শ্রেণি : চতুর্থ বিষয় : ইসলাম ও নৈতিক শিক্ষা, তৃতীয় অধ্যায়, অনুশীলনীর নমুনা প্রশ্ন

আখলাক

-: শূণ্যস্থান পূরণ/এককথায় উত্তর :-


১.    সুন্দর স্বভাব ও ভালো চরিত্রককে আরবিতে ---- বলে। উত্তর : আখলাক
২.    ---- ভালো হলে জীবন সুন্দর হয়। উত্তর : চরিত্র
৩.    চরিত্র ভালো হলে ---- শান্তি পাওয়া যায়। উত্তর : আখিরাতে
৪.    মন্দ স্বভাব ও খারাপ চরিত্রকে ---- চরিত্র বলা হয়। উত্তর : অসৎ
৫.    সুন্দর চরিত্র ও ভালো চরিত্রই ----। উত্তর চরিত্র। উত্তর : সচ্চরিত্র
৬.    ---- অসৎ হলে কেউ তাকে ভালো বাসে না। উত্তর : চরিত্র
৭.    চরিত্র অসৎ হলে তাকে ---- করে। উত্তর : ঘৃনা
৮.    মিথ্যা কথা বলা, লোভ করা, অপচয় করা, পরনিন্দা করা ইত্যাদি ---- স্বভাব ও খারাাপ চরিত্র। উত্তর : মন্দ
৯.    আমাদের মহানবি (স) ছিলেন ---- চরিত্রের অধিকারী। উত্তর : উত্তম
১০.    আল্লাহ তায়ালা বলেন:- “নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রসুলের মধ্যে রয়েছে ---- আদর্শ।” উত্তর : উত্তম
১১.    মহানবি (স) বলেন, “সত্যিকার ---- তারাই, যাদের চরিত্র সুন্দর”। উত্তর : মুমিন
১২.    আমরা চরিত্র ---- করব। উত্তর : সুন্দর
১৩.    আমরা চরিত্র সুন্দর করলে দুনিয়াতে আমরা ---- পাব। উত্তর : শান্তি
১৪.    আমরা চরিত্র সুন্দর করলে ---- আমাদের উপর খুশি হবেন। উত্তর : আল্লাহ
১৫.    আমরা চরিত্র সুন্দর করলে পরকালে পাব ----। উত্তর : জান্নাত
১৬.    আব্বা-আম্মা, শিক্ষক ও বড়দের ---- করব। উত্তর : সম্মান
১৭.    আমরা ছোটদের ---- করব, সত্য কথা বলব। উত্তর : ¯েœহ
১৮.    আমরা সর্বদা ইমান আনব, ---- আদায় করব। উত্তর : সালাত
১৯.    আমরা স্বভাব-চরিত্র সুন্দর করব, ---- পাব। উত্তর : শান্তি
২০.    আব্বা-আম্মা আমাদের সবচেয়ে ----। উত্তর : আপনজন
২১.    আব্বা-আম্মা আমাদের জন্য অনেক ---- করেন। উত্তর : কষ্ট
২২.    আব্বা-আম্মা  ¯েœহ-মমতা ও ---- দিয়ে লালন পালন করেন। উত্তর : দরদ
২৩.    তারা সবসময় আমাদে র---- কামনা করেন। উত্তর : কল্যান
২৪.    সবসময় আব্বা-আম্মার সাথে ভালো ব্যবহার করা আমাদের ----। উত্তর : কর্তব্য
২৫.    আমরা তাদের সম্মান করব, ---- করব। উত্তর : শ্রদ্ধা
২৬.    ত৭াদের সাথে রাগারাগি করব না, ---- করব না। উত্তর : ঝগড়া
২৭.    আমরা আব্বা-আম্মার সাথে ---- ভাষায় কথা বলব না। উত্তর : কর্কশ
২৮.    বাড়ি থেকে বের হওয়ার সময় আব্বা-আম্মাকে ---- দিয়ে বের হব। উত্তর : সালাম
২৯.    বাড়িতে ফিরে আসলে আব্বা-আম্মাকে ---- জানাব। উত্তর : সালাম
৩০.    আল্লাহ তায়ালা বলেন, তুমি আব্বা-আম্মার সাথে ---- কথা বল। উত্তর : সুন্দর সুন্দর
৩১.    আল্লাহ বলেন, আব্বা-আম্মার সাথে ---- ব্যবহার কর। উত্তর : উত্তম
৩২.    আব্বা-আম্মার মৃত্যুর পর তাঁদের প্রতি আমাদের অনেক ---- রয়েছে। উত্তর : কর্তব্য
৩৩.    আব্বা-আম্মার ---- যদি কোনো ঋণ থাকে তা পরিশোধ করব। উত্তর : জিম্মায়
