পঞ্চম শ্রেণি, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, অধ্যায় ৯, আমাদের দায়িত্ব ও কর্তব্য, প্রশ্নোত্তর


অধ্যায়: ৯

    প্রশ্নোত্তর 

   আমাদের দায়িত্ব ও কর্তব্য


সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর:


০১।    সমাজের প্রতি আমাদের চারটি কর্তব্য উল্লেখ কর।
উত্তর:    সমাজের প্রতি আমাদের চারটি কর্তব্য হলোÑ
(র)    সমাজের বিভিন্ন ধরনের সম্পদ, যেমনÑ পার্ক, খেলার মাঠ ইত্যাদি সংরক্ষণ করব;
(রর)    সবার উপকার করার চেষ্টা করব;
(ররর)    সুবিধাবঞ্চিতদের সহযোগিতা করব এবং
(রা)    বয়স্কদের শ্রদ্ধা করব।
০২।    রাষ্ট্রের প্রতি আমাদের চারটি কর্তব্য উল্লেখ কর।
উত্তর:    রাষ্ট্রের প্রতি আমাদের চারটি কর্তব্য হলো:
(র)    রাষ্ট্র প্রদত্ত শিক্ষা গ্রহণ করা।
(রর)    রাষ্ট্রীয় আইন মেনে চলা।
(ররর)    নিয়মিত কর প্রদান করা।
(রা)    রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা।
০৩।    প্রাথমিক চিকিৎসা বাক্সের চারটি সরঞ্জামের নাম লেখ।
উত্তর:    প্রাথমিক চিকিৎসা বাক্সের চারটি সরঞ্জাম হলোÑ
(র)    জীবাণুনাশক
(রর)    ব্যান্ডেজ
(ররর)    থার্মোমিটার ও
(রা)    টেপ।



অতিরিক্ত সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর:

০১।    ছোটদের আমরা কী করব?
উত্তর:    ছোটদের আমরা ভালোবাসব ও দেখাশুনা করব।
০২।    আমরা কাদের শ্রদ্ধা করব?
উত্তর:    আমরা বয়স্কদের শ্রদ্ধা করব।
০৩।    সুবিধাবঞ্চিতদের কী করব?
উত্তর:    সুবিধাবঞ্চিতদের সহযোগিতা করব।

