দ্বিতীয় অধ্যায়: এবাদত
এক কথায় উত্তর
১। ‘এবাদত’ শব্দের অর্থ কী?উত্তর: আনুগত্য, দাসত্ব, বন্দেগি
২। ইলাহ মানে কী?
উত্তর: মাবুদ
৩। আমরা কার আবদ?
উত্তর: আল্লাহর
৪। আবদ মানে কী?
উত্তর: অনুগত বান্দা
৫। আল্লাহ আমাদের কেন সৃষ্টি করেছে?
উত্তর: শুধু তাঁর এবাদতের জন্য
৬। সালাত, সাওম, হজ, জাকাত, সাদকা, দান-খয়রাত, আল্লাহর পথে জিহাদ ইত্যাদি কী এবাদত? উত্তর: মৌলিক
৭। সৎপথে ব্যবসা-বাণিজ্য করা, চাষাবাদ এবং অন্য কোনো সৎ পেশায় নিয়োজিত হয়ে যথাযথ কর্তব্য পালন করা কী?
উত্তর: এবাদত
৮। বিশেষ পদ্ধতিতে অর্জিত দেহ, মন, পোশাক স্থান বা পরিবেশের পরিচ্ছন্নতা ও নির্মলতাকে কী বলে? উত্তর: তাহারাত বা পবিত্রতা
৯। আল্লাহ তায়ালার নিকট বান্দার আনুগত্য প্রকাশের সর্বশ্রেষ্ঠ মাধ্যম কোনটি?
উত্তর: সালাত
১০। সালাতের মাধ্যমে আল্লাহর প্রতি বান্দার কী প্রকাশ পায়?
উত্তর: চরম আনুগত্য
১১। সালাত শব্দের অর্থ কী?
উত্তর: নত হওয়া, বিনয়-বিন¤্র হওয়া, দোয়া করা, ক্ষমা প্রার্থনা করা, দরুদ পড়া
১২। ইসলামের পরিভাষায় আহকাম, আরকানসহ বিশেষ নিয়েমে আল্লাহর এবাদত করাকে কী বলে? উত্তর: সালাত
১৩। ইসলাম কয়টি রুকনের ওপর প্রতিষ্ঠিত?
উত্তর: পাঁচটি
১৪। রুকন মানে কী?
উত্তর: খুঁটি
১৫। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবাদত কোনটি?
উত্তর: সালাত
১৬। কিয়ামতের দিন সর্বপ্রথম কোনটির হিসাব নেওয়া হবে?
উত্তর: সালাতের
১৭। মানুষের চরিত্র সংশোধনে বিশেষ ভূমিকা পালন করে কোনটি?
উত্তর: সালাত
১৮। আল্লাহর কাছে কোন আমলটি উত্তম?
উত্তর: সময়মতো সালাত আদায় করা
১৯। ফরজ সালাতের সময় শুরু হয় কখন?
উত্তর: সুবহি সাদিহ হওয়ার সাথে সাথে
২০। ফজর সালাতের সময় থাকে কতক্ষণ?
উত্তর: সূর্য উদয়ের পূর্ব পর্যন্ত
২১। জোহরের ওয়াক্ত শুরু হয় কখন?
উত্তর: দুপুরের সূর্য পশ্চিম আকাশে হেলে পড়লেই
২২। কোন সালাতের আলাদা কোনো ওয়াক্ত নেই?
উত্তর: জুমুআর সালাতের
২৩। আসরের সময় কোন পর্যন্ত বিদ্যমান থাকে?
উত্তর: সূর্যাস্তের পূর্ব পর্যন্ত
২৪। সেজদায় অন্তত কয় বার ‘সুবহানা রাব্বিয়াল আলা’ বলতে হয়?
উত্তর: তিনবার
২৫। সালাতের ফরজ কয়টি?
উত্তর: ১৪টি
২৬। সালাতের ফরজ কাজগুলো কয় ভাগে বিভক্ত?
উত্তর: দুই ভাগে
২৭। সালাত শুরু করার আগে যে ফরজ কাজগুলো আছে সেগুলোকে সালাতের কী বলা হয়?
উত্তর: আহকাম বা শর্ত
২৮। সালাতের আহকাম কয়টি?