৩৪.    দান-খয়রাত এবং নফল এবাদত করে তাঁদের আত্মার ---- চাইব। উত্তর : মাগফেরাত
৩৫.    আমরা সবসময় আব্বা-আম্মার জন্য ---- করব। উত্তর : দোয়া
৩৬.    মহানবি (স) বলেছেন, “---- পায়ের নিচে সন্তানের জান্নাত।” উত্তর : মায়ের
৩৭.    আব্বা-আম্মার মতো শিক্ষক আমাদের ---- মানুষরূপে গড়ে তোলেন। উত্তর : প্রকৃত
৩৮.    শিক্ষক আমাদের কুরআন, সালাত ও ---- শেখান। উত্তর : আদব-কায়দা
৩৯.    শিক্ষক আমাদের সৎ ও ---- পথে চলতে শেখান। উত্তর : ন্যয়ের
৪০.    শিক্ষক আমাদের অন্যায় ও অসৎ পথে চলতে ---- করেন। উত্তর : নিষেধ
৪১.    ---- নানা বিষয়ে আমরা শিক্ষকের কাছে শিখি। উত্তর : জ্ঞান-বিজ্ঞানের
৪২.    আমরা শিক্ষককে সম্মান করব, ---- দেব। উত্তর : মর্যাদা
৪৩.    শিক্ষকের সাথে সবসময় ---- ব্যবহার করব। উত্তর : ভালো
৪৪.    শিক্ষকের সাথে দেখা হলে তাঁকে ---- দেব। উত্তর : সালাম
৪৫.    শিক্ষকের সাথে সবসময় ---- কথা বলব। উত্তর : নম্রভাবে
৪৬.    শিক্ষকের সাথে কখনো ---- করব না। উত্তর : বেয়াদবি
৪৭.    আমরা বড়দের ---- করব। উত্তম : সম্মান
৪৮.    যে সব ছেলেমেয়েরা আমাদের উপরের শ্রেণিতে পড়ে আমরা তাদের ---- করব। উত্তর : সম্মান
৪৯.    তিনি শ্রেণিতে থাকা অবস্থায় যদি বাইরে যাওয়ার প্রয়োজন হয় তাহলে তাঁর ---- নিয়ে যাব। উত্তর : অনুমতি
৫০.    আমাদের বাড়িতে যেসব কাজের লোক বয়সে বড় আমাদে তাঁদের ---- করব, সম্মান করব। উত্তর : শ্রদ্ধা
৫১.    যারা আমাদের চেয়ে বয়সে ছোট আমরা তাদের ---- করব, ¯েœহ করব। উত্তর : আদর
৫২.    যারা বয়সে বড় তাঁদের সাথে দেখা হলে আমরা তাঁদের ---- দেব। উত্তম : সালাম
৫৩.    যারা আমাদের চেয়ে বয়সে ছোট তারা কাঁদলে মাতা হাত ---- দেব। উত্তর : বুলিয়ে
৫৪.    বাস, স্টিমার বা অন্য কোন যানবাহনে ---- লোক উঠেন। উত্তর : বৃদ্ধ
৫৫.    মহানবি (স) বড়দের ---- করতেন। উত্তর : সম্মান
৫৬.    মহানবি (স) ছোটদের ---- করতেন। উত্তর : ¯েœহ
৫৭.    মহানবি (স) সকলের সাথে ---- ব্যবহার করতেন। উত্তর : ভালো
৫৮.    মহানবি (স) বলেন- ‘যে ছোটদের ¯েœহ করে না, আর বড়দের সম্মান দেখায় না, সে আমার ---- না। উত্তর : উম্মত না।
৫৯.    আমাদের আশেপাশে যারা বসবাস করে তারা আমাদের ----। উত্তর : প্রতিবেশী
৬০.    বাস, ট্রেন, লঞ্চ, স্টিমারে ---- আমাদের প্রতিবেশী। ----। উত্তর : সহযাত্রী
৬১.    বিবিন্ন ছাত্রাবাসে অবস্থানকারী ছাত্রছাত্রীরা একে অপরের ---- মতো। উত্তর : প্রতিবেশীর
৬২.    আমরা প্রতিবেশীর সাথে ---- বিনিময় কর। উত্তর : কুশল
৬৩.    কেউ ---- হলে তাকে খাদ্য দেব। উত্তর : ক্ষুধার্ত
৬৪.    মহানবি (স) বলেছেন, “যে নিজে পেটভরে খায় অথচ তার প্রতিবেশী ক্ষধার্ত থাকে সে ---- নয়। উত্তর : মুমিন
৬৫.    প্রতিবেশী অসুস্থ হলে সেবা করব, ---- সাহায্য করব। উত্তর : বিপদে
৬৬.    আমরা যেখানে সেখানে ---- ফেলব না। উত্তর : ময়লা-আবর্জনা