০৪।    সমাজের প্রতি তোমার দুটি দায়িত্ব লেখ।
উত্তর:    সমাজের প্রতি আমার দুটি দায়িত্ব হলোÑ
(র)    সবার উপকার করার চেষ্টা করা ও
(রর)    কারও ক্ষতি না করা।
০৫।    অপহরণকারীরা রাকিবের পরিবারের কাছে কত টাকা মুক্তিপণ দাবি করেছিল?
উত্তর:    অপহরণকারীরা রাকিবের পরিবারের কাছে ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছিল।
০৬।    কী অবস্থায় বৈদ্যুতিক তার ধরা যাবে না?
উত্তর:    খালি পায়ে বা ভেজা হাতে বৈদ্যুতিক তার ধরা যাবে না।
০৭।    ওষুধ ও কীটনাশকের গায়ে স্পষ্ট করে লিখে রাখতে হবে কেন?
উত্তর:    ওষুধ ও কীটনাশকের গায়ে স্পষ্ট করে লিখে রাখতে হবে যেন কেউ ভুলবশত খেয়ে না ফেলে।
০৮।    গ্যাসের চুলা ও বিদ্যুৎ ব্যবহারের পর কী করব?
উত্তর:    গ্যাসের চুলা ও বিদ্যুৎ ব্যবহারের পর বন্ধ করে রাখব।
০৯।    বাড়িতে কী রাখতে হবে?
উত্তর:    বাড়িতে প্রাথমিক চিকিৎসার বাক্স রাখতে হবে।
১০।    জলাশয়ের আশপাশে খেলার সময় কী করতে হবে?
উত্তর:    জলাশয়ের আশপাশে খেলার সময় সতর্ক থাকতে হবে।
১১।    কোথায় খেলাধুলা করব না?
উত্তর:    রাস্তায় খেলাধুলা করব না।
১২।    রাস্তায় পারাপারে সময় কী করতে হবে?
উত্তর:    রাস্তায় পারাপারের সময় সতর্ক থাকতে হবে।
১৩।    রাস্তায় দুর্ঘটনা এড়াতে হলে কী করতে হবে?
উত্তর:    রাস্তায় দুর্ঘটনা এড়াতে হলে পথ চলার সতর্ক থাকতে হবে।
১৪।    রাস্তা পার হওয়ার সময় আমরা কয়টি সাধারণ নিয়ম অনুসরণ করব?
উত্তর:    রাস্তা পার হওয়ার সময় আমরা তিনটি সাধারণ নিয়ম অনুসরণ করব।
১৫।    রাস্তায় নিরাপত্তা রক্ষায় আমরা কোন জায়গা দিয়ে হাঁটবে?
উত্তর:    রাস্তায় নিরাপত্তা রক্ষায় আমরা রাস্তার মাঝখান দিয়ে না হেঁটে ফুটপাত দিয়ে হাঁটব।
১৬।    রাস্তা পারাপারে আমরা কী ব্যবহার করব?
উত্তর:    রাস্তা পারাপারে আমরা ওভারব্রিজ ব্যবহার করব।
১৭।    জেব্রাক্রসিং কীভাবে পার হতে হয়?
উত্তর:    রাস্তার দুপাশ ভালো করে দেখ জেব্রাক্রসিং পার হতে হয়।
১৮।    নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি আমাদের কী রয়েছে?
উত্তর:    নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি আমাদের অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে।
১৯।    আমরা কার শাসন মেনে চলব?
উত্তর:    আমরা রাষ্ট্রের শাসন মেনে চলব।
২০।    দেশের স্বার্থকে কী করব?
উত্তর:    দেশের স্বাস্থ্যকে সর্বোচ্চ গুরুত্ব দেব।
২১।    আমাদের দেশের সকল আইন মেনে চলতে হয় কেন?
উত্তর:    দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য আমাদের দেশের সকল আইন মেনে চলতে হয়।
২২।    আইন অমান্য কররে কী করতে হয়?
উত্তর:    আইন অমান্য করলে শাস্তি ভোগ করতে হয়।
২৩।    কর থেকে প্রাপ্ত অর্থ দিয়ে করা হয়?
উত্তর:    কর থেকে প্রাপ্ত অর্থ দিয়ে রাষ্ট্র বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা করে এবং নাগরিকদের বিভিন্ন সুযোগ-সুবিধা দেয়।
২৪।    বাংলাদেশে একজন নগিরক কত বছর বয়সে ভোটার হতে পারে?
উত্তর:    বাংলাদেশে একজন নাগরিক ১৮ বচর বয়সে ভোটার হতে পারে।

বর্ণনামূলক প্রশ্নোত্তর

০১।    অপরিচিত মানুষের হাত থেকে রক্ষা পাওয়ার উপায় সম্পর্কে তোমার বন্ধুকে কী বলবে?
উত্তর:    অপরিচিত মানুষের হাত থেকে রক্ষা পাওয়ার উপায় সম্পর্কে আমার বন্ধুকে বলবÑ অপরিচিত ব্যক্তির দ্বারা আমরা বিভিন্নভাবে বিপদের সম্মুখীন হতে পারি। যেমন-অপরিচিত ব্যক্তি আমাদেরকে চেতনানাশক খাইয়ে অপহরণ করতে পারে কিংবা বিভিন্ভাবে বিপদগ্রস্ত করতে পারে। কাজেই অপরিচিত মানুষের কাজ থেকে সাবধান থাকব। তারা কিছু খেতে দিলে খাব না। তারা কোথাও আড়ালে ডেনে নিতে চাইরৈ যাব না। এরূপ ঘটলে কিংবা তাদে আচরণ সন্দেহজনক মনে হলে সাথে সাথে পরিচিত কাউকে কিংবা আশপাশে থাকা অন্য ব্যক্তিদের বলব।
০২।    বাড়িতে কীভাবে নিরাপদ থাকা যায় সে সম্পর্কে তোমার বন্ধুকে কী বলবে?
উত্তর:    বাড়িতে কীভাবে নিরাপ থাকা যায় সে সম্পর্কে আমার বন্ধুকে বলবÑ
(র)    ছুরি, কাঁচি জাতীয় ধারালো জিনিস সাবধানে ব্যবহার করবে।
(রর)    খালি পায়ে বা ভেজা হাতে বৈদ্যুতিক তার ধরবে না।
(ররর)    বড়দের পরামর্শ ব্যতীত ওষুধ সেবন করবে না।
(রা)    গ্যাসের চুলা ও বিদ্যুৎ ব”্যবহারের পর সুইচ বন্ধ করে রাখবে।
(া)    আগুনের ব্যবহারে সতর্ক থাকবে।
(ার)    অপরিচিতদের পরিচয় জেনে ঘরের দরজা খুলবে। প্রয়োজনে না খুলে বড়দের জানাবে।
০৩।    রাস্তায় কীভাবে নিরাপদ থাকা যায় সে সম্পর্কে তোমার বন্ধুকে কী বলবে?
উত্তর:    রাস্তায় কীভাবে নিরাপদ থাকা যায় সে সম্পর্কে আমার বন্ধুকে যা বলবÑ
(র)    রাস্তার মাঝখান দিয়ে না হেঁটে ফুটপাত দিয়ে হাঁটবে।
(রর)    রাস্তা পারাপারে ফুট ওভারব্রিজ ব্যবহার করবে।
(ররর)    যেখানে ফুট ওভারব্রিজ নেই, সেখানে জেব্রাক্রসিং দিয়ে রাস্তা পার হবে। আর জেব্রাক্রসিং দিয়ে রাস্তা পারাপারের সময় অবশ্যই রাস্তার দুপাশ ভালো করে দেখে নেবে।
(রা)    রাস্তা নিরাপদ মনে হলেই তবে রাস্তা পার হবে। সোজাসুজি রাস্তা পার হবে। কোনো দৌড়াদৌড়ি করবে না।