উত্তর: ৭টি
২৯। সালাতের ভেতরে যে ফরজ কাজগুলো আছে সেগুলোকে সালাতের কী বলে?
উত্তর: আরকান
৩০। সালাতের আরকান মোট কয়টি?
উত্তর: ৭টি
৩১। আল্লাহু আকবর বলে সালাত শুরু করাকে কী বলে?
উত্তর: তকবিরে তাহরিমা
৩২। যে বৈঠকে তাশাহ্হুদ, দরুদ, দোয়া মাসুরা পড়ে সালামের মাধ্যমে সালাত শেষ করা হয় তাকে কী বলে?
উত্তর: শেষ বৈঠক
৩৩। সালাতের মধ্যে যে ওয়াজিব কাজ আছে তার কোনোটি ভুলে বাদ পড়লে কী করতে হয়?
উত্তর: সাহু সেজদা দিতে হয়
৩৪। সালাতের ওয়াজিব কয়টি?
উত্তর: ১৪টি
৩৫। সালাতে প্রত্যেক রাকাতে সুরা ফাতিহা পড়া কী?
উত্তর: ওয়াজিব
৩৬। বিতর সালাতে কোন দোয়া পড়তে হয়?
উত্তর: দোয়া কুনূত
৩৭। দুই ঈদের সালাতে অতিরিক্ত কয় তকবির বলতে হয়?
উত্তর: ছয় তকবির
৩৮। সাহু মানে কী?
উত্তর: ভুল
৩৯। সেজদা সাহু মানে কী?
উত্তর: ভুল সংশোধনের সেজদা
৪০। মসজিদ অর্থ কী?
উত্তর: সেজদা করার স্থান
৪১। সালাত আদায়ের জন্য নির্ধারিত এবাদতখানাকে কী বলে?
উত্তর: মসজিদ
৪২। মসজিদকে কী বলা হয়?
উত্তর: বায়তুল্লাহ বা আল্লাহর ঘর
৪৩। বাংলাদেশে কত মসজিদ আছে?
উত্তর: দুই লাখেরও বেশি
৪৪। কয়টি মসজিদের মর্যাদা বেশি?
উত্তর: তিনটি
৪৫। সাওম অর্থ কী?
উত্তর: বিরত থাকা, আত্মসংযম
৪৬। সাওমকে বহুবচনে কী বলে?
উত্তর: সিয়াম
৪৭। সাওম পালনের মূল উদ্দেশ্য কী?
উত্তর: তাকওয়া অর্জন করা
৪৮। তাকওয়া মানে কী?
উত্তর: আল্লাহকে ভয় করা, সব রকম পাপ কাজ থেকে বিরত থাকা, সংযম অবলম্বন করা
৪৯। আত্মসংযম ও আত্মশুদ্ধির উৎকৃষ্ট উপায় কোনটি?
উত্তর: সাওম
৫০। আত্মরক্ষা ও আত্মশুদ্ধির ঢাল কোনটি?
উত্তর: সাওম
৫১। জাকাত শব্দের অর্থ কী?
উত্তর: পরিচ্ছন্নতা, পবিত্রতা এবং বৃদ্ধি
৫২। মুসলমানদের ধন-সম্পদের একটি নির্দিষ্ট অংশ আল্লাহ তায়ালার নির্ধারিত খাতসমূহে ব্যয় করাকে কী বলে?
উত্তর: জাকাত
৫৩। নিসাব মানে কী?
উত্তর: নির্ধারিত পরিমাণ বা মাত্রা
৫৪। যে পরিমাণ সম্পদ থাকতে জাকাত ফরজ হয় তাকে কী বলে?
উত্তর: নিসাব
৫৫। প্রতি একশত টাকার জাকাত কত হয়?
উত্তর: আড়াই টাকা
৫৬। ‘মাসারিফ’ অর্থ কী?
উত্তর: ব্যয়ের খাতসমূহ
৫৭। যাদেরকে জাকাত দেওয়া যায় তাদেরকে কী বলে?
উত্তর: জাকাতের মাসারিফ
৫৮। কয় শ্রেণির লোককে জাকাত দেওয়া যায়?
