রচনা লিখ:
১. আমার মা
১। মা কথাটি বড় মধুর।২। আমার মা সহজ সরল।
৩। মা বড় ¯েœহময়ী।
৪। আমার মা আমাকে আদর করেন, কাছে বসিয়ে খাওয়ান।
৫। মা আমাকে নিয়মিত লেখাপড়ায় সাহায্য করেন।
৬। অসুস্থ হলে মা আমার সেবাযতœ করেন।
৭। মা আমাকে বেড়াতে নিয়ে যান।
৮। পৃথিবীতে মায়ের মত আপনজন আর কেউ নেই।
৯। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত।
১০। আমি আমার মাকে খুব ভালোবাসি ও সম্মান করি।
২. আমার প্রিয় ঋতু:
১। বাংলাদেশে ছয়টি ঋতু।২। এগুলোর নাম হলÑগ্রীষ্ম, বর্ষ, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত।
৩। আমার প্রিয় ঋতু বসন্তকাল।
৪। ফাল্গুন ও চৈত্র এ দুʼমাস বসন্তকাল।
৫। এ সময় গাছে গাছে নতুন পাতা দেখা যায়।
৬। চারদিকে ফোঁটে হরেক রকমের ফুল।
৭। আম গাছে নতুন মুকুল ধরে।
৮। কোকিল মিষ্টি সুরে গান গায়।
৯। বসন্তকালে প্রকৃতি নতুন রূপ ধারণ করে।
১০। তাই বসন্তকালকে ঋতুরাজ বলা হয়।
৩. জাতীয় কবি:
১। আমাদের জাতীয় কবির নাম কাজী নজরুল ইসলাম।২। তিনি ১৮৯৯ সালে বর্ধমান জেলায় চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
৩। তাঁর ডাক নাম ছিল দুখু মিয়া।
৪। তাঁর মাথায় ছিল ঝাঁকড়া চুল ও চোখ দুটো ছিল বড় বড়।
৫। গ্রামের মকতবে দুখু প্রথম লেখা পড়া শুরু করেন।
৬। বারো বছর বয়সে তিনি লেটো গানের দলে যোগ দেন।
৭। শিশু কিশোরদের জন্য তিনি অসংখ্য কবিতা ও গান রচনা করেছেন।
৮। অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন বলে তাঁকে বিদ্রোহী কবি বলা হয়।
৯। ১৯৭৬ সালে তিনি মৃত্যুবরণ করেন।
১০। বাংলা সাহিত্যে তাঁর অবদান আমরা কোনো দিন ভুলবো না।