সপ্তম অধ্যায়
প্রশ্নোত্তর
স্বাস্থ্যবিধি
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর:
০১। স্বাস্থ্যের উন্নতি ও স্বাস্থ্য ভাল রাখতে কী করা প্রয়োজন?উত্তর: স্বাস্থ্যের উন্নতি ও স্বাস্থ্য ভাল রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলা প্রয়োজন।
০২। সংক্রামক রোগ কী?
উত্তর: বিভিন্ন জীবাণু যেমনÑ ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক ইত্যাদি শরীরে প্রবেশের ফরে সৃষ্ট রোগই সংক্রামক রোগ।
০৩। হাঁচি-কাশির মাধ্যমে সংক্রমিত হয় এমন একটি রোগের নাম লেখ।
উত্তর: হাঁচি-কাশির মাধ্যমে সংক্রমিত হল সোয়াইন ফ্লু।
০৪। কুকুরের মাধ্যমে সংক্রমিত হয় কোন রোগটি?
উত্তর: কুকুরের মাধ্যমে সংক্রমিত হয় জলাতঙ্ক রোগ।
০৫। পানিবাহিত রোগ কাকে বলে?
উত্তর: যেসব রোগ জীবাণুযুক্ত দূষিত পানির মাধ্যমে বিস্তার লাভ করে তাকে পানিবাহিত রোগ বলে।
০৬। বায়ুবাহিত রোগ কী?
উত্তর: বায়ুবাহিত রোগ হলে সে সকল রোগ যা হাঁচি-কাশি বা কথাবার্তার বলার সময় বাতাসে জীবাণু ছড়ানোর মাধ্যমে বিস্তার লাভ করে।
০৭। ছোঁয়াচে রোগ কী?
উত্তর: রোগাক্রান্ত ব্যক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ সংস্পর্শে যে সকল রোগ সংক্রমিত হয় তাই ছোঁয়াচে রোগ।
০৮। এইডস কোন ভাইরাসের মাধ্যমে ছড়ায়?
উত্তর: এইডস এইচআইভি ভাইরাসের মাধ্যমে ছড়ায়।
০৯। প্রাণী ও পোকামাকড়বাহিত সংক্রামক রোগ কী?
উত্তর: যে সকল রোগের জীবাণুর বাহক প্রাণী বা পোকামাকড় এবং জীবাণু বাহকের কামড়ের মাধ্যমে বিস্তার লাভ করে তাকে প্রাণী ও পোকামাকড়বাহিত রোগ বলা হয়।
১০। পোকামাকড়বাহিত একটি সংক্রামক রোগের নাম লেখ।
উত্তর: পোকামাকড়বাহিত একটি সংক্রামক রোগ ডেঙ্গু।
১১। সংক্রামক রোগ প্রতিরোধের একটি উপায় লেখ।
উত্তর: সংক্রামক রোগ প্রতিরোধের একটি উপায় হলো সুষম খাদ্য গ্রহণের মাধ্যমে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা।
১২। তুমি হাঁচি-কাশির সময় কী করবে?
উত্তর: আমি হাঁচি-কাশির সময় রুমাল, টিস্যু বা হাত দিয়ে মুখ ঢেকে রাখব।
১৩। ম্যালেরিয়া রোগের জীবাণু বাহক কে?
উত্তর: ম্যালেরিয়া রোগের জীবাণু বাহক হচ্ছে মশা।
১৪। ডেঙ্গু প্রতিরোধের দুইটি উপায় লেখ।
উত্তর: ডেঙ্গু প্রতিরোধের দুইটি উপায় হলোÑ
(র) বাড়ির আশেপাশে পানি জমতে পারে এমন আবর্জনা যেমনÑ কৌটা, টায়ার, ফুলের টব ইত্যাদি পরিষ্কার রাখা।
(রর) ঘুমানোর সময় মশারি ব্যবহার করা।
১৫। ডেঙ্গু কীভাবে ছড়ায়?
উত্তর: ডেঙ্গু রোগরে বাহক এডিস মশা। এডিস মশার কামড়ে ডেঙ্গু রোগ হয়্ তাই বলা যায়, এডিস মশার মাধ্যমে ডেঙ্গু ছড়ায়।
১৬। সময়মতো প্রয়োজনীয় টিকা গ্রহণের মাধ্যমে কী করা যায়?
