শ্রেণি : চতুর্থ বিষয় : ইসলাম ও নৈতিক শিক্ষা, তৃতীয় অধ্যায়, অনুশীলনীর নমুনা প্রশ্ন

আখলাক

-: সংক্ষিপ্ত প্রশ্নোততর :-

১.    আমাদের মহানবি (স) এর চরিত্র কেমন ছিল?
উত্তর ঃ আমাদের মহানবি (স) ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। তিনি গরিব, দুঃখি ও এয়াতিমদের সাহায্য করতেন তিনি মেহমানের সম্মান করতেন। বড়দের সম্মান করতেন। ছোটদের ¯েœহ করতেন। তিনি সর্বদা সত্য কথা বলতেন। তিনি ছিলেন মজলুমের পরম বন্ধু। মহানবি (স) এর চরিত্র সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন :- নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ।”
    মহানবি (স) বলেন, “উত্তম চারিত্রিক গুনাবলির পূর্নতা দানে জন্যই আমি প্রেরিত হয়েছি।
২.    আব্বা-আম্মার সাথে কিরূপ ব্যবহার করব?
উত্তর ঃ আব্বা-আম্মা আমাদের সবচেয়ে আপনজন। তাঁরা আমাদের জন্য অনেক কষ্ট করেন। ¯েœহ-মমতা ও দরদ দিয়ে লালনপালন করে। আমাদের অসুখ-বিসুখ হলে তাঁরা সেবাযতœ করেন। তারা সবসময় আমাদের কল্যাণ কামনা করেন। দোয়া করেন। তাই সবসময় আব্বা-আম্মার সাথে ভালো ব্যবহার করা আমাদের কর্তব্য। আমরা তাঁদের সম্মান করব, শ্রদ্ধা করব। তাঁদের সাথে রাগারাগি করব না। ঝগড়াবিবাদ করব না, কর্কশ ভাষায় কথা বলব না। তাদের মনে কষ্ট দেব না। সবসময় হসিমুখে কথা বলব। বাড়ি থেকে বের হওয়ার সময় ও ফিরে এসে সালাম দেব। সুন্দর সুন্দর কথা বলব। আল্লাহ তায়ালা বলেন- “তুমি আব্বা-আম্মার সাথে সুন্দর সুন্দর ব্যবহার কর।”
৩.    শিক্ষকের সাথে দেখা হলে কী করব?
উত্তর ঃ আব্বা-আম্মার মতো শিক্ষক আমাদের আপনজন। তিনি আমাদের প্রকৃত মানুষরূপে গড়ে তোলেন। তাঁর সাথে দেখা হলে তাঁকে সালাম দেব। তাঁকে ভালোমন্দ জিজ্ঞাসা করব। তিনি শ্রেণিকক্ষে যা পড়াবেন মনোযোগ দিয়ে শুনব। তাঁর সাথে সবসময় ন¤্রভাবে কথা বলব। তিনি শ্রেণিতে থাকা অবস্থায় যদি বাইরে যাওয়ার প্রয়োজন হয় তাহলে তাঁর অনুমতি নিয়ে যাব। তিনি অসুখ হলে তাঁকে দেখতে যাব।
৪.    দাদা-দাদি ও নানা-নানি আমাদের কী করেন?
উত্তর ঃ আব্বা-আম্মার মতো দাদা-দাদি ও নানা-নানী আমাদের আপনজন। তাঁরা আমাদের আদর করেন। তাঁরা আমদে রজন্য অনেক কষ্ট করেন। ¯েœহ-মমতা ও দরদ দিয়ে লালপালন করেন। আমাদের অসুখ-বিসুখ হরে তাঁরা সেবাযতœ করেন। বিপদ-আপদে তারা সবার আগে এগিয়ে আসেন। তারা সবসময় আমাদের কল্যান কামনা করেন, দয়া করেন।
৫.    মহানবি (স) বড়দের সথে কেমন ব্যবহার করতেন?
উত্তর ঃ মহানবি (স) বড়দের সম্মান করতেন, শ্রদ্ধা করতেন। তিনি বড়দের সালাম দিতেন। তাদের আদেশ নিষেধ মেনে চলতেন। কখনো বড়দের সাথে বেয়াদবি করতেন না। বড়রা দাঁড়িয়ে থাকলে তিনি নিজে দাঁড়িয়ে তাদের বসার ব্যবস্থা করে দিতেন। সকলের সাথে ভালো ব্যবহার করতেন। মহানবি (স) বলেন- “যে ছোটদের ¯েœহ করে না, আর বড়দের সম্মান দেখায় না, সে আমার উম্মত না।”
৬.    মহানবি (স) ছোটদের সাথে কেমন ব্যবহার করতেন?
উত্তর ঃ মহানবি (স) বড়দের সম্মান করতেন, ছোটদের ¯েœহ করতেন। ছোটদের সকল আবদার পূরণ করার চেষ্ট করতেন। তাদেরকে সুন্দর আচরণ শিক্ষা দিতেন, তাদের সুশিক্ষা দিতেন। ন্যয়-নীতি শিক্ষা দিতেন। তাদের সাথে সুন্দর ব্যবহার করতেন। মহানবি (স) বলেন- “যে ছোটদের ¯েœহ করে না, আর বড়দের সম্মান দেখায় না, সে আমার উম্মত না।”
৭.    আমরা কাজের লোকদের সাথে কেমন ব্যবহার করব?
উত্তর ঃ আমরা কাজের লোকদের সাথে সব সময় ভালো ব্যবহার করব। মহানবি (স) কাজের লোকদের সম্পর্কে বলেছেন- “যারা কাজ করে তারা তোমাদের ভাই। নিজে যা খাবে তাদের তা খাওয়াবে। নিজে যা পরিধান করবে তাদেরও তা পরতে দেবে। কাজকর্মে তাদের সাহায্য করবে। তাদের বেশি কষ্ট দেবে না। তাদের মর্যদা করবে। তাদের শ্রমের মর্যাদা দেবে।” আমরা কাজের লোকদের সাথে কেমন ব্যবহার করব তা নিচে দেয়া হলো:-
ক.    আমরা কজের লোকদের সাথে খারাপ আচরণ করব না।
খ.    তাদেরকে শারীরিকভাবে কষ্ট দেবনা।
গ.    তাদেরকে গালাগালি করব না।
ঘ.    তদের পাওনা সঠিকভাবে বুঝিয়ে দেব।
ঙ.    তদের কজে যথাসম্ভব সাহায্য করব।
চ.    নিজেরা যা খাব তাদেরকেও তা খেতে দেব।
ছ.    তাদের শিক্ষার সুযোগ করে দেব।
জ.    কাজের লোকেরা বয়সে বড় হলে শ্রদ্ধা করব এবং ছোট হলে ¯েœহ করব।
ঝ.    নিজেরা যা পরব তাদেরকে তা পরতে দেয়।
ঞ.    তার অসুস্থ হলে তাদের চিকিৎসার ব্যবস্থা করব এং তাদের সেবা যতœ করব।



Previous Post Next Post

نموذج الاتصال