শ্রেনি: তৃতীয়


   .   বাংলাদেশ বিষয়াবলী

১।     প্রশ্ন: বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী?
                 উত্তর: শেখ হাসিনা।
    ২।     প্রশ্ন: বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে?
                 উত্তর: বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান।
    ৩।       প্রশ্ন: বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে?
            উত্তর: তাজউদ্দিন আহমেদ।
    ৪।    প্রশ্ন: বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি?
        উত্তর: ভোলা।
    ৫।    প্রশ্ন: বাংলাদেশের বৃহত্তম বিল কোনটি?
        উত্তর: চলন বিল (রাজশাহী)
    ৬।    প্রশ্ন: বাংলাদেশের রাজধানীর নাম কী?
        উত্তর: ঢাকা।
    ৭।    প্রশ্ন: বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে?
        উত্তর: ১০ই জানুয়ারী।
    ৮।    প্রশ্ন: মহাস্থানগড় কোথায় অবস্থিত?
        উত্তর: বগুড়ায়।
    ৯।    প্রশ্ন: ষাট গম্বুজ সমজিদ কোথায় অবস্থিত?
        উত্তর: বাগেরহাটে।
    ১০।    প্রশ্ন: বাংলাদেশের জাতীয় পশুর নাম কী?
        উত্তর: রয়েল বেঙ্গল টাইগার।
    ১১।    প্রশ্ন: পশুর রাজা কে?
        উত্তর: সিংহ।
    ১২।    প্রশ্ন: ছোট মাছ খেলে কী উপকার হয়?
        উত্তর: ছোট মাছ খেলে দৃষ্টিশক্তি বাড়ে।
    ১৩।    প্রশ্ন: আইসক্রিম খেলে কী ক্ষতি হয়?
        উত্তর: দাঁতের ক্ষতি হয়।
    ১৪।    প্রশ্ন: শহীদ বুদ্ধিজীবী দিবস কবে?
        উত্তর: ১৪ই ডিসেম্বর।
    ১৫।    প্রশ্ন: বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কে?
        উত্তর: কাজী নজরুল ইসলাম।
    ১৬।    প্রশ্ন: কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেন?
        উত্তর: বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে।
    ১৭।    প্রশ্ন: ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে স্থাপিত হয়?
        উত্তর: ১৯২১ সালে।
    ১৮।    প্রশ্ন: ইসলামী রেঁনেসার কবি কাকে বলা হয়?
        উত্তর: কবি ফররুখ আহমেদ।
     ১৯।    প্রশ্ন: বাংলাদেশ কয় ঋতুর দেশ?
        উত্তর: ছয় ঋতুর দেশ।
    ২০।     প্রশ্ন: বাংলাদেশের বৃহত্তম সার কারখানা কোনটি?
        উত্তর: যমুনা সার কারখানা (জামালপুর)।

         ২.  আন্তর্জাতিক বিষয়াবলী:

   
    ১।    প্রশ্ন: পৃথিবীর সবচেয়ে নিকটতম গ্রহ কোনটি?
        উত্তর: মঙ্গলগ্রহ।
    ২।    প্রশ্ন: চাঁদ কি?
        উত্তর: চাঁদ পৃথিবীর একমাত্র গ্রহ।
    ৩।    প্রশ্ন: বৎসরে কোন দিনটি বড়?
        উত্তর: ২১ জুন।
    ৪।    প্রশ্ন: বৎসরে কোন দিনটি ছোট?
        উত্তর: ২৩ ডিসেম্বর।
    ৫।    প্রশ্ন: কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমায়?
        উত্তর: ঘোড়া।
    ৬।    প্রশ্ন: সবচেয়ে উঁচু প্রাণী কোনটি?
        উত্তর: জিরাফ।
    ৭।    প্রশ্ন: সবচেয়ে হিং¯্র জলজন্তু কী?
        উত্তর: হাঙ্গর।
    ৮।    প্রশ্ন: পৃথিবীর বয়স কত?
        উত্তর: প্রায় ৫০০ কোটি বছর।
    ৯।    প্রশ্ন: সৌরজগতের উপগ্রহ কয়টি?
        উত্তর: ৩২টি।
    ১০।    প্রশ্ন: পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ কোনটি?
        উত্তর: এশিয়া মহাদেশ।
    ১১।    প্রশ্ন: পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর কোনটি?
        উত্তর: প্রশান্ত মহাসাগর।
    ১২।    প্রশ্ন: পৃথিবীর সবচেয়ে বড় বিমান বন্দর কোনটি?
        উত্তর: জেদ্দা বিমান বন্দর  (সৌদি আরব)।