উত্তর: সময়মতো প্রয়োজনীয় টিকা গ্রহণের মাধ্যমে রোগ প্রতিরোধ করা যায়।
১৭। হাঁচি-কাশির মাধ্যমে ছড়ায় কোন রোগ?
উত্তর: বায়ুবাহিত রোগসময় যেমনÑ যক্ষ্মা, সোয়াইন ফ্লু ইত্যাদি হাঁচি-কাশির মাধ্যমে ছড়ায়।
১৮। কিভাবে আমরা রোগমুক্ত থাকতে পারি?
উত্তর: অস্বাস্থ্যকর খাবার পরিহার করে আমরা রোগমুক্ত থাকতে পারি।
১৯। সংক্রামক রোগ প্রতিকারের একটি উপায় লেখ।
উত্তর: সংক্রামক রোগ প্রতিকারের একটি উপায় হলো পর্যাপ্ত বিশ্রাম নেওয়া।
২০। বয়ঃসন্ধি কী?
উত্তর: বয়ঃসন্ধি হলো জীবনের এমন একটি পর্যায় যখন আমাদের শরীর শিশু অবস্থা থেকে কিশোর অবস্থায় পৌঁচায়।
২১। ছেলেদের ক্ষেত্রে বয়ঃসন্ধিকাল শুরুর বয়স কত?
উত্তর: ছেলেদের ক্ষেত্রে বয়ঃসন্ধিকাল শুরুর বয়স হলো ৯ থেকে ১৫ বছর।
২২। মেয়েদের ক্ষেত্রে বয়ঃসন্ধিকাল শুরুর বয়স কত?
উত্তর: মেয়েদের ক্ষেত্রে বয়ঃসন্ধিকাল শুরুর বয়স হলো ৮ থেকে ১৩ বছর।
২৩। বয়ঃসন্ধিকালে ছেলে-মেয়েদের কোন দরনের পরিবর্তন হয়ে থাকে?
উত্তর: বয়ঃসন্ধিকালে ছেলে-মেয়েদের মধ্যে শারীরিক, মানসিক ও আচরণিক পরিবর্তন হয়ে থাকে।
২৪। বয়ঃসন্ধিকালের একটি শারীরিক পরিবর্তন লেখ।
উত্তর: দ্রুত লম্বা হওয়া বয়ঃসন্ধিকালের একটি শারীরিক পরিবর্তন।
২৫। কখন ছেলেদের গলার স্বর পরিবর্তন হয়?
উত্তর: বয়ঃসন্ধিকালে ছেলেদের গলার স্বর পরিবর্তন হয়।
২৬। গুটি বসন্ত রোগের জীবাণু কিসের মাধ্যমে ছড়ায়?
উত্তর: গুটি বসন্ত রোগের জীবাণু বায়ুর মাধ্যমে ছড়ায়।
২৭। কখন ছেলে-মেয়েরা খুব আবেগপ্রবণ হয়?
উত্তর: বয়ঃসন্ধিকালে ছেলে-মেয়েরা খুব আবেগপ্রবণ হয়।
২৮। বয়ঃসন্ধিকালে শরীরের যতেœ কোন কাজ করা জরুরি?
উত্তর: বয়ঃসন্ধিকালে শরীরের যতেœ শরীর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও পুষ্টিকর খাদ্যগ্রহণ করা জরুরি।
২৯। বয়ঃসন্ধিকালে ছেলে-মেয়েরা কেন দুঃশ্চিন্তায় ভোগে?
উত্তর: বয়ঃসন্ধিকালে ছেলে-মেয়েরা শারীরিক পরিবর্তন দেখে দুঃশ্চিন্তায় ভোগে।
৩০। বয়ঃসন্ধিকালে দুঃশ্চিন্তাগ্রস্ত না হয়ে কী করতে হবে?
উত্তর: বয়ঃসন্ধিকালে দুঃশ্চিন্তাগ্রস্ত না হয়ে মা-বাবা, শিক্ষক কিংবা বড় ভাই বা বোনের সাথে আলোচনা করে পরামর্শ নিতে হবে।
Nice
ReplyDeleteডেঙ্গু রোগ ক? (please)answer
ReplyDelete