শ্রেণি :৩য়
বিষয় :গণিত
প্রথমঅধ্যায় প্রশ্নোত্তর সংখ্যা
১। ৭০০৩ সংখ্যাটিতে দশক
স্থানীয় অঙ্কটি কত?
উত্তর: ০
২। ৬৫২৫ সংখ্যাটিতেশতক স্থানীয়
অঙ্কটি কত?
উত্তর: ৫
৩। ১০ সহ¯্র
সমান কত?
উত্তর: ১০০০০।
৪। ২৬৮ সংখ্যাটিতে ৬
এর স্থানীয়মান কত?
উত্তর: ৬০
৫। ৮৫৩৮ সংখ্যাটিতে ৫
এর স্থানীয়মান কত?
উত্তর: ৫০০
৬। ৪৬৭৩ সংখ্যাটিতে ৪
এর স্থানীয়মান?
উত্তর: ৪০০০
৭। ২৩০২ ও ৫২৪৮
সংখ্যা দুইটির কোনটিতেশতকেরঘরে ২
আছে?
উত্তর: ৫২৪৮
৮। ২০টি শতআছে, সংখ্যাটি
কত?
উত্তর: ২০০০
৯। ৭২০ এ ১০
এরকয়টি দল আছে?
উত্তর: ৭২টি
১০। ৮৩০০ তে ১০০
এরকয়টি দল আছে?
উত্তর: ৮৩টি
১১। ৫৫ দশকে কত
হয়?
উত্তর: ৫৫০।
১২। ৬৫ শতকসংখ্যাটি কত?
উত্তর: ৬৫০০
১৩। ৯৯৯ থেকে ১
বেশিসংখ্যাটি কত?
উত্তর: ১০০০
১৪। একটিসংখ্যা ৮৭১০০ থেকে ১
বেশি, সংখ্যাটি কত?
উত্তর: ৮৭১০১
১৫। ২০০০ থেকে ১
কম সংখ্যাটি কত?
উত্তর: ১৯৯৯
১৬। একটিসংখ্যা ৬৯৮০ থেকে ২০
বেশি, সংখ্যাটি কত?
উত্তর: ৭০০০
১৭। ১০০০০ থেকে ২০
কম সংখ্যাটি কত?
উত্তর: ৯৯৮০
১৮। ১৮০০ এবং ১৭০০
এরপার্থক্য কত?
উত্তর: ১০০
১৯। ১০০০ এরআগেরসংখ্যাটি কত?
উত্তর: ৯৯৯
২০। ৯৯৯৯ এরপরেরসংখ্যাটি কত?
উত্তর: ১০০০০
২১। ৭৩২০ ও ৭৩৪০
সংখ্যা দুইটিরমধ্যে কোনটি ছোট?
উত্তর: ৭৩২০
২২। ৩৬৭০ ও ৩৫৭০
সংখ্যা দুইটিরমধ্যে কোনটিবড়?
উত্তর: ৩৬৭০
২৩। ৭৭৯ ও ৬৫৯
সংখ্যা দুইটিতুলনা কর।
উত্তর: ৭৭৯
> ৬৫৯
২৪। প্রতীকব্যবহারকরে ৫৮২ ও ৫৭৭
কে ছোট থেকে বড়
ক্রমে সাজিয়ে লেখ।
উত্তর: ৫৭৭
< ৫৮২
২৫। প্রতীকব্যবহারকরে ৭২০৭, ৮০০২ কে
বড় থেকে ছোট ক্রমে
সাজিয়ে লেখ।
উত্তর: ৮০০২
> ৮২০৭
২৬। ১৮৮ < ১৯৯ এর অর্থ
কী?
উত্তর: ১৮৮
থেকে ১৯৯ বড়।
২৭। ২২৩, ২৭৩, ২৬২,
২৭৮ সংখ্যাগুলোকে ছোট থেকে বড়
ক্রমে সাজিয়ে লেখ।
উত্তর: ২২৩
< ২৬২ < ২৭৩ < ২৭৮এ
২৮। ৩৯৯, ৪০৯, ৪২০,
৪০২ কে বড় থেকে
ছোট ক্রমে সাজিয়ে লেখ।
উত্তর: ৪২০
> ৪০৯ > ৪০২ > ৩৯৯
২৯। দ্বাদশএরপরের ক্রমবাচকসংখ্যাটি কত?
উত্তর: ত্রয়োদশ
৩০। পঞ্চদশএরআগের ক্রমবাচকসংখ্যাটি কত?
উত্তর: চতুর্দশ।
৩১। ৮৮, ৮৯, ৯৬,
৮৫ সংখ্যাগুলোকেবড় থেকে ছোট ক্রমে
সাজালে কোনটির ক্রমবাচক অবস্থানপ্রথম?
উত্তর: ৯৬
৩২। ৬৯, ৫৯, ৫৮,
৬২ সংখ্যাগুলোকে ছোট থেকে বড়
ক্রমে সাজালে কোনটির ক্রমবাচক
অবস্থান তৃতীয়?
উত্তর: ৬২
৩৩। ১১৪৪ সংখ্যাটিকথায় লেখ।
উত্তর: এক
হাজারএকশতচুয়াল্লিশ।
৩৪। ‘পাঁচশতছিয়াত্তর’
কে অঙ্কে লিখলেকীহবে?