    ১৩।    প্রশ্ন: কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়?
        উত্তর: উটকে।
    ১৪।    প্রশ্ন: মাকড়সার কয়টি পা আছে?
        উত্তর: ৮টি পা আছে।
    ১৫।    প্রশ্ন: মানুষের শরীরে কয়টি হাড় আছে?
        উত্তর: ২০৬টি।
    ১৬।    প্রশ্ন: মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত?
        উত্তর: ৯৮.৪ ডিগ্রি।
    ১৭।    প্রশ্ন: মানুষ না ঘুমিয়ে কত দিন বাঁচতে পারে?
        উত্তর: ১০ দিন।
    ১৮।    প্রশ্ন: মানুষের শরীরে পানির পরিমাণ কত?
        উত্তর: শতকরা ৭০ ভাগ।
    ১৯।      প্রশ্ন: কোন গাছ কাঁদে?
        উত্তর: লরেল গাছ।
     ২০।    প্রশ্ন:
          
      দোশের নাম                    রাজধানী
           ১.  তুরস্ক            --       আঙ্কারা
       ২.  সৌদি আরব    --       রিয়াদ
       ৩.  ইতালি          --       রোম
        ৪.  জাপান          --       টোকিও
       ৫.  কুয়েত          --        কুয়েত সিটি
        ৬.  আফগানিস্তান   --       কাবুল

          ৩. ধর্মীয় বিষয়াবলী (ইসলাম):

   
    ১।  প্রশ্ন: পবিত্র কুরআনের প্রথম সূরা কোনটি?
          উত্তর: সূরা ফাতিহা।
    ২।  প্রশ্ন: কে জান্নাতে প্রবেশ করবে না?
          উত্তর: আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী?
    ৩।  প্রশ্ন: কোন হাত উত্তম?
          উত্তর: দানকারীর হাত।
    ৪।  প্রশ্ন: গোসলের ফরজ কয়টি?
           উত্তর: ৩টি।
    ৫।  প্রশ্ন: তায়াম্মুমের ফরজ কয়টি?
          উত্তর: ৩টি।
    ৬।  প্রশ্ন: ওযুর ফরজ কয়টি?
          উত্তর: ৪টি।
    ৭।  প্রশ্ন: ওযু ভঙ্গের কারণ কয়টি?
          উত্তর: ওযু ভঙ্গের কারণ কয়টি?
    ৮।  প্রশ্ন: ওয়াক্ত মত নামাজ পড়া কী?
          উত্তর: ফরজ।
    ৯।  প্রশ্ন: নামাজে সিজদাহ করা কী?
          উত্তর: ফরজ।
    ১০। প্রশ্ন: সর্বশেষ আসমানী কিতাব কোনটি?
           উত্তর: আল-কুরআন।
১১. আকাইদ অর্থ কী?
           উত্তর: আকাইদ অর্থ বিশ্বাস।
    ১২. তাওহিদ অর্থ কি?
            উত্তর: তাওহিদ অর্থ একত্ববাদ। অর্থাৎ আল্লাহ্ এক ও অদ্বিতীয়।
    ১৩. ইসলাম ধর্মের প্রবর্তক কে?
           উত্তর: হযরত মুহাম্মদ (স:)।
    ১৪. আল্লাহর গুণবাচক নাম কয়টি?
            উত্তর:  ৯৯টি
    ১৫. রহ্মান শব্দের অর্থ কী?
             উত্তর: রহ্মান শব্দের অর্থ পরম দয়ালু।
    ১৬. ইসলাম শব্দের অর্থ কী?
            উত্তর: ইসলাম শব্দের অর্থ আনুগত্য, আত্বসমর্পন ও শান্তি।
    ১৭. ইসলাম ধর্মের ভিত্তি কয়টি ও কী কী?
             উত্তর:  ৫টি। যথা: ১. ঈমান, ২. সালাত বা নামায, ৩. সাওম বা রোযা
                   ৪. যাকাত ও ৫. হজ্জ।
    ১৮. নবি রাসূল অর্থ কী?
             উত্তর: নবি-রাসূল অর্থ প্রেরিত মহাপুরুষ ও বার্তা বাহক।
    ১৯. সর্বপ্রথম নবীর নাম কী?
            উত্তর: হযরত আদম (আ:)।
    ২০. সর্বশেষ নবির নাম কী?
              উত্তর: হযরত মুহাম্মদ (সা:)।
    ২১. মহানবি (স:) কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
              উত্তর: ৫৭০ খ্রিষ্টাব্দে।
    ২২. মহানবি (স:) কোথায় জন্মগ্রহণ করেন?
              উত্তর: পবিত্র মক্কা নগরীতে।
    ২৩. মহানবি (স:) কত বছর বয়সে নবুয়ত লাভ করেন?
              উত্তর: ৪০ বছর বয়সে।




















Previous Post Next Post

نموذج الاتصال