অতিরিক্ত বর্ণনামূলক প্রশ্নোত্তর

০১।    বয়স্করা আমাদের সম্মানিত ব্যক্তি। বয়স্কদের সম্মান দেখানোর পাঁচটি উপায় লেখ।
উত্তর:    বয়স্কদের প্রতি সম্মান দেখানো আমাদের কর্তব্য। আমরা বিভিন্নভাবে তাদের প্রতি সম্মান দেখাতে পারি। যেমনÑ
(র)    তাদের কোনো জিনিস দরকার হলে তা এনে দেওয়া।
(রর)    তাদের ঔষধ পত্র এগিয়ে দেওয়া।
(ররর)    তাদের চলাফেরায় সহযোগিতা করা।
(রা)    তাদের বিছানাপত্র ও কাপড়চোপড় গুছিয়ে রাখা এবং
(া)    তাদের সাথে সবসময় সুন্দর আচরণ করা।
০২।    সমাজের প্রতি তোমার পাঁচটি দায়িত্ব লেখ।
উত্তর:    সমাজের প্রতি আমার পাঁচটি দায়িত্ব হলোÑ
(র)    ছোটদের ভালোবাসব ও দেখাশোনা করব;
(রর)    কারো ক্ষতি করব না;
(ররর)    সবার উপকার করার চেষ্টা করব;
(রা)    সমাজের বিভিন্ন নিয়মকানুন মেনে চলব এবং
(া)    সমাজের বিভিন্ন ধরনের সম্পদ; যেমন- পার্ক, কেলার মাঠ ইত্যাদি সংরক্ষণ করব।

