৭ অনু (ক)
(১)১. ২৩.৪৫৬ সংখ্যাটিতে ৬ এর স্থানীয় মান কত?
২. ০.৩৬ কে ৭ দ্বারা গুণ কর।
৩. ০.০৭ কে ৯ দ্বারা গুণ কর।
৪. ২৩.১ কে ৪ দ্বারা গুণ কর।
৫. ৬.৪৩১০= কত?
৬. ০.০৫৭= কত?
৭. ২৪.২৪= কত?
৮. ৫৬.৯১০০=কত?
৯. ৭৫.২১১০=কত?
১০. ০.৬২=কত?
১১. ০.৯৩=কত?
১২. ৪.২৭=কত?
১৩. ০.০০৩৯১৩=কত?
১৪. ০.১২১২=কত?
১৫. ১৮৭২=কত?
১৬. ১২৫১০০=কত?
১৭. ৪.৫৩১০=কত?
১৮. ৩৭.৩২১০=কত?
১৯. ০.৩১০০=কত?
২০. ২.৮১০০=কত?
২১. কয়টি ০.৫ নিয়ে ৬০ গঠিত?
২২. ০.০০১ এর ২৫৯ একক সমান কত
(২) ১ মিটারে ৩৯.৩৭ ইঞ্চি ও ১ ইঞ্চি সমান ২.৫৪ সে.মি.।
(ক) ২ ইঞ্চি কত সেন্টিমিটার?
(খ) ২ মিটারে কত ইঞ্চি?
(গ) ২ মিটার ও ৫ ইঞ্চিতে কত সেন্টিমিটার নির্ণয় কর।
(৩) সংখ্যাটি লক্ষ কর: ৩৯.৪৫৮
(ক) সংখ্যাটিতে দশমাংশ স্থানে কোনটি অবস্থিত?
(খ) সংখ্যাটির ৮ এর স্থানীয় মান কত?
(গ) কতটি ০.০০১ নিয়ে সংখ্যাটি গঠিত?
(৪) প্রতিটি ডিমের দাম ৭.৮৫ টাকা এবং প্রতিটি কলমের দাম ৪.৯৩ টাকা।
(ক) ৭টি ডিমের দাম কত?
(খ) ৩৫টি কলমের দাম কত?
(গ) কতটি এক পয়সার কয়েন দিয়ে একটি কলম কেনা যাবে?
(ঘ) প্রতিটি ডিমের দামের ক্ষেত্রে ৫ এর স্থানীয় মান কত?
(৫) ১টি কলমের দাম ৫.৫ টাকা এবং ১টি পেন্সিলের দাম ১২.৫ টাকা।
(ক) ১৫টি কলমের দাম কত?
(খ) ৮টি পেন্সিলের দাম কত?
(গ) ৫৫ টাকায় কতটি কলম পাওয়া যাবে?
(ঘ) ২৫০ টাকায় কতটি পেন্সিল পাওয়া যাবে?
Tags
পঞ্চম শ্রেণি