শ্রেণি :৩য়
বিষয় :গণিত
দ্বিতীয়অধ্যায় প্রশ্নোত্তর যোগ
১। ৫৭ + ১০২ = ; এখানেখালিঘরে কত হবে
উত্তর: ১৫৯
২। ১১১ + ২২২ + ৩৩৩
= ; এখানেখালিঘরে
কত হবে?
উত্তর: ৬৬৬
৩। ২৭ + = ৩৮, খালিঘরে কত
হবে?
উত্তর: ১১
৪। তোমাদের শ্রেণিতে ক শাখায় ৩৫,
খ শাখায় ৩৭ এবং
গ শাখায় ৪৮ জনছাত্রছাত্রীআছে। তোমাদের
শ্রেণিতে মোটকতজনছাত্রছাত্রীআছে?
উত্তর: ১২০ জন।
৫। একটি ক্রিকেট ম্যাচেসাকিব
১০ ওভার, মাশরাফি ১০
ওভার, রাজ্জাক ৭ ওভারএবংতাসকিন ৮
ওভারবলকরল। তারা
মোট কত ওভারবলকরল।
উত্তর: ৩৫ ওভার
৬। লুইসাতার দোকান থেকে প্রথমসপ্তাহে
৩২০ টাকাএবংদ্বিতীয়সপ্তাহে ৮০২ টাকালাভকরেন।
দুইসপ্তাহেতার মোটলাভ কত?
উত্তর: ১১২২ টাকা।
৭। সুজন ক্রীড়াপ্রতিযোগিতারজন্য প্রতিদিন ১০০
মিটার, ২০০ মিটার ও
৫০০ মিটার দৌড়ায়।
সে প্রতিদিন কত মিটার দৌড়ায়?
উত্তর: ৮০০ মিটার।
৮। এক ফুলবাগানে ৪২০টি
গোলাপ, ৬৮৫টি জবা এবং
৮১৫টি গাঁদাফুলেরচারাগাছআছে। বাগানে
কতগুলোচারাগাছআছে?
উত্তর: ১৯২০টি।
৯। ২৭ + ৬২ = কত?
উত্তর: ৮৯
১০। ৪৮ + ২১; যোগফল
কত?
উত্তর: ৬৯
১১। ২৫২ + ৫৩৬ = কত?
উত্তর: ৭৮৮
১২। ৭১৩ + ৫১২ = কত?
উত্তর: ১৩২৫
১৩। ১৩২৫ + ৩৫২২ = কত?
উত্তর: ৪৮৪৭
১৪। ৪৬২ + ৩২৩; যোগফল
কত হবে?
উত্তর: ৭৮৫
১৫। ১০৪ + ২৫০ + ২২
= কত?
উত্তর: ৩৭৬
১৬। ২২২২ + ৩৩৩৩ + ৪৪৪৪
= কত?
উত্তর: ৯৯৯৯
১৭। ১২৩২ + ৪২২৩ + ১১১৪
+ ২২২০ = কত?
উত্তর: ৮৭৮৯
১৮। ৪০০৭ + ৪০৩ = ; এখানেখালিঘরে কত হবে?
উত্তর: ৪৪১০
১৯। ৭৫ + ১০১ = ; এখানেখালিঘরে কত হবে?
উত্তর: ১৭৬
২০। ২৭ + ৫৮ + ৯৯
= ; এখানেখালিঘরে
কত হবে?
উত্তর: ১৮৪
২১। ১৫৮ + ২৫৫ + ১৮৬
= ; এখানেখালিঘরে
কত হবে?
উত্তর: ৫৯৯
২২। তোমারকাছে ৫৬টি মার্বেলআছে।
তোমারভাই তোমাকে ২৩টি মার্বেল
দিলেন। তোমারকাছে
মোটকতটিমার্বেলহলো?
উত্তর: ৭৯টি
২৩। তামিনের আম্মু তামিনএবংতাবাসসুমকে ১১৫
ও ১২৫টি শিমেরবীচি দিলেন। তিনি
মোটকতটিশিমেরবীচি দিলেন?
উত্তর: ২৪০টি
২৪। তোমাদের শ্রেণিতে ক শাখায় ৩৫,
খ শাখায় ৩৭ এবং
গ শাখায় ৪৮ জনছাত্র-ছাত্রীআছে। তোমাদের
শ্রেণিতে মোটকতজনছাত্র-ছাত্রীআছে?
উত্তর: ১২০ জন।
২৫। ৬৭০টি বেলীফুলেরচারাগাছ থাকলে
ঐ নার্সারিতে মোটকতটিচারাগাছআছে?
উত্তর: ১৯০০টি
২৬। সুমনেরকাছে ৩২৫, রুমিরকাছে ১৮৩৫
ও সুমিরকাছে ৯৮৫ টাকাআছে।
তাদেরকাছে মোট কত টাকাআছে?
উত্তর: ৩১৪৫ টাকা
২৭। ১০০০ থেকে ৯৮৯
এরপার্থক্য কত?
উত্তর: ১১
২৮। একটি ক্রিকেট ম্যাচেসাকিব
১০ ওভার, মাশরাফি ১০
ওভার, রাজ্জাক ৮ ওভারএবংরুবেল ৯
ওভারবলকরল। তারা
মোট কত ওভারবলকরল?
উত্তর: ৩৭ ওভার
২৯। একটি বক্সে ২
সহ¯্র, ০ শতক,
৩ দশক ও ৫
একক শলাকাআছে। উক্ত
বক্সে মোটকতটিশলাকাআছে?
উত্তর: ২০৩৫
৩০। ২১৪০ + ১৪২৫ + ২৩০১
= কত?
উত্তর: ৫৮৬৬
৩১। আলিফের ৩৪টি কাগজআছে। তারবড়ভাইতাকে
১৬টি কাগজদিল। তারকতটিকাগজহলো?
প্রশ্নটিরজন্য গাণিতিকবাক্যে লেখ।
উত্তর: ৩৪ + ১৬ = ।
৩২। যোগ কর: ৫১৯
+ ৯১৩ + ৬৭৪ = ?
উত্তর: ২১৬০
Nice
ReplyDelete