অষ্টম শ্রেণিঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয়,
অধ্যায়:০১ (সৃজনশীল নমুনা প্রশ্ন)
১। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
মার্কিন যুক্তরাষ্ট্র এখন বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি। তারা বিভিন্ন অজুহাতে কয়েকটি দেশ দখল করে আছে। তথ্য পাওগেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ইরাক দখলের পেছনে সাদ্দামকে হটানো নয়, মূল লক্ষ্য ছিল তেল সম্পদ পাচার। ভুরাজনৈতিক কারণে, তারা দখল করেছে আফগানিস্তান। ইরাকের মতো সাম্প্রতিক সময়ে যোগ হয়েছে লিবিয়া।
ক) বাংলায় স্বাধীন সুলতানি প্রতিষ্ঠা করেন কে?
খ) বাংলার সুলতানদের বৈশিষ্ট্য লেখো।
গ) মার্কিনিদের আপগানিস্তান দখরের সাতে বাংরার কোন ঘটনার মিল আছে? ব্যাখ্যা কর।
ঘ) উদ্দীপকের তেল সম্পদ পাচার বাংলা থেকে পুঁজি পাচারের ঘটনা একই সূত্রে গাঁথা—বিশ্লেষণ করো।
২। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
পণ্য উৎপাদনের দিক থেকে ইউরোপ ও আমেরিকার স্থান বাকি বিশ্ব থেকে অনেক উচুতে। এশিয়া ও আফ্রিকার উন্নয়শীল অঞ্চলগুলোতে তাদের যোগাযোগ মূলত বাণিজ্যক উদ্দেশ্যে। রাজনৈতিক বন্ধন দৃঢ় করা এবং কূটনৈতিক আলাপ—আলোচনা প্রধান উদ্দেশ্যে থাকে বাজার সৃষ্টি। এই অঞ্চলের মানুষজনও তাদের পণ্যের ওপর হুমাড়ি খেয়ে পড়ে। যার ফলে এশিয়া ও আফ্রিকার গড়ে ওঠে তাদের বিশাল একটি বাজার।
ক) ভাস্কো—ডা—গামা ভারতের কালিকট বন্দরে পৌছেন কত সালে?
খ) পতুর্গিজরা এদেশে এসেছিল কেন?
গ) উদ্দীপকের সাথে তাদের উদ্দেশ্যগত মিল ব্যাখ্যা কর।
ঘ) উদ্দীপকের ঘটনার সাথে বাংলায় ইউরোপীয় বণিকদের কর্মকান্ডের পার্থক্য পর্যালোচনা কর।
৩। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
জামাল সাহেব ও আফজাল সাহেবের মাঝে পারিবারিক বিষয় সম্পত্তি নিয়ে কোন্দল অনেক পুরোনো। জামাল সাহেবের মৃত্যুর পর তার ছেলে সজল পারিবারিক ব্যবসার হাল ধরে। অল্প বয়স্ক সজল আফজাল সাহেবের সাথে পেরে ওঠেনি। পাশাপাশি ছিল ভাইদের মাঝে সম্পত্তি বণ্টনের ঝামেলা। ফলে সজলের পৈতৃক সম্পত্তির বেশির ভাগ আফজাল সাহেব দখলে নিয়ে নেন।
ক) বার্ণিয়ের কোন দেশের পর্যটক ছিলেন?
খ) বাংলায় বিদেশিদের বিনিয়োগ ও ব্যবসা সম্পর্কে বার্ণিয়ের কী বলেছেন?
গ) সজলের সাথে বাংলার কোন শাসকের মিল রয়েছে? পরিণতি ব্যাখ্যা কর।
ঘ) ‘উদ্দীপকের ঘটনা বাংলায় ইউরোপীয় ঔপনিবেশিক শাসন ব্যবস্থার প্রতিষ্ঠা ও প্রেক্ষাপট তুলে ধরো?মন্তব্যটি বিশ্লেষণ কর।
৪। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
দেবাশিষ স্যার, ক্লাসে বাংলায় বিদেশি শাসনের বিস্তার সম্পর্কে পড়াচ্ছিলেন। তিনি ছাত্রদের উদ্দেশ্যে বলেন, বাংলায় অনেক বিদেশি শক্তির আবির্ভাব ঘটে। তারা পুরো ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। তবে একটি কোম্পানি অন্য সকলকে ছাড়িয়ে এদেশের শাসন ক্ষমতা দখল করে। তারা এদেশের প্রশাসনকে আশ্রয় করে এদেশের প্রত্যেকটি ক্ষেত্রে নিজদের মতো সংস্কার করে। নিজেদের স্বার্থে তারা নানা রকম শোষণও করে। তবে শিক্ষা বিস্তারও আধুনিক জ্ঞানবিজ্ঞান চর্চার ক্ষেত্রে তাদের অবদান রয়েছে।
ক) ফরাসিরা কত সালে বাংলায় প্রবেশ করে?
খ) ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল?
গ) দেবাশিষ স্যার কাদের কথা বলেছেন? তাদের প্রধান প্রধান কাজগুলো উল্লেখ কর।
ঘ) ‘শিক্ষাবিস্তার ও আধুনিক জ্ঞান—বিজ্ঞান চর্চার ক্ষেত্রৈ তাদের অবদান রয়েছে’— দেবাশিষ স্যারের উক্তিটি পর্যালোচনা কর।
৫। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
শ্যামলের বড় ভাই সুনীল বিশ্ববিদ্যালয়ে পড়ে। তার বিষয় ইতিহাস। সুনীল বাড়িতে এলেই শ্যামলকে ইতিহাসের গল্প সোনায়। সুনীল তাকে ব্রিটিশ শাসনের গল্প বলছিল। সুনীল বলে, ব্রিটিশরা, কোম্পানি থেকে শাসক হয়। প্রশাসনিক নানা পরিবর্তনের মাধ্যমে তারা শাসক হিসেবে ভারতবর্ষে চেপে বসে থাকে প্রায় দু’শ বছর। ব্যবসায়িক কোম্পানি হওয়ায় তাদের উদ্দেশ্য ছিল মুনাফা অর্জন। প্রশাসক হয়েও তাদের লোভ যায় নি। বাংলার কৃষি ও তাঁত শিল্পকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দেয় তারা।
ক) ভারত—শাসন আইন পাস হয় কত সালে?
খ) কোম্পানি শাসনের অবসান ঘটে কীভাবে?
গ) সুনীল কোন কোম্পানির কথা বলেছে? তারা কীভাবে শাসন ক্ষমতা গ্রহণ করেছিল তা উল্লেখ কর।
ঘ) বাংলার কৃষি ও তাঁত শিল্প ধ্বংসের পেছনে সুনীলের অভিযোগের সাথে তুমি একমত? তোমার মতামতের পক্ষে যুক্তি দাও।
৬। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
সানোয়ার ইতিহাস সচেতন ছেলে। ইতিহাস বিষয়ে তার জ্ঞান গভীর। বর্তমান বিশ্বের রাজনৈতিক অস্থিরতা তাকে পীড়া দেয়। একটি কারণে সে বিট্রিশ শাসনকে ঘৃণা করতে পারে না। সে মনে করে ইংরেজরা রাজনীতি আর সামাজিক উন্নয়নকে আলাদা করে দেখত। তখনকার সময় ইংরেজি শিক্ষার সংস্পর্শেই বাংলায় নবজাগরণের সৃষ্টি হয়। শিল্প, সাহিত্য, সংস্কৃতি সবকিছুতেই সব জোয়ার ও চেতনা তৈরি হয়েছিল—যা আমাদের স্বাধীনতার পথে নিয়ে যায়।
ক) বঙ্গভঙ্গ হয়েছিল কত সালে?
খ) সিপাহি বিদ্রোহ ব্যর্থ হয় কেন?
গ) সানোয়ার ইংরেজ শাসনের কোন দিকটির কথা বলেছে? ব্যাখ্যা কর।
ঘ) সানোয়ারের বক্তব্যের আলোকে বাংলার নবজাগরণের নানামুখী ফলাফল আলোচনা কর।
৭। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
কিছুদিন আগে মঈন টিভিতে একটি দেশের দাঙ্গার খবর দেখেছে। টিভির পদার্য় ভেসে উঠেছিল আগুন, ভাঙচুর, হত্যা, লুটপাট আর বিশৃঙ্খলার ছবি। এসব দেখে মঈনের মনে হয়েছে এরাই কী আমাদের সভ্যতা শিখিয়েছিল? এরাই জোর করে আমাদের শাসন শোষণে মেতে উঠেছিল। তারা আমাদের সভ্যতা শেখাতে চেয়েছিল দাঙ্গায় লুটপাট হচ্ছে, সব আমাদের দেশ থেকে নেওয়া।
ক) মুসলিম লীগ প্রতিষ্ঠা হয় কত সালে?
খ) মুসলিম লীগ প্রতিষ্ঠার কারণ কী?
গ) মঈন কাদের শাসনের কথা বলেছে? তাদের শাসনব্যবস্থা ব্যাখ্যা কর।
ঘ) মঈনের ভাবনায় যে শাসন ব্যবস্থার কথা ফুটে উঠেছে তাদের পরিণতি পর্যালোচনা কর।