উত্তর: ৫৭৬
৩৫। কথায় লেখ: ৭৮৮
উত্তর: সাতশতআটাশি।
৩৬। অঙ্কে লেখ: আটশতবাহান্ন।
উত্তর: ৮৫২
৩৭। ৮৫৬৬ সংখ্যাটিকেকথায় লেখ।
উত্তর: আটহাজারপাঁচশত
ছেষট্টি।
৩৮। কথায় লেখ: ৮৮৭৭
উত্তর: আটহাজারআটশতসাতাত্তর।
৩৯। ‘আটহাজারপাঁচশতপঞ্চান্ন’Ñ
কে অঙ্কে লিখ।
উত্তর: ৮৫৫৫
৪০। অঙ্কে লেখ: সাতহাজারতিনশত
দুই।
উত্তর: ৭৩০২
৪১। ৩১৯ এরআগের ও
পরেরসংখ্যাটি লেখ।
উত্তর: ৩১৮,
৩২০
৪২। ২৮৯ ও ২৯৮
এরমধ্যে কোনটিবড়?
উত্তর: ২৯৮
৪৩। ৫, ১০, ১৫,
২০, , ৩০। খালিঘরে
কত হবে?
উত্তর: ২৫
৪৪। অষ্টম, নবম, দশম,
------, দ্বাদশ। শূন্যস্থানে
কোন ক্রমবাচকসংখ্যাহবে?
উত্তর: একাদশ।
৪৫। ৯৯৯ থেকে ১
কম কোনসংখ্যা?
উত্তর: ৯৯৮
৪৬। ৫ দশ = কত?
উত্তর: ৫০
৪৭। ১০ দশ = কত?
উত্তর: ১০০
৪৮। ৬ শত ৬
দশ ৬ একক = কত?
উত্তর: ৬৬৬
৪৯। ৫০০, ৬৫৫, ৩০৫
সংখ্যাগুলোর কোনটিতেশতকেরঘরে ৫ আছে?
উত্তর: ৫০০
৫০। ৮৯ এবং ৯৮
এরমধ্যে কোনটিবড়?
উত্তর: ৯৮
৫১। ১৯৯ এবং ২০৯
এরমধ্যে কোনটি ছোট?
উত্তর: ১৯৯
৫২। ৫৭৮০, ৮৩৪২ ও
৯০৩৮ সংখ্যাগুলোরমধ্যে কোনটিরশতক স্থানীয় অঙ্ক কত?
উত্তর: ৫৭৮০
৫৩। ৫৯৯০, ৫৯৮৯, ৫৮৯৯
সংখ্যাগুলোরমধ্যে কোনটিসবচেয়েবড়?
উত্তর: ৫৯৯০
৫৪। ৩০২, ২০৩, ৫১৯,
৬০৪ সংখ্যাগুলোকে ছোট থেকে বড়
ক্রমে সাজিয়েলিখ।
উত্তর: ২০৩,
৩০২, ৫১৯, ৬০৪।
৫৫। ১০৩, ৮০৬, ১০২৫,
৩২৮ সংখ্যাগুলোকেবড় থেকে ছোট ক্রমে
সাজিয়ে লেখ।
উত্তর: ১০২৫,
৮০৬, ৩২৮, ১০৩।
৫৬। একটিসংখ্যা ১৯৯ থেকে ১
বেশিসংখ্যা কত?
উত্তর: ২০০
৫৭। ২০০০ থেকে ৫০০০
বানাতে কত প্রয়োজন?
উত্তর: ৩০০০
৫৮। ৮০০০ কে ১০০০০
বানাতে কত প্রয়োজন?
উত্তর: ২০০০
৫৯। পঞ্চদশএরআগেরসংখ্যাটিকী?
উত্তর: ৪৯
৬০। ১৯৯০ থেকে ১০
বেশিসংখ্যাটি কত?
উত্তর: ২০০০
৬১। ৩৫০ এ ১০
এরকয়টি দল আছে?
উত্তর: ৩৫টি
৬২। ১ হাজারকেসংখ্যায়লিখ।
উত্তর: ১০০০
৬৩। ৮০৯০ কে কথায়
লেখ।
উত্তর: আটহাজারনব্বই।
৬৪। আটহাজারআশিকে অঙ্কে লিখ।
উত্তর: ৮০৮০
৬৫। ২০০ এরআগের ও
পরেরসংখ্যাটি কত?
উত্তর: ২০০
এরআগেরসংখ্যা ১৯৯ এবংপরেরসংখ্যা ২০১
৬৬। দশম এরআগের ও
পরের ক্রমবাচকসংখ্যা লেখ।
উত্তর: দশম
এরআগের ক্রমবাচকসংখ্যা নবম এবংপরের ক্রমবাচকসংখ্যাএকাদশ।
৬৭। পঞ্চ, ষষ্ঠ, সপ্তম
-----, নবম, দশম। শূন্যস্থানে
কোন ক্রমবাচকসংখ্যাহবে?
উত্তর: অষ্টম
৬৮। ১৯৯ ও ৯১৯
এরমধ্যে কোনটি ছোট?
উত্তর: ১৯৯
৬৯। ৯০১ ও ১০৯
এরমধ্যে কোনটির এককের মfন বড়?
উত্তর: ১০৯
৭০। ১৫টি দশ দ্বারাগঠিতসংখ্যাটি
কত?
উত্তর: ১৫০
৭১। ১০০০ থেকে ৯৮৯
এরপার্থক্য কত? উত্তর: ১১
৭২। ৯৯৯ থেকে ১
বেমি কোনসংখ্যা? উত্তর: ১০০০
৭৩। ১০০০ থেকে ৮০০
এরপার্থক্য কত? উত্তর: ২০০
৭৪। ৩৯ শতকসংখ্যাটি কত? উত্তর: ৩৯০০
৭৫। এক লাইনে ১৫
জনশিশুআছেমাঝখানেরশিশুটির
অবস্থান কত? উত্তর: ৮ম
৭৬। কথায় লেখ: ১০,৫৯১
উত্তর: দশ
হাজারপাঁচশতএকনব্বই।