৬৭.    আমরা যদি প্রতিবেশীর সাথে ঝগড়া করি, হিংসা করি তাহলে আল্লাহ ---- করবেন, অসন্তুষ্ট হবেন। উত্তর : রাগ
৬৮.    আমরা প্রতিবেশীর সাথে ---- করব না। উত্তর : ঝগড়া
৬৯.    জোরে ----, রেডিও-ক্যাসেট বাজাব না, যাতে প্রতিবেশীর অসুবিধা হয়। উত্তর : টেলিভিশন
৭০.    মহানবি (স) বলেন “যার অত্যাচার ও অন্যায় আচরন থেকে তার প্রতিবেশী রক্ষা পায় না, সে ---- প্রবেশ করবে না। উত্তর জান্নাতে
৭১.    প্রতিবেশী হিন্দু, বৌদ্ধ বা অন্য ধর্মের লোকজন হয়, তাদের সাথেও  ---- ব্যবহার করব। উত্তর : সুন্দর
৭২.    প্রতিবেশীর মৃত্যু হলে তার বাসায় যাব, বাসার সবাইকে ---- দেব। সহানুভূতি জানাব। উত্তর : সান্তানা
৭৩.    প্রতিবেশীর মৃত্যু হলে তার ----- শরিক হবো। উত্তর : জানাজায়
৭৪.    সবরকম প্রতিবেশীর সাথে ----- ব্যবহার করব। উত্তর : উত্তম
৭৫.    মহানবি (স) বলেন, “----- কাছে সেই প্রতিবেশীই সবচেয়ে উত্তম, যে তার প্রতিবেশীর কাছে উত্তম।” উত্তর : আল্লাহর
৭৬.    সত্যকথা বলা ----- গুণ। উত্তর : মহৎ
৭৭.    যে সত্যকথা বলে তাকে ----- বলে। উত্তর : সত্যবাদী
৭৮.    সত্যবাদীকে আরবিতে ----- বলা হয়। উত্তর : সাদিক
৭৯.    যে সত্যকথা বলে তাকে সকলে ভালোবাসে, সকলে ----- করে। উত্তর : বিশ্বাস
৮০.    যে  সত্যকথা বলে পৃথিবীতে সে সকলের কাছে প্রিয় ও -----। উত্তর : সম্মানিত
৮১.    যে সত্যকথা বলে পরকালে সে ----- লাভ করবে। উত্তর : জান্নাত
৮২.    ----- সকল পাপের মূল। উত্তর : মিথ্যা
৮৩.    যে মিথ্যা কথা বলে তাকে ----- বলে। উত্তর : মিথ্যাবাদী
৮৪.    আরবিতে মিথ্যাবদীকে ----- বলা হয়। উত্তর : কাযিব
৮৫.    মিথ্যাবাদীকে কেউ ভালোবাসে না, ----- করে না। উত্তর : বিশ্বাস
৮৬.    সকলে মিথ্যাবাদীকে ----- করে, অপছন্দ করে। উত্তর : ঘৃণা
৮৭.    সকল মিথ্যাবাদীর জন্য আছে -----। উত্তর : জাহান্নাম
৮৮.    আমাদের মহানবি (স) ছোটবেলা থেকে আজীবন সকলের কাছে ----- বলে পরিচিতি ছিলেন। উত্তর : সত্যবাদী
৮৯.    মহানবি (স) অন্যদেরকে সত্য কথা বলতে ----- দিয়েছেন, উৎসাহ দিয়েছেন। উত্তর : নির্দেশ
৯০.    মহানবি (স) বলেন, “সত্য মানুষকে ----- দেয়, আর মিথ্যা ধ্বংস করে।” উত্তর : মুক্তি
৯১.    মহানবি (স) বলেন “সত্য পুন্যের পথে নিয়ে যায়। আর পুন্য ----- নিয়ে যায়।” উত্তর : জান্নাতে
৯২.    মিথ্যা বলা ছেড়ে দেওয়ার কারনে সব ----- থেকে সে বেঁচে গেল। উত্তর : অন্যায়
৯৩.    বেশি বেশি চাওয়ার নামই -----। উত্তর : লোভ
৯৪.    লোভ করা -----। উত্তর : পাপ
৯৫.    লোভের কারণে মানুষ নানা ----- লিপ্ত হয়। উত্তর ; অন্যায়ে
৯৬.    লোভ করা -----সৃষ্টি করে। উত্তর : অশান্তি
৯৭.    যে লোভ করে তাকে ----- বলে। উত্তর : লোভী
৯৮.    লোভী মানুষকে কেউ ----- দেয় না। উত্তর : সম্মান
৯৯.    ----- মানুষকে কেউ ভালোবাসে না। উত্তর : লোভী
১০০.     লোভী মানুষকে কেউ ----- দেয় না। উত্তর সম্মান
১০১.    পাপ মানুষকে ----- দিকে টেনে নেয়, ধ্ংসের দিকে নিয়ে যায়। উত্তর : মৃত্যুর
১০২.    কথায় বলে- ‘লোভে পাপ, পাপে -----। উত্তর : মৃত্যু
১০৩.    হযরত দাউদ (আ) মধুর কণ্ঠে ----- পড়তেন। উত্তর : কিতাব
১০৪.    হযরদ দাউদ (আ) এর উপর ----- নাযিল হয়েছিল। উত্তর : যাবূর
১০৫.    আমাদের মহানবি (স) এর মধ্যে কোনো ----- ছিল না। উত্তর : লোভলালসা
১০৬.    মহানবি (স) বলেন, “তোমরা লোভ থেকে সাবধান থাক। লোভ তোমাদের পূর্ববর্তী লোকদের ----- করে দিয়েছে।” উত্তর : ধ্বংস
১০৭.    অপচয় অর্থ ক্ষতি, অপব্যয়, -----। উত্তর : নষ্ট
১০৮.    বিনা প্রয়োজনে কোনো কিছুু নষ্ট করাকে ----- বলে। উত্তর : অপচয়
১০৯.    অপচয় করা বড় -----। উত্তর : পাপ
১১০.     আল্লাহ বলেন, “নিশ্চয়ই অপচয়কারীরা ----- ভাই।” উত্তর : শয়তানের
১১১.    আমাদের মধ্যে অনেক বাজি পোড়ায়, পটকা ফোটায়, এসব -----। উত্তর : অপচয়
১১২.    বিড়ি. সিগারেট খেলে ----- হয়। উত্তর ; ক্যান্সার
১১৩.    বিড়ি, সিগারেট খাওয়া ----- জন্য মারাত্মক ক্ষতিকর। উত্তর : স্বাস্থের
১১৪.    অনেকে দুস্টুমি করে কড়কুটায় ----- দেয়। উত্তর : আগুন
১১৫.    আমরা কোনো কিছু ----- করব না। উত্তর : অপচয়
১১৬.    আমরা অপচয় করা থেকে ----- থাকব। উত্তর : বিরত
১১৭.    আমরা ব্যক্তিগত ও জাতীয় ----- রক্ষা করব। উত্তর : সম্পদ
১১৮.    পরনিন্দা করা অর্থ ----- করা, পরচর্চা করা, দুর্ণাম রটানো। উত্তর : গিবত
১১৯.    কারে অনুপস্থিতিতে তার দোষের কথা বলার নাম গিবত বা -----। উত্তর : পরনিন্দা
১২০.    যে পরনিন্দা করে তাকে ----- বলে। উত্তর : পরনিন্দুক।
১২১.    পরনিন্দা করা -----। উত্তর ; হারাম
১২২.    মহান আলাøাহ ----- করতে নিষেধ করেছেন। উত্তর : পরনিন্দা
১২৩.    আল্লাহ তায়ালা বলেন, “তোমরা ্্্একে অপরের ----- খুঁজে বেড়াবে না। উত্তর : দোষ
১২৪.    আল্লাহ তায়ালা পরনিন্দাকে ----- ভাইয়ের গোমত খাওয়ার সাথ তুলনা করেছেন। উত্তর : মৃত
১২৫.    পরনিন্দুক -----। উত্তর : মহাপাপী
১২৬.    পরনিন্দুক সমাজে ----- করে। উত্তর : শান্তি
১২৭.    যে ব্যক্তি পরনিন্দা বা গিবত করে সে ----- যেতে পারবে না। উত্তর : জান্নাতে
১২৮.    মহানবি (স) বলেন, “পরনিন্দাকারী ----- প্রবেশ করবে না। উত্তর : জান্নাতে
১২৯.    পরনিন্দার কারণে ----- সৃষ্টি হয়। উত্তর : শত্রুতা
১৩০.    পরনিন্দার না করা ----- চরিত্রের একটি বিশেষ গুণ। উত্তর : সুন্দর
১৩১.    আমরা পরনিন্দা বা ----- করব না। উত্তর : গিবত
১৩২.    আমরা কারো ----- রটাবো না, কারো দুর্নাম করব না। উত্তর : কুৎসা
১৩৩.    আমরা ----- থেকে বিরত থাকব। উত্তর : পরনিন্দা
১৩৪.    আমরা পরনিন্দা না করলে পরকালে জান্নাতে অনন্ত ----- ভোগ করব। উত্তর : সুখ-শান্তি
১৩৫.    আমরা পরনিন্দ করব না, ----- শুনব না। পরনিন্দা
Previous Post Next Post

نموذج الاتصال