উত্তর: আট
৫৯। হজ শব্দের অর্থ কী?
উত্তর: ইচ্ছা করা, সংকল্প করা, কোনো সম্মানিত স্থান দর্শনের সংকল্প করা
৬০। হজ করা কাদের উপর ফরজ?
উত্তর: প্রত্যেক সুস্থ, প্রাপ্ত বয়স্ক, বুদ্ধিমান ও সামর্থ্যবান মুসলিম নর-নারীর ওপর
৬১। মহিলা হাজীর সফল সঙ্গী কারা হবেন?
উত্তর: স্বামী অথবা এমন আত্মীয়, যার সাথে বিবাহ সম্পর্ক হারাম
৬২। পৃথিবীর প্রাচীনতম এবাদতখানা কোনটি?
উত্তর: কাবা
৬৩। হজের প্রথম ফরজ কী?
উত্তর: ইহরাম বাঁধা
৬৪। কয়েকটি অনুষ্ঠানের মাধ্যমে হজ বা উমরার নিয়ত করাকে কী বলে?
উত্তর: ইহরাম
৬৫। হজের দ্বিতীয় ফরজ কী?
উত্তর: ৯ই জিলহজ তারিখে আরাফাত ময়দানে অবস্থান করা
৬৬। হজের তৃতীয় ফরজ কী?
উত্তর: তওয়াফে জিয়ারত করা
৬৭। জিলহজ মাসের ১০Ñ১২ তারিখের মধ্যে কাবা ঘরের তওয়াফ বা প্রদক্ষিণ করাকে কী বলে?
উত্তর: তওয়াফে জিয়ারত
৬৮। কুরবানি শব্দের অর্থ কী?
উত্তর: নৈকট্য, ত্যাগ, উৎসর্গ
৬৯। গরু, মহিষ, উট কতজন পর্যন্ত শরিক হয়ে কুরবানি করা যায়?
উত্তর: সাতজন
৭০। কুরবানির ছাগল, ভেড়া, দুম্বার বয়স কমপক্ষে কত বছর হতে হয়?
উত্তর: এক বছর
৭১। কুরবানির গরু, মহিষের কমপক্ষে কত বছর হতে হয়?
উত্তর: দুই বছর
৭২। কুরবানির উটের কমপক্ষে কত বছর হতে হয়?
উত্তর: পাঁচ বছর
৭৩। কুরবানির গোশত সাধারণত কত ভাগ করতে হয়?
উত্তর: তিনভাগ
৭৪। কুরবানির পশুর রক্ত ও বর্জ্য কী করতে হয়?
উত্তর: মাটিতে পুঁতে রাখতে হয়
৭৫। ইব্রাহিম (আ) তাঁর স্ত্রী এবং একমাত্র শিশুপুত্র ইসমাইল (আ) কে কোথায় রেখে চলে যান?
উত্তর: মক্কায় কাবার নিকটবর্তী জনমানব শূন্য মরুভূমিতে
৭৬। ইবরাহিম (আ) কখন তাদের দেখতে এলেন?
উত্তর: ইসমাইল (আ) যখন কিশোর বয়সে উপনীত তখন
৭৭। ইব্রাহিম (আ) ও ইসমাইল (আ) শয়তানকে কীভাবে তাড়িয়ে দিলেন?
উত্তর: পাথর মেরে
৭৮। কুরবানির উদ্দেশ্য কী?
উত্তর: মুসলিমদের ত্যাগের মহিমায় উজ্জীবিত করা
৭৯। সন্তান জন্মের কত দিনে আকিকা করা হয়?
উত্তর: সপ্তম দিনে
৮০। আকিকা করা হয় কেন?
উত্তর: সন্তানের কল্যাণ ও হিফাজতের কামনায়
৮১। আকিকা কাকে বলে?
উত্তর: আল্লাহর ওয়াস্তে কুরবানির মতো কোনো গৃহপালিত হালাল পশু জবাই করাকে আকিকা বলে
৮২। মহানবি (স) তাবুক বিজয়ের পর কার সাথে সুসম্পর্ক স্থাপন করেছিলেন?
উত্তর: আয়লা অধিপতি ইউহান্নার সাথে