০৩।    সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল রাখতে তুমি সুবিধাবঞ্চিতদের প্রতি কিরূপ দায়িত্ব পালন করবে? তোমার এ ধরনের আরও চারটি দায়িত্ব উল্লেখ কর।
উত্তর:    সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল রাখতে আমি সুবিধাবঞ্চিতদের সহযোগিতা করব। এ ধরনের আরও চারটি দায়িত্ব হলোÑ
(র)    আমি ছোটদের ভালোবাসব ও দেখাশোনা করব;
(রর)    আমি কারো ক্ষতি করব না;
(ররর)    আমি সবার উপকার করার চেস্টা করব এবং
(রা)    আমি সমাজের বিভিন্ন নিয়মকানুন মেনে চলব।
০৪।    আমরা কার শাসন মেনে চলব? কার স্বার্থকে সর্বোচ্চ গুরত্ব দেব? সেটির উন্নয়নে আমাদের তিনটি কর্তব্য লেখ।
উত্তর:    আমরা রাষ্ট্রের শাসন মেনে চলব। আমরা দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেব। রাষ্ট্রের উন্নয়নে আমাদের তিনটি কর্তব্য হলোÑ
(র)    রাষ্ট্রের আইন মেনে চলা;
(রর)    নিয়মিত কর প্রদান করা এবং
(ররর)    রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা।
০৫।    মাসুম পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। সমাজের প্রতি তার দায়িত্ব সম্পর্কে পাঁচটি বাক্য লেখ।
উত্তর:    শিশু হিসেবে মাসুমের সমাজের প্রতি পাঁচটি দায়িত্ব উল্লেখ করা হলো:Ñ
(র)    শিশু হিসেবে নিজেকে নিরাপদে রাখা তার প্রথম ও প্রধান দায়িত্ব।
(রর)    মাসুম তার সহপাঠীদের সাথে সুন্দর ব্যবহার করবে।
(ররর)    সমাজের উন্নয়নে তার পক্ষে যতটুকু সম্ভব ততটুকু কাজ করবে।
(রা)    সে বড়দের শ্রদ্ধা করবে ও ছোটদের ভালোবাসবে।
(া)    সমাজের শান্তি নষ্ট হয় এ ধরনের কাজ করা থেকে সে নিজেকে বিরত রাখবে।
০৬।    খালিদ একটি ব্যস্ত রাখা পার হয়ে বিদ্যালয়ে যায়। নিরাপত্তার জন্য তার কোন পথ ব্যবহার করা দরকার? এরূপ আরও চারটি নিরাপত্তা রক্ষার ব্যবস্থা বা পথ সম্পর্কে লেখ।
উত্তর:    খালিদ ব্যস্ত রাস্তা পার হয়ে তার বিদ্যালয়ে যেতে ওভার ব্রিজ কিংবা জেব্রাক্রসিং ব্যবহার করবে। এরূপ আরও চারটি নিরাপত্তা রক্ষার নিয়ম হলোÑ
(র)    দুদিকে দেখেশুনে রাস্তা পার হতে হবে।
(রর)    যানবাহন আসতে দেখলে, এটিকে পার হয়ে যাওয়ার সুযোগ দিতে হবে।
(ররর)    রাস্তা নিরাপদ হলে ছোটাছুটি না করে সোজাসুজি রাস্তা পার হতে হবে।
(রা)    রাস্তায় চলার সময় ফুটপাত ব্যবহার করবে।
০৭।    তুমি কী রাস্তায় চলার সময় নিয়মগুলো মেনে চল? না মানলে কী করা উচিত চারটি বাক্যে লেখ।
উত্তর:    আমি রাস্তায় চলার সময় নিয়মগুলো যথাসাধ্য মেনে চলি। কেননা নিয়ম না মানলে যেকোনো সময় যেকোনো দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনায় পঙ্গুত্ব এমনকি মৃত্যুর আশঙ্কাও থাকে। তাই রাস্তায় চলার সময় নিয়ম না মানার ঝুঁকি একদমই নেওয়া উচিত নয়। অসাবধানে পথ চলা দুর্ঘটনার অন্যতম কারণ। রাস্তায় চলার সময় মাঝখান দিয়ে না হেঁটে ফুটপাত দিয়ে হাঁব। যেকোনো স্থান দিয়ে রাস্তা পার না হয়ে জেব্রাক্রসিং দিয়ে পার হব। রাস্তা পারাপারে দৌড় দিব না এবং ওভারব্রীজ থাকলে তা ব্যবহার করব।
০৮।    ছোটদের প্রতি তোমার কী দায়িত্ব রয়েছে সে সম্পর্কে পাঁচটি বাক্য লেখ।
উত্তর:    আমি আমার ছোট ভাইবোনদের সাথে সব সময়সুন্দর ব্যবহার করব। তাদের সাথে কটু কথা বলব না। তাদেরকে পড়ালেখায় সহযোগিতা করব। কোনো বিষয়ে জানতে চাইরৈ বুঝিয়ে বলব। জাকাপড় গুছিয়ে দিব। মজার মজার গল্প বলে আনন্দ দিব।
০৯।    বাড়িতে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার পাঁচটি উপায় লেখ।
উত্তর:    বাড়িতে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার পাঁচটি উপায় হলোÑ
(র)    ছুরি, কাঁচি জাতীয় ধারালো জিনিস সাবধানে ব্যবহার করা;
(রর)    খারি পায়ে বা ভেজা হাতে বৈদ্যুতিক তার না ধরা;
(ররর)    গ্যাসের  চুলা ব্যবহারের  পর বন্ধ রাখা;
(রা)    অপরিচিতদের পরিচয় জেনে দরজা খোলা এবং
(া)    বাড়িতে প্রাথমিক চিকিৎসার বাক্স রাখা।
১০।    ঘরের বাইরে নিরাপদ থাকার পাঁচটি উপায় লেখ।
উত্তর:    ঘরের বাইরে নিরাপদ থাকার পাঁচটি উপায় হলোÑ
(র)    দেয়াল বা গাছ বেয়ে না ওঠা;
(রর)    লাফালাফি না করা;
(ররর)    জলাশয়ের আশেপাশে খেলার সময় সতর্ক থাকা;
(রা)    রাস্তায় খেলাধুলা না করা এবং
(া)    রাস্তা পারাপারে সতর্ক থাকা।
১১।    রাস্তায় পথ চলার সময় কী করতে হবে? এতে কী এড়ানো সম্ভব হবে? রাস্তা পার হওয়ার তিনটি সাধারণ নিয়ম লেখ।
উত্তর:    রাস্তায় পথ চলার সময় সতর্ক থাকতে হবে। এতে দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে। রাস্তা পার হওয়ার তিনটি সাধারণ নিয়ম হলোÑ
(র)    রাস্তা পারাপারে ওভারব্রীজ ব্যবহার করা;
(রর)    রাস্তার দু’পাশ ভালো করে দেখে জেব্রাক্রসিং দিয়ে রাস্তা পার হওয়া;
(ররর)    রাস্তার মাঝখান দিয়ে না হেঁটে ফুটপাথ দিয়ে হাঁটা।
১২।    রাষ্ট্রের নাগরিকদের নিয়মিত কর দেওয়া উচিত কেন? পাঁচটি বাক্যে লেখ।
উত্তর:    আধুনিক রাষ্ট্র কল্যাণমূলক রাষ্ট্র। তাই রাষ্ট্র পরিচালনার জন্য অনেক অর্থের প্রয়োজন। রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা এবং নাগরিকদের বিভিন্ন সুযোগ-সুবিদা দেওয়ার জন্য এ অর্থ প্রয়োজন হয়। নাগিরকদের  দেওয়া কর থেকে প্রাপ্ত অর্থ দিয়ে সরকার এসব কাজ করে। এ কারণে রাষ্ট্রের নাগরিকদের নিয়মিত কর দেওয়া উচিত।
১৩।    সমাজের লোকদের প্রতি দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে পাঁচটি বাক্য লেখ।
উত্তর:    সমাজের লোকদের প্রতি দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে পঁচাটি বাক্য নি¤œরূপ:
(র)    সমাজের লোকদের সাথে মিলেমিশে চলব।
(রর)    তাদের সাথে ঝগড়া-বিবাদ করা থেকে বিরত থাকব।
(ররর)    তাদের বিভিন্ন উৎসব-অনুষ্ঠানে সহযোগিতা করব।
(রা)    কেউ কোনো দুর্ঘটনা বা বিপদে পড়লে এগিয়ে যাব।
(া)    তাদের প্রতি সব সময় আন্তরিক থাকব।
১৪।    রাষ্ট্রের প্রতি একজন ব্যক্তির প্রধান পাঁচটি দায়িত্ব লেখ।
উত্তর:    রাষ্ট্রের প্রতি একজন ব্যক্তির প্রধান পাঁচটি দায়িত্ব হলোÑ
(র)    রাষ্ট্রের প্রতি অনুগত থাকা;
(রর)    রাষ্ট্রের আইন মেনে চলা;
(ররর)    রাষ্ট্র পরিচালনার জন্য নিয়মিত সরকারকে কর প্রদান করা;
(রা)    ভোটাধিকার প্রদান করা এবং
(া)    রাষ্ট্রের কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের সহায়তা করা।
১৫।    রাস্তায় দুর্ঘটনা ঘটার পাঁচটি কারণ লেখ।
উত্তর:    রাস্তায় দুর্ঘটনা ঘটার পাঁচটি কারণ উল্লেখ করা হলোÑ
(র)    অসাবধানে পথচারীর পথ চলা।
(রর)    ট্রাফিক নিয়মের গুরুত্ব না দেওয়া।
(ররর)    ফুটপাথ দিয়েনা হেঁটে রাস্তার মাঝখান দিয়ে হাঁটা।
(রা)    জেব্রাক্রসিং থাকলেও সেটা ব্যবহার না করা।
(া)    ওভারব্রিজ ব্যবহার না করা।
Previous Post Next Post

نموذج الاتصال