শ্রেণি: চতুর্থ, বিষয় : বিজ্ঞান, দ্বিতীয় অধ্যায় প্রশ্নোত্তর উদ্ভদ ও প্রাণী

 দ্বিতীয় অধ্যায়    প্রশ্নোত্তর উদ্ভদ ও প্রাণী

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর:

০১।    উদ্ভিদ ও প্রাণীর মধ্যে ৩টি পার্থক্য লেখ।
উত্তর:    উদ্ভিদ ও প্রাণীর মধ্যে তিনটি পার্থক্য নি¤œরূপ:
উদ্ভিদ    প্রাণী
১. উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করে।    ১. প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না।
২. উদ্ভিদের দেহে মূল, কা- এবং পাতা রয়েছে।    ২. প্রাণীর হাত, পা, ডানা বা পাখনা রয়েছে।
৩. উদ্ভিদ এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করতে পারে না।    ৩. প্রাণী একস্থান থেকে অন্য স্থানে চলাচল করতে পারে।
০২।    কী কী কারণে পরিবেশের পরিবর্তন হয়?
উত্তর:    নি¤œলিখিত দুটি কারণে পরিবেশের পরিবর্তন হয়Ñ
(র)    ঝড়, বন্যা এবং খরার মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে।
(রর)    মানুষের নানা কার্যকলাপের কারণে।
০৩।    প্রাণীর ৪টি আবাসস্থলের নাম লেখ।
উত্তর:    প্রাণীর ৪টি আবাসস্থলের নাম হলোÑ
(র)    মাটি
(রর)    পানি
(ররর)    বন ও
(রা)    মরুভূমি
অতিরিক্ত সংক্ষিপ্ত প্রশ্নোত্তর:

০১।    দুটি লবণাক্ত মাটির উদ্ভিদের নাম লেখ।
উত্তর:    দুটি লবণাক্ত মাটির উদ্ভিদ হলোÑ সুন্দরী ও গরান।
০২।    সুন্দরবনের মাটি কীরূপ?
উত্তর:    সুন্দরবনের মাটি লবণাক্ত।
০৩।    শ্বাসমূলের কাজ কী?
উত্তর:    শ্বাসমূলের কাজ শ্বাস গ্রহণ করা।
০৪।    উদ্ভিদ দেহে কী কী অংশ রয়েছে?
উত্তর:    উদ্ভিদ দেহে বিভিন্ন অংশ যেমনÑ মূল, কা- ও পাতা রয়েছে।
০৫।    ছায়াযুক্ত ও স্যাঁতসেঁতে শীতল স্থানে জন্মায় এমন একটি উদ্ভিদের নাম লেখ।
উত্তর:    ছায়াযুক্ত ও স্যাঁতসেঁতে শীতল স্থানে জন্মায় এমন একটি উদ্ভিদের নাম হলো মস।
০৬।    শ্বাসমূলযুক্ত ১টি উদ্ভিদের নাম লেখ।
উত্তর:    শ্বাসমূলযুক্ত ১টি উদ্ভিদের নাম হলোÑ কেওড়া।
০৭।    নিজের খাদ্য নিজেই তৈরি করে কে?
উত্তর:    উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করি।
০৮।    প্রাণী খাদ্যের জন্য কার উপর নির্ভরশীল?
উত্তর:    প্রাণী খাদ্যের জন্য উদ্ভিদ ও অন্যান্য প্রাণীর উপর নির্ভরশীল।
০৯।    উদ্ভিদ কিসের সাহায্যে নিজের খাদ্য নিজেই তৈরি করে?
উত্তর:    উদ্ভিদ সূর্যের আলো ও পানির সাহায্যে নিজের খাদ্য নিজেই তৈরি করে।
১০।    মস ও ফার্ন জাতীয় উদ্ভিদ কোথায় জন্মে?
উত্তর:    মস ও ফার্ন জাতীয় উদ্ভিদ ছায়াযুক্ত, স্যাঁতসেঁতে শীতল স্থানে জন্মে।
১১।    মরুভূমির ১টি বৈশিষ্ট্য লেখ।
উত্তর:    মরুভূমির ১টি বৈশিষ্ট্য হলোÑ এটি অত্যন্ত শুষ্কস্থান যেখানে পানির পরিমাণ খুবই কম।
১২।    মরুজ উদ্ভিদের বৈশিষ্ট্য কী?
উত্তর:    মরুজ উদ্ভিদের বৈশিষ্ট্য এদের কা- ও পাতা রসাল যা পানি ধারণ করে।
১৩।    উট তার পিঠের কুঁজে কী জমিয়ে রাখে?
উত্তর:    উট তার পিঠের কু৭জে চর্বি জমিয়ে রাখে।
১৪।    দুটি জলজ উদ্ভিদের নাম লেখ।
উত্তর:    দুটি জলজ উদ্ভিদ হলোÑ কচুরিপানা ও শাপলা।
১৫।    হেলেঞ্চা কোথায় জন্মে?
উত্তর:    হেলেঞ্চা মাটি এবং পানি উভয় পরিবেশেই জন্মাতে পারে।
১৬।    সুন্দরী কোন বনের উদ্ভিদ?
উত্তর:    সুন্দরী সুন্দরবনের উদ্ভিদ।
১৭।    দুটি উভচর প্রাণীর নাম লেখ।
উত্তর:    দুটি উভচর প্রাণীর নাম হলোÑ ব্যাঙ ও কচ্ছপ।
১৮।    বাংলাদেশের প্রায় বিপন্ন একটি উদ্ভিদের নাম লেখ।
উত্তর:    বাংলাদেশের প্রায় বিপন্ন একটি উদ্ভিদের নাম হলোÑ তালি পাম।
১৯।    একটি সামুদ্রিক প্রাণীর নাম লেখ।
উত্তর:    একটি সামুদ্রিক প্রাণীর নাম হলো তিমি।
২০।    রয়েল বেঙ্গল টাইগারের আবাসস্থল কোথায়?
উত্তর:    রয়েল বেঙ্গল টাইগারের আবাসস্থল হচ্ছে সুন্দরবন।
২১।    মেরু অঞ্চলে কোন ধরনের উদ্ভিদ দেখা যায়?
উত্তর:    মেরু অঞ্চলে ঘাস ও পাইন জাতীয় উদ্ভিদ দেখা যায়।
২২।    সমুদ্র কী?
উত্তর:    সমুদ্র হলো লবণাক্ত পানির বিশাল ভা-ার।
বর্ণনামূলক প্রশ্নোত্তর:
০১।    ক্যাকটাস কীভাবে মরুভূমিতে টিকে থাকে?
উত্তর:    মরুভূমি হলো অত্যন্ত শুষ্ক স্থান যেখানে পানির পরিমাণ খুবই কম থাকে। এখানে বৃষ্টিপাত হয় না বললেই চলে। পানিবিহীন এ পরিবেশে টিকে থাকতে উদ্ভিদের পানি ধরে রাখার বৈশিষ্ট্য থাকতে হবে। ক্যাকটাস মরভূমিতে জন্মানো এক ধরনের কাঁটা জাতীয় উদ্ভিদ। এ উদ্ভিদের কা- ও পাতা রসালো হয় এবং বহিরাবরণ মসৃণ হয় যা পানি ধরে রাখতে সাহায্য করে। অর্থাৎ ক্যাকটাস উদ্ভিদ কা- ও পাতায় পানি ধরে রাখতে পারে। এ বৈশিষ্ট্যের কারণেই এরা মরুভূমিতে খুব সহজেই টিকে থাকতে পারে।
০২।    উদ্ভিদ ও প্রাণী কেন বিলুপ্ত হয়?
উত্তর:    ঝড়, বন্যা এবং খরার মতো প্রাকৃতিক কারণে পরিবেশের পরিবর্তন হয়। মানুষের বিভিন্ন কার্যকলাপের জন্যও পরিবেশের ব্যাপক পরিবর্তন হয়। পরিবেশের এ পরিবর্তনের ফলে উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল ধ্বংস হচ্ছে। এর ফলে উদ্ভিদ ও প্রাণী বিপন্ন বা বিলুপ্ত হচ্ছে। যেমনÑ ডেডো পাখি এবং তাসমেনিয়ান বাঘ পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছে। বাংলাদেশ থেকেও লাল শির ও জাভা গ-ার এবং রাজ শকুন বিলুপ্ত হয়েছে।
০৩।    পেঙ্গুইন কোন অঞ্চলের প্রাণী? এ অঞ্চলের বৈশিষ্ট্যগুলো কী?
উত্তর:    পেঙ্গুইন মেরু অঞ্চলের প্রাণী।
মেরু অঞ্চলের বৈশিষ্ট্য নি¤œরূপ:   
(র)    পৃথিবীর উত্তর ও দক্ষিণে এ অঞ্চল অবস্থিত।
(রর)    এটি ঠা-া ও বরফ আচ্ছাদিত স্থান।
(ররর)    এ অঞ্চলে কিছু ঘাস ও পাইন জাতীয় উদ্ভিদ দেখা যায়।
(রা)    মেরু ভালূক, সিল, পেঙ্গুইন ইত্যাদি এ অঞ্চলে বসবাসকারী প্রাণী।
(া)    ঠান্ডা থেকে বাঁচার জন্য এ অঞ্চলের প্রাণী চামড়া অত্যন্ত পুরু হয় এবং পশমে ঢাকা থাকে।
০৪।    বামপাশের শব্দের সাথে ডানপাশের শব্দের মিল কর।
তিমি
কচুরিপানা
গিরগিটি
বানর    মরুভূমি
বন
পুকুর
সমুদ্র
উত্তর:    তিমি  সমুদ্র
    কচুরিপানা  পুকুর
    গিরগিটি  মরুভূমি
    বানর  বন







Previous Post Next Post

نموذج الاتصال