন্য মানুষ বন উজাড় করছে।
১১।    বনভূমি ধ্বংসের ফলে কী হয়?
উত্তর:    বনভূমি ধ্বংসের ফলে ভূমিক্ষয় এবং ভূমিধ্বস হয়।
১২।    জমিতে অতিরিক্ত রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহারে কোন দূষণ ঘটে?
উত্তর:    জমিতে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার মাটি এবং পানি দূষণ ঘটায়।
১৩।    ২০১১ সালৈ বাংলাদেশের জনসংখ্যা কত ছিল?
উত্তর:    ২০১১ সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল ১৪ কোটি ৯৭ লক্ষ ৭২ হাজার ৩৬৪ জন।
১৪।    বাংলাদেশের ক্ষেত্রফল কত?
উত্তর:    বাংলাদেশের ক্ষেত্রফল ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার।
১৫।    ১৯৯১ সালে বাংলাদেশের জনসংখ্যা কত ছিল?
উত্তর:    ১৯৯১ সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল ১২ কোটি ১৪ লক্ষ।
Previous Post Next Post

نموذج